নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়স তখন চৌদ্দ পনেরোর মোড়ে
যখন প্রথম প্রেমের অনুভূতি আসে মনে,
অপরিপক্ক মনে আসেনি তখন
এত শত ভাবার সুযোগ।
ক্লাসের করিডোরে একে অপরের দিকে
আড় চোখে তাকানো,
মিষ্টি করে হেসে ফেলা,
আর তার সাথে কথা বলার
সুযোগ খোঁজার চেষ্টা।
এভাবেই শুরু হয় টিনএজ প্রেম।
মুঠোফোনের বিপ বিপ করে জ্বলতে থাকা
সবুজ বাতির সময় তখন ছিল না।
ছিল না কাঁড়ি কাঁড়ি পকেটমানির যুগ।
প্রেম চলতো চিঠির পাতায়।
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমন্ত,
তখন রাতের নিশাচর পাখি হয়ে
তারা লিখে যেত চিঠি।
অগোছালো কথামালার অনুভূতিগুলো
ঠিকই কড়া নাড়তো,
মনের দোরগোড়ায়।
ছুটির ঘণ্টা বাজার অপেক্ষায় থাকতো তারা।
ঢং ঢং ঢং !
বেড়ে যেত মনের অস্থিরতা।
স্কুল গেটের সামনে সবার অলক্ষ্যে
বইয়ের ভাঁজে লুকিয়ে দেওয়া হত
প্রেমে ভরা চিঠিগুলো।
২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৩৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু !
২| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৪৮
মহা সমন্বয় বলেছেন: ঢং ঢং ঢং !
কবিতা ভালা হইছে +
২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৩৪
আলভী রহমান শোভন বলেছেন: খিক খিক ! থাঙ্কু ভাইয়ু।
৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৩৫
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ সুমনদা।
৪| ২৮ শে জুন, ২০১৬ রাত ২:২৮
কালনী নদী বলেছেন: নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমন্ত,
তখন রাতের নিশাচর পাখি হয়ে
তারা লিখে যেত চিঠি।
অগোছালো কথামালার অনুভূতিগুলো
ঠিকই কড়া নাড়তো,
মনের দোরগোড়ায়।
খুব সুন্দর +
২৮ শে জুন, ২০১৬ রাত ২:৩০
আলভী রহমান শোভন বলেছেন: আবার ধন্যবাদ, ভাইয়ু।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৩৯
কবীর হুমায়ূন বলেছেন: চিঠির মজা বুঝবে না এই মোবাইল-যুগের মেয়ে,
হাজার রাতের অনুভূতি চিঠিতে যায় ছেয়ে ...
ভালো লিখেছেন, কবি।