নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

রেসিপি- সবজির মজাদার তিন পদ

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

১) কাঁচকলার কাটলেট-



উপকরণ- মাঝারি সাইজের কাঁচকলা ৩ টা, পেঁয়াজ কুঁচি ১ কাপ, কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া এক চিমটি, লবণ-পরিমাণ মত, তেল- ভাজার জন্য।

প্রণালী- প্রথমে খোসা সহ কাঁচকলা সেদ্ধ দিন। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে চটকে নিন। এবার এতে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদা বাটা, গরম মশলা গুঁড়া এবং লবণ মিশিয়ে পছন্দ মত আকার করে ডুবো তেলে ভাজুন। বাদামি রঙ হয়ে এলে সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

২) পুরভরা করল্লা-



উপকরণ- ছোট সাইজের করল্লা ৬ টি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, মরিচকুঁচি ১ টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, নারকেল কোরানো ২ দেড় কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ- পরিমাণ মত, গরম মশলা গুঁড়া- এক চিমটি, তেল- ১ কাপ।

প্রণালী- প্রথমে করল্লা গুলোর খাঁজ কাটা খোসা ছাড়িয়ে নিতে হবে। এর পর করল্লার মাঝখান থেকে লম্বালম্বি ভাবে ফেড়ে ভেতরের অংশগুলো বের করে আলাদা করে রাখতে হবে। এবার করল্লা এবং এর খাঁজ কাটা খোসা গুলোতে লবণ ছিটিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এতে তিতা ভাব চলে যাবে। এবার প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া,গরম মশলা দিয়ে ভুনা করুন। এবার এতে নারকেল কোড়া এবং করল্লার ভেতরের অংশ ও খাঁজ কাটা খোসা গুলো দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে চুলা বন্ধ করুন। এবার এই উপকরণটাই করল্লার ভেতর পুর হিসেবে দিন। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে করল্লা গুলো ভাজুন হালকা আঁচে। করল্লা সেদ্ধ হয়ে এলে ভাত অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন।

৩) কাশ্মীরি দম আলু-



উপকরণ- মাঝারি সাইজের আলু ৪ টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, তেজপাতা ২ টা, টক দই ১ কাপ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, তেল দেড় টেবিল চামচ, লবণ- পরিমাণ মত।

প্রণালী- প্রথমে আলু সেদ্ধ দিন। সেদ্ধ হয়ে এলে খোসা ছাড়িয়ে প্রতিটি আলু চার ভাগ করুন। এবার প্যানে তেল দিয়ে এতে একে একে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, তেজ পাতা দিয়ে ভুনা করুন। এবার এতে পানি ঝরানো টক দই এবং কাজু বাদাম বাটা দিয়ে ভালো ভাবে নাড়ুন। মশলা ভালো ভাবে মিশে গেলে এতে আলুগুলো দিয়ে দিন। সামান্য পানি দিয়ে হালকা আঁচে ঢেকে রাখুন ১০ মিনিট। এবার ভালো ভাবে নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিন। কাশ্মীরি দম আলু ভাত, রুটি, পরোটা কিংবা লুচি যেকোনো আইটেমের সাথেই ভালো লাগবে।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ঢাকাবাসী বলেছেন: ভাল জিনিস ট্রাই করতে হবে।

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১১

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! ট্রাই করে দেখেন। ভালো লাগবে আশা করি। :)

২| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

রফিকুজজামান লিটন বলেছেন: আমি একজন সবজি খাদক B-) সবজি রান্না দেখলেই জিভে জল চলে আসে B-) একদিন ট্রাই করে দেখব ....

১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪০

আলভী রহমান শোভন বলেছেন: হুম...ট্রাই করে দেখেন। ভালো লাগবে আশা করি। :)

৩| ১৫ ই জুন, ২০১৬ রাত ৮:৪০

মোস্তাক খসরু বলেছেন: কাঁচকলার কাটলেট অবশ্যই ট্রাই করব। ভোজনরসিকদের জন্য ভালো পোষ্ট। ধন্যবাদ।

১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪১

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৪| ১৬ ই জুন, ২০১৬ রাত ১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: খাবার দাওয়ারের তো দেখছি বেশ আয়োজন । ট্রাই করতে হবে অবসরে ।
পোস্টে অসংখ্য ধন্যবাদ ।

১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:১২

আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! ধন্যবাদ আপনাকেও। :)

৫| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: ভালোইতো রান্না জানেন দেখা যায়!!

কাঁচাকলার কাটলেট বানানোর সময়, আমি ভেতরে কয়েকটা কিসমিস, কয়েকটা তেলে ভাজা বাদাম দিয়ে দিই।
এরপরে কর্নফ্লাওয়ার -এ গড়িয়ে কিছুক্ষণ রেখে, ডিমে ডুবিয়ে, ডুবো তেলে ভেজে নেই।



১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০

আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! আপনার প্রোসেসে কাটলেট আরও উপাদেয় হয় বোধ করি। তবে কর্ণফ্লাওয়ার এর বদলে ব্রেডক্রাম অথবা অরেঞ্জক্রাম দিলে বোধ হয় আরও মজা হবে। চলেন ট্রাই করে দেখি, আপু। :)

৬| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

উল্টা দূরবীন বলেছেন: ছবি দেইখা মনে হইতেছে সুস্বাদু খাবার। একদিন ট্রাই করুম। দেখি কেমন হয়।

ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য।

১৬ ই জুন, ২০১৬ রাত ১১:০৯

আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! আচ্ছা, ট্রাই কইরা জানাইতে ভুইলেন না। ;)
আপনারেও থাঙ্কু ব্লগ পোস্ট পড়ার জন্য। :)

৭| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: পরেরবারই আমি ব্রেডক্রাম দিয়ে দিয়েছি, দারূন মুচমুচে হয়!! :)

১৭ ই জুন, ২০১৬ রাত ১১:০০

আলভী রহমান শোভন বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.