নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ- Ki & Ka, চিন্তাধারা বদলে দেবার মত একটি সিনেমা

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০



সুন্দর একটা দালান তৈরি হলে মানুষ দালানটার দিকে তাকিয়ে তার প্রশংসা করে, কিন্তু কখনও দালানের ভিত হিসেবে যে পিলারগুলো রয়েছে তার কথা কেউ কখনও জিজ্ঞেস করেনা। একটা সংসারের উপার্জনক্ষম ব্যাক্তি যদি পুরুষ হয় আর নারী সদস্য যদি শুধু ঘরের কাজ করে সারাটা জীবন পার করে দেয় তবে তার কোন কৃতিত্ব থাকেনা, সুন্দর সংসারের কৃতিত্ব যায় পুরুষ সদস্যের ওপর। কেন? কারণ সংসার তো তার টাকায় চলে। পেশায় ‘গৃহিণী’ ট্যাগ লাইন লাগিয়ে আমাদের উপমহাদেশের নারীরা সারাটা দিন সারাটা ক্ষণ ঘরের কাজে ব্যস্ত থাকেন, যেখানে কর্পোরেট পুরুষেরা অফিসের কাজ শেষে সপ্তাহে অন্তত দুই দিন ছুটি পেয়ে আরামে কাটিয়ে দেন দিনগুলো। কিন্তু নারীরা? তাদের সাপ্তাহিক ছুটি বলে কিছু নেই। ঘর সামলানো কিংবা সন্তানের লালন পালনের মত ব্যাপার এতোটা সহজও না। কিন্তু এরপরও পুরুষদের কাছ থেকে বিন্দুমাত্র অনুপ্রেরণা পান না নারীরা। কোন ভাবে কোন কাজ একটু এদিক ওদিক হলে পুরুষদের বুলি একটাই- ‘সারাদিন ঘরে বসে কি করো?’

বলছিলাম গত ১ এপ্রিল বলিউডে মুক্তিপ্রাপ্ত ছবি ‘Ki & Ka’-এর কথা। এশীয় উপমহাদেশের নারীদের জীবনধারা, পুরুষদের সংকীর্ণ চিন্তাধারার বাইরেও যে অন্যভাবে সাংসারিক জীবন চিন্তা করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ছবিটি।

ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর এবং কারিনা কাপুর খান। ছবির কাহিনী আবর্তিত হয়েছে কিয়াকে(কারিনা কাপুর) ঘিরে। বিশাল এক কোম্পানির মার্কেটিং ম্যানেজার সে। বয়স ত্রিশের কোঠা পার হলেও বিয়ের চিন্তা সে করেনা। কারণ বিয়ে হলেই তার সব স্বাধীনতা হারিয়ে যাবে। স্বামীর কথায় উঠতে হবে, বসতে হবে। কিন্তু ভাগ্যক্রমে তার পরিচয় হয় কবিরের(অর্জুন কাপুর) সাথে, যার চিন্তা ভাবনা একদম অন্যরকম। কবির দেশের অন্যতম ধনী ব্যবসায়ির ছেলে হওয়া সত্ত্বেও বাবার ব্যবসা কিংবা টাকা পয়সার প্রতি কোন আগ্রহ নেই। সে এমন এক নারীকে বিয়ে করতে চায় যে চাকরী করবে আবার অন্যদিকে কবির সংসারের যাবতীয় গৃহস্থালি কাজ করবে, ঠিক তার মায়ের মতন। টুকটাক দেখা সাক্ষাৎ হবার পর কিয়াকে বিয়ে করতে চায় কবির। এক সময় বিয়ে হয় তাদের। অন্যরকম কিন্তু সুন্দর এক সংসার চলছিল তাদের। এর ভেতর নানা ঘটনার মধ্য দিয়ে কবিরের সংসার ধর্মের কথা পুরো দেশে চাউর হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ধরণের নারী বিষয়ক অনুপ্রেরণামূলক ভাষণ দিয়ে, বিভিন্ন রান্নার অনুষ্ঠানে অংশগ্রহণ করে কবির নাম কামিয়ে ফেলে। কিন্তু এখান থেকেই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এ সব কিছুই জানতে দেখতে হবে Ki & Ka নামের অসাধারণ সিনেমাটি।

১২৬ মিনিট দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন আর.বাল্কি। ছবিটির গল্পকার এবং প্রযোজকও পরিচালক নিজেই। বরাবরই আর.বাল্কি ভিন্নধারার গল্প নিয়ে ছবি তৈরি করে থাকেন। তার পরিচালিত দর্শকনন্দিত ছবির তালিকায় আছে ইংলিশ ভিংলিশ, পা, শামিতাভ, চিনি কম। নতুন এই ছবিতেও ভিন্ন স্বাদ পাওয়া গেছে। ছবির কিছু কিছু সংলাপও অসাধারণ লেগেছে। শিল্প নির্দেশনার দিকেও যে ভালোই নজর দেওয়া হয়েছে সেটা ছবির সেট দেখেই বোঝা যায়।

অভিনয়ের কথা যদি বলা হয় তবে সেক্ষেত্রে সবাই ভালো করেছে। কেন্দ্রীয় অভিনেতা-অভিনেত্রী ছাড়াও প্রতিটি ছোট ছোট চরিত্রও জীবন্ত অভিনয় শৈলী দেখিয়েছে।

৩৫ কোটি রুপী বাজেটের ছবিটি মুক্তির দুই দিনেই ১২ কোটি রুপী উঠিয়ে ফেলেছে। বাণিজ্যিক ভাবে ছবিটি যে সফলতা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

পরিশেষে বলবো, সংসারে নারীর অবদান কীরূপ এবং পুরুষেরা কিভাবে তাদের তথাকথিত চিন্তাধারার পরিবর্তন আনতে পারে তা সুন্দর ভাবে উপস্থাপন করেছে মুভিতে। বিবাহিতদের মুভিটি দেখা ফরজ বোধ করি। পরিপূর্ণ বিনোদনের পাশাপাশি অনেক শিক্ষনীয় বিষয়ও আছে এতে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সুন্দর রিভিউ । এক মুভিটা দেখার ইচ্ছা আছে ।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ তাহসিন ভাইয়া। :) দেখে ফেলুন সময় করে মুভিটা, ভালো লাগবে।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

রাজসোহান বলেছেন: রিভিউ চমৎকার, মুভি দেখবো আজকে। :)

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

আলভী রহমান শোভন বলেছেন: :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৬

রাজসোহান বলেছেন: দেখেছি। ভালো লেগেছে। আপনাকে থেংকু।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। :)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

উইমা বলেছেন: KIA(Kareena Kapoor) has an aim becoming a successful business woman and in addition wishes other women to be effective instead of managing the house-holds and just becoming the support method of her husband. On her flight to Delhi again from Chandigarh, she satisfies Kabir(Arjun Kapoor). The two go along very nicely and start meeting very often. Kia discovers Kabir wants to become house - "wife" just like his mother and does not need to get caught in the contest of progress by turning into of business man. Kia also discovers that Kabir could be the son of a very successful building constructor(Rajit Kapoor) but will not want to inherit his / her immense wealth. [4]
Kia and Kabir steadily fall in love and opt to marry where Kabir would handle family members stuff while Kia is the bread - earner. They convince their parents because of this marriage and get married in the court. Their married life continues on well and Kia gets a huge boost in her work which is promoted to higher opportunities. Meanwhile, the landlord of these house decides to sell your house due to financial issues and Kabir not planning to move out decides to get it. To make the money required, he becomes a gym coach for a few ladies which he is aware. Soon, they are successful in buying the house.
On an meeting of Kia(for her very successful career), she mentions about her husband's roles inside your home and the interviewer will be impressed by this. She takes an meeting of Kabir also where he explains that it does regardless of whether ki(girl) takes up the particular role of ka(boy) and ka uses up the role of ki. People are impressed simply by this interview and Kabir is called for many more interviews and also speeches on Gender equality. Kabir gets hooked upwards in these interviews and also speeches and is so incapable of manage his house appropriately. Kia gets a little jealous of most this and tells him to avoid this show of the publicity of these life. Kabir agrees to the.
Kia then goes for the USA for her work where Kabir will not accompany her. In any college reunion, one of Kabir's friend asks him to offer an interview which this individual reluctantly agrees. Jaya Bachchan which sees this interview about TV, asks Amitabh Bachchan to be able to call him as she wished to meet him in particular person. Kabir pays them a trip and Jaya Bachchan provides a gift for Kia. In the mean time when Kabir was out there, Kia's mother(Swaroop Sampat) is suffering from low blood pressure and also collapses. She is taken up the hospital and after receiving this news Kia hastens returning to India.
Upon knowing that Kabir was gone with an interview she hurls the girl with abuses and suspects him of being a cheat. She tells him which he used her for his or her own profit to earn celebrity without working and he was as it's going to get money from his / her father. In all this Kabir will not say anything to her and returns returning to their home. He starts off packing his bag to be able to leave for Chandigarh. Kia sees the gift written by Jaya Bachchan in that has been a letter which said that to become man not working but handling your house is a brave choice but to become wife of such a person is a harder selection. The letter said in which Kabir was indeed lucky to own Kia as his better half. Kia's mother also shows her that she has been jealous of Kabir's fame then one who earns in the family is likely to be jealous when one other starts receiving fame. Kia understands her blunder and apologizes KABIR around the flight to Chandigarh. In the long run, Kabir's father decides to produce Kia the CEO regarding his company and almost all ends happily.

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

মাহমুদ রিফাত বলেছেন: ধন্যবাদ। ছবিটা মিস করা যাবে না :)

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

আলভী রহমান শোভন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.