নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি পরমানু গল্প (চারটি বাংলা এবং একটি ইংরেজি)

২৭ শে জুন, ২০১৬ রাত ১২:১১

১) অপূর্ণতা



- লাভ ইউ
- হি হি হি । লাভ ইউ টু
দুই বন্ধু এভাবেই মজার ছলে প্রায়ই কথাটা বলে। আসলে ভালবাসার অনুভূতি দুজনেরই ছিল। পাছে বন্ধুত্ব যেন নষ্ট না হয় তাই ভালবাসা আর পূর্ণতা পায়না কখনোই।

২) অব্যক্ত



- দোস্ত, শোন !
- হ্যাঁ, বল !
- না থাক, কিছু না।
এভাবেই ভালবাসার কথাটা অব্যক্ত রয়ে যায়।

৩) কান্না




আকাশ আজ কাঁদছে । কাঁদছে ছেলেটাও ।
শুধু পার্থক্য...
আকাশের ক্রন্দন শব্দ সবাই শুনছে কিন্তু ছেলেটির কান্না কারো চোখে পড়ছে না।

৪) অবোধ্য



ছেলেটি মজার ছলে বলেছিল, ' লাভ ইউ।'
কোনদিন জানতেও পারলো না যাকে কথাটা বলল সে আসলেই ছেলেটিকে অনেক ভালবেসে ফেলেছিল।

৫) Touch



We both were crossing the road. I was little bit scared to cross it. I hold your hand and cross the road with you. I touched your hand for the first time and on that time your touch touches my mind. I looked at you and I fall in love with you.

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ রাত ২:৫৫

গেম চেঞ্জার বলেছেন: হায়রে!! ভালবাসা!! এইটা একটা সময় বিনষ্টকারি ব্যাধি!! :( :( :)

২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:১৮

আলভী রহমান শোভন বলেছেন: আমি কিছু কমু না। আপনার ব্যাপারে মহা সমন্বয় ভাইয়ু বলে দিছে যা বলার। শায়মাপু থাকলে আরো কিছু বলতে পারতো বোধ হয়। ;)

২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:০৪

অশ্রুকারিগর বলেছেন: সুন্দর।

গেম চেঞ্জার বলেছেন: হায়রে!! ভালবাসা!! এইটা একটা সময় বিনষ্টকারি ব্যাধি!! :( :( :)

২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:২০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :)

গেমু ভাইয়ুর সাথে একমত। তবুও কবি গুরুর মত বলতে হয়, আমি জেনে শুনে বিষ করেছি পান। :(

৩| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:০১

মহা সমন্বয় বলেছেন: আর এ ব্যাপারে গেম চেঞ্জার একজন বিশিষ্ট বিশেষজ্ঞB-)

- লাভ ইউ
- হি হি হি । লাভ ইউ টু
দুই বন্ধু এভাবেই মজার ছলে প্রায়ই কথাটা বলে। আসলে ভালবাসার অনুভূতি দুজনেরই ছিল। পাছে বন্ধুত্ব যেন নষ্ট না হয় তাই ভালবাসা আর পূর্ণতা পায়না কখনোই।


অল্প কয়েকটি কথার মধ্যে এত সুন্দর করে কেউ কখনো বুঝায়নি আমাকে- কি দারুণই না বলেছেন। :)

২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:২৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :)

বয়স তো এখনো পড়ে আছে, চালায় যান। ;)

৪| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



এগুলোকে হয়তো কবিতা বললেই ভালো হতো

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:২৭

আলভী রহমান শোভন বলেছেন: কবিতায় যে গভীরতা থাকা দরকার তার কিছুই তো উপস্থিত নেই এখানে, কবিতা ক্যামনে বলি? :(

৫| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:২৮

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর খুবেই সুন্দর লাগলো।।।।।

২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৫

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাইয়ু ! :)

৬| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৪

র‍্যাশ বলেছেন: গ্রেট জব। টেইক আ বাউ ..

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৪৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :)

৭| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: সব কিছু মিলিয়ে উপস্থাপনাটি ভাল হয়েছে।
+++

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৪৮

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, বিজনদা। :)

৮| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: ১. ২৭ শে জুন, ২০১৬ রাত ২:৫৫ ০
গেম চেঞ্জার বলেছেন: হায়রে!! ভালবাসা!! এইটা একটা সময় বিনষ্টকারি ব্যাধি!! :( :( :)
২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:১৮ ০
লেখক বলেছেন: আমি কিছু কমু না। আপনার ব্যাপারে মহা সমন্বয় ভাইয়ু বলে দিছে যা বলার। শায়মাপু থাকলে আরো কিছু বলতে পারতো বোধ হয়। ;)


আমি বলে দিচ্ছি বর্তমানে আমাদের মহান গেমু ভাইয়াজান এই দুরারোগ্য ব্যাধিতে পড়ো পড়ো প্রায়!!!!!


প্রায়ই একজন ডক্টরের কাছে যায় সাজেশনের জন্য! সেই ডক্টর মানে তিনি একজন লেডি ডক্টর যিনি তাহাকে উপদেশ দিয়াছেন ব্যাধিতে পড়িবার ও ছ্যাকা খাইয়া দেখিবার!!!!:)


বাট ভীতু ও মহান গেমু ভাই এক পা আগায় দুই পা পিছায় ল্যাথারিজম রুগীর মত!:(

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫২

আলভী রহমান শোভন বলেছেন: হায়রে গেমু ভাইয়ু ! আপনি কই? শায়মাপু তো হাটে হাঁড়ি ভেঙে দিলো। ;)

৯| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫০

কল্লোল পথিক বলেছেন:




ভালো লেগেছে।

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

১০| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৭

সায়ান তানভি বলেছেন: বেশ মজা পাইছি, ভাল হইছে লেখা

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ তানভি ভাইয়ু। :)

১১| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪২

অশ্রুকারিগর বলেছেন: সারছে, শায়মাপুর কথা শুনে গেম চেঞ্জারের জন্য একরাশ সমবেদনা!
বাপু, সাবধান। তোমার জন্যে আমার নতুন ছবিব্লগে একটা ছবি রয়েছে। কোনটা সেটা ধরতে পারলে শিক্ষা নিও আর না বুঝতে পারলে বলিও ;)

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:০১

আলভী রহমান শোভন বলেছেন: যাদের কথা শুনলে আপনার তাদেরকে কুকুর প্রজাতি ছাড়া আর কিছু বলে মনে হয় না! - শিরোনামের ছবিটির কথা বলছেন নাকি ভাইয়ু ? ;)

১২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:২৫

শেয়াল বলেছেন: লা লা লা লা আ আ আ :`> :-P :-P :-P :-P :-P :-P :-P :-P

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:০৩

আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! প্রতিটি গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ;)

১৩| ২৭ শে জুন, ২০১৬ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: আলভী রহমান শোভন ,




মন্তব্যে শোভনীয় কিছু বলবো বলে ঠিক করেছিলুম কিন্তু বলা হলোনা....

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:০৬

আলভী রহমান শোভন বলেছেন: কেন ভাইয়ু? বলতে সমস্যা কোথায়? :(

১৪| ২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: সবগুলোই ভাল।

ভাইয়ু কি কোন বান্ধবীর প্রেমে পরে বুক ফাটে তো মুখ ফোটে না অবস্থায়? তাইতো মনে হচ্ছে পোষ্ট পড়ে। ;)

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:০৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ, আপুনি। :)

না, এইগুলা নতুন কিছু না। বিভিন্ন সময়ের পুরাতন ব্যাপারগুলাই পরমানু গল্পে রূপ দিয়েছি। ;)

১৫| ২৮ শে জুন, ২০১৬ রাত ১২:০৯

অশ্রুকারিগর বলেছেন: নাহ!!!!

ভাবতেছি গেম চেঞ্জার কি এইভাবে দোল দোল দুলুনি খাওয়ার ভয় পাচ্ছে নাকি! কেউ তাকে এমনে দোল খাওয়াক আমরা চাইনা! তবে সে মরিচ-লিপস্টিক ভালবাসুক এটা চাই! :-P ;) ;)

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:১২

আলভী রহমান শোভন বলেছেন: হি হি হি ! তবে শায়মাপুর কথা শুনে মনে হচ্ছে গেমু ভাইয়ুর অবস্থা এই ছবির চেয়েও ভয়াবহ ! বোধ হয় ডিজনি ল্যান্ডের রোলার কোস্টারের মত অবস্থা ! ;)

১৬| ২৮ শে জুন, ২০১৬ রাত ১২:১৬

অশ্রুকারিগর বলেছেন: একরাশ সমবেদনা! বেচারা ব্লগেই আসার টাইম পাচ্ছে না!

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:২০

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! তাইতো বলি, ভাইয়ু কেন ইদানিং এত একটিভ না ব্লগে।

১৭| ২৮ শে জুন, ২০১৬ রাত ১২:২৭

আহমেদ জী এস বলেছেন: আলভী রহমান শোভন ,




বলতে দোষ ছিলোনা । তবে আপনার পরমানু গল্পের ষ্টাইলে পরমানু মন্তব্য যে হতোনা !!!! :( :(
বুঝতে পারেন নি ?

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! হুম, ভাইয়ু, বুঝলাম। :)

১৮| ২৮ শে জুন, ২০১৬ রাত ২:২৭

কালনী নদী বলেছেন: সব কিছু মিলিয়ে উপস্থাপনাটি ভাল হয়েছে।
+++

২৮ শে জুন, ২০১৬ রাত ২:২৯

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাইয়ু। :)

১৯| ২৮ শে জুন, ২০১৬ রাত ৩:২২

গেম চেঞ্জার বলেছেন: অশ্রুকারিগর বলেছেন: নাহ!!!!

ভাবতেছি গেম চেঞ্জার কি এইভাবে দোল দোল দুলুনি খাওয়ার ভয় পাচ্ছে নাকি! কেউ তাকে এমনে দোল খাওয়াক আমরা চাইনা! তবে সে মরিচ-লিপস্টিক ভালবাসুক এটা চাই!


:) :) :) হাঃ হাঃ হাঃ মজা পাইসি!!

@আলভী
অশ্রুকারিগর ভাইয়ের একটি মন্তব্যের রিপ্লাইয়ে রাগের ইমো হপে। X(( X((

@শায়মাপু
আমি ওসব পেরিয়ে এসেছি কততো আগে......................... 8-|

@সমন্বয়
এই ইনফো এইখানে ফাঁস করনডা ঠিক হয় নাইক্কা! :P :`>

২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:০০

আলভী রহমান শোভন বলেছেন: ;) ;)

২০| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৭

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সুন্দর লাগলো।

২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৯

আলভী রহমান শোভন বলেছেন: থ্যাংক ইউ, ভাইয়ু ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.