নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

জাপানিজ মুভি রিভিউ: L-DK

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬



জাপানের প্রখ্যাত উপন্যাসিক আয়ু ওয়াতানাবের রোম্যান্টিক উপন্যাস L-DK প্রথম প্রকাশিত হয় জাপানের জনপ্রিয় ম্যাগাজিন ‘বেসাতু ফ্রেন্ড’-এ। পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয় ২০০৯ সালের দিকে। জাপানে জনপ্রিয়তা পাওয়ার পর আমেরিকায় এটি কমিকস হিসেবে প্রকাশিত হয়। তবে আজকের আলোচনা উপন্যাস কিংবা কমিকস নিয়ে নয়, উপন্যাস থেকে নির্মিত মুভি নিয়ে আলোচনা।

পরিচালক ইউশিহিরু কাওয়ামুরার পরিচালিত ছবির কাহিনী আবর্তিত হয় হাইস্কুলের রাজপুত্র টাইটেল পাওয়া সুদর্শন শুষেই কাগায়ামাকে ঘিরে, যে কিনা তার স্কুলে অনেক জনপ্রিয় এবং সব মেয়েরা তার উপর ক্রাশ খায়। কিন্তু কাউকে পাত্তা দেয়না শুষেই। একদিন স্কুলেরই এক মেয়ে মই শিবুয়া শুষেইকে প্রপোজ করে বসে। কিন্তু প্রতিবারের মত এবারো পাত্তা দেয়না শুষেই। মই শিবুয়ার প্রস্তাবে সাড়া না দেওয়ায় মইয়ের বেষ্ট ফ্রেন্ড আই নিশিমরি শুষেইয়ের কাছে সাড়া না দেওয়ার কারণ জানতে চায়। এক সময় ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে চলে গেলে আই শুষেইকে ধাক্কা দেয়, পরিনামে শুষেই সিঁড়ি দিয়ে পড়ে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। চক্ষু লজ্জার ভয়ে আই শুশেইকে তার বাসায় পৌঁছে দেয়। শুষেইয়ের জন্য রান্নাও করে আই। কিন্তু রান্নাঘরে আগুনের এক্সিডেন্টের কারণে শুষেইয়ের সম্পূর্ণ ফ্ল্যাট ক্ষতিগ্রস্থ হয় যেটা ঠিক করতে এক মাসের মত সময় লাগবে। শুষেই ঠিক করে এই এক মাস সে আইয়ের ফ্ল্যাটে থাকবে। আই প্রথমে গড়িমসি করলেও পরে রাজী হয় কারণ শুষেইয়ের ফ্ল্যাটের বারোটা বাজার জন্য আই দায়ী ছিল, তাই কিছু বলারও ছিল না আইয়ের। এক সাথে ফ্ল্যাটে থাকতে থাকতে আই শুষেইয়ের উপর দুর্বল হয়ে পড়ে। কিন্তু কাহিনী মোড় নেয় অন্যদিকে। আর টুইস্টটা কি জানতে হলে দেখতে হবে L-DK.

২০১৪ সালের ১২ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটি সম্পূর্ণ নিখাদ মিষ্টি প্রেমের ছবি। অবশ্য পরিচালক ইউশিহিরু কাওয়ামুরা বরাবরই প্রেমের ছবি নির্মাণ করে থাকে। তার পরিচালিত অন্যান্য জনপ্রিয় রোম্যান্টিক মুভির মধ্যে রয়েছে Girl’s Step, Princes Jellyfish, Akko-Chan প্রভৃতি। ছবির দৃশ্যায়ন এবং সঙ্গীতায়জনও অসাধারণ লেগেছে।

১১৩ মিনিট ব্যাপ্তি ছবিটির চিত্রনাট্য লিখেছেন ইউকো মাতসুদা।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: গুড গুড!


লাভ স্টোরী তো তাইলে দেখতেই হবে ভাইয়ু!!!!!:)

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯

আলভী রহমান শোভন বলেছেন: হুম শায়মাপু ! সময় করে দেখে ফেলো, ভালো লাগবে। :)

২| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ। মার্ক করে রাখলাম। আর ওনার নামের উচ্চারণটা হবে ওয়াতানাবে।

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ঠিক করে নিয়েছি। :)

৩| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ডাবড আছে? নাকি সাবটাইটেলই ভরসা?

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৬

আলভী রহমান শোভন বলেছেন: অনলি সাবটাইটেল !

৪| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: মজার কাহিনী তো! সময় করে দেখার চেষ্টা করব।

শেয়ার করার জন্যে ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। দেখে ফেলুন সময় করে। :)

৫| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:০০

উল্টা দূরবীন বলেছেন: এইটার লিংকও দেন। :)

১০ ই জুন, ২০১৬ রাত ১২:০৫

আলভী রহমান শোভন বলেছেন: এই লন- http://myasiantv.se/movie/l-dk/watch/

৬| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:২১

উল্টা দূরবীন বলেছেন: এখানেও ডোন্নোবাড।

১০ ই জুন, ২০১৬ রাত ১২:২৮

আলভী রহমান শোভন বলেছেন: অয়েল কম ! ;)

৭| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

কালনী নদী বলেছেন: সুন্দর বিবরণ দিয়েছেন, ছবিটা দেখতে হবে।

১০ ই জুন, ২০১৬ রাত ১০:২৮

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! দেখে ফেলুন সময় করে। :)

৮| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিজন রয় বলেছেন: সময় পেলে দেখবো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৬ রাত ১০:২৯

আলভী রহমান শোভন বলেছেন: শুভেচ্ছা রইলো, বিজনদা। :)

৯| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৪০

গেম চেঞ্জার বলেছেন: গুড রিভিউ আলভী ভাইডি!! :)
তবে সময় তো নাআই!! :|

১০ ই জুন, ২০১৬ রাত ১০:৩১

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ গেমু ভাইয়ু। :)
দেড় ঘণ্টা সময় ম্যানেজ করে দেখে ফেলুন, ভালো লাগবে আশা করি।

১০| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: কাগায়ামা নামটা বেশি কমন বোধ হয় জাপানি মিডিয়ায়। সব এনিমে-নভেল-মুভিতে এই নাম চোখে পড়ে।

১১ ই জুন, ২০১৬ রাত ১:৩৭

আলভী রহমান শোভন বলেছেন: ;)

১১| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নামাইতেছি ---

১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৩

আলভী রহমান শোভন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.