নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক মাস আগে আমার শখের বশে তৈরি করা কিছু খাবারের ছবি ব্লগে পোস্ট করেছিলাম। অনেকে তখন খাবার গুলোর রেসিপি প্রকাশের অনুরোধ জানান। সেই পরিপ্রেক্ষিতে প্রথম রেসিপি আজ শেয়ার করলাম। আজকের রেসিপি চিকেন চিজ পিজ্জা।
ডো উপকরণ:
ময়দা ১ কাপ, ইস্ট-১ চা চামচ, চিনি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, লবণ পরিমাণমত, তেল ২ টেবিল চামচ, হালকা গরম পানি পরিমাণ মতো।
ডো তৈরি:
একটি পাত্রে হালকা গরম পানি, ইস্ট,চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে গরম জায়গায় রাখতে হবে ১৫-২০ মিনিট। ইস্ট ফুলে উঠলে এতে ময়দা, গুঁড়া দুধ, লবণ, তেল ও হালকা গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে ডো বানাতে হবে । এবার এটিকে ঢাকনা দিয়ে(যেন বাতাস না প্রবেশ করতে পারে)গরম জায়গায় রাখতে হবে ৪০-৬০ মিনিট।
ফিলিংয়ের জন্য:
মুরগির বুকের মাংস কুচি ১কাপ, মাঝারি সাইজের ক্যাপসিকাম মোটা করে কাটা অর্ধেকটি, ব্ল্যাক অলিভ কুঁচি ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, তেল ও লবণ পরিমাণমত, সাদা গোল মরিচ সামান্য।
ফিলিং তৈরি:
কড়াইতে তেল দিয়ে তাতে মুরগির মাংস কুচি ও লবণ দিয়ে ৬/৭ মিনিট ভাজতে হবে। এরপর তাতে টমেটো সস দিয়ে একটু নেড়ে ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম ও গোল মরিচ দিয়ে নামিয়ে ফেলতে হবে ।
সাজানোর জন্য:
টমেটো সস, মোজেরেলা চিজ ইচ্ছা মতো গ্রেট করা, অরিগানো পরিমান মত।
বেকিং প্রণালি:
বেকিং ট্রে তে তেল লাগিয়ে ডো কে একটি গোল রুটির মতো আকার দিয়ে ট্রে তে রুটিটা তুলে দিতে হবে। এবার প্রথমে টমেটো সস লাগিয়ে আগের বানিয়ে রাখা চিকেন ফিলিং দিয়ে দিতে হবে। ফিলিংটা ভাল করে বিছিয়ে ফাঁকে ফাঁকে পনির বা চিজ বিছিয়ে দিতে হবে। তারপর অরিগানো পরিমান মত ছড়িয়ে দিয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করতে হবে । পিজ্জা হয়ে গেলে নামিয়ে টমেটো সস অথবা পিজা সসের সাথে পরিবেশন করতে হবে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
আলভী রহমান শোভন বলেছেন:
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
মানবী বলেছেন: সুন্দর লোভনীয় পোস্ট!
রেসিপি শেয়ারের জন্য ধন্যবাদ আলভী রহমান শোভন।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
উল্টা দূরবীন বলেছেন: ছবি দেখেই বুঝা যাচ্ছে, খাবার লোভনীয়। ছবির পিৎজা নিজের তৈরী?
রেসিপির জন্য ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। জী, ছবির পিৎজা আমার নিজের তৈরী ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
মুদ্দাকির বলেছেন: সংরক্ষিত
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
আলভী রহমান শোভন বলেছেন:
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
আবু শাকিল বলেছেন: একদিন ট্রাই মারতে হবে
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
আলভী রহমান শোভন বলেছেন:
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
মহিসন খান বলেছেন: সবার ওভেন নাই। ওভেন ছাড়া কেমনে বানানো যাবে, সেইটা বলেন.।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
আলভী রহমান শোভন বলেছেন: ওভেন ছাড়া প্যানে বানাতে পারেন। সেক্ষেত্রে প্যানে ডো দিয়ে বানানো রুটি প্যানে হালকা বাটার দিয়ে তার ওপর রেখে রুটির ওপর ফিলিং দিন। তারপর হালকা আঁচে চুলার ওপর রাখুন ২০ মিনিট।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
সিকদারভাই বলেছেন: আপনার পাকঘরের ঠিকানা দিন । চুরি করে খেতে হবে । লোভনীয় পোস্ট ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
আলভী রহমান শোভন বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। পাকঘরের ঠিকানা না হয় আরেকদিন দিবো।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১২
তুষার আহাসান বলেছেন: আজকেই চেষ্টা করব।
পোস্ট প্রিয়তে,ধন্যবাদ সহ।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩
আলভী রহমান শোভন বলেছেন:
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
তুষার কাব্য বলেছেন: একদিন ট্রাই মারুম ! দেখি কিছু একটা হয়তো হইব
রেসিপি শেয়ারের জন্য ধন্যবাদ ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
মাহবুবুল আজাদ বলেছেন: বিদেশে পড়ার সময় পিজ্জারিয়াতে পার্ট টাইম জব করতাম, সে ইতিহাস মনে করিয়ে দিলেন। ভাল লাগল