নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ- Ben-Hur (যেখানে মহত্ত্বের জয়কার)

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫১



ব্লকবাস্টার সিনেমাসে এসেছে রোমান সাম্রাজ্যের ওপর ভিত্তি করে বানানো হলিউডের ছবি ‘বেন হার’। থ্রিডি ফরমেটে উপভোগ করতে পারবেন ছবিটি। ১০০ মিলিয়ন বাজেটের ছবিটি মুক্তি পায় গত ১৯ আগস্ট।

ছবিটি ১৯৮০ সালে প্রকাশিত লিও ওয়ালেসের উপন্যাস 'বেন-হার : এ টেল অব দ্য ক্রাইস্ট' থেকে নির্মিত হয়েছে। যদিও এই গল্প থেকে ১৯২৫ সালে নির্বাক ছবি, ১৯৫৯ সালে সবাক ছবি যেটা অস্কারে সেরা ছবি হিসেবে পুরস্কার পায় এবং ২০০৩ সালে অ্যানিমেটেড ছবি হিসেবে নির্মিত হয়।

১২৩ মিনিট ব্যাপ্তি ২০১৬ সালের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যাক হাসটন, টবি কেবেল, রডরিগো সান্তারো, মরগান ফ্রিম্যান প্রমুখ। ছবির কাহিনী আবর্তিত হয় বেন হার (জ্যাক) এবং মেসালাকে (টবি) ঘিরে, যারা দুই অন্তরঙ্গ বন্ধু। মেসালাকে নিজের পরিবারের অংশ মনে করে বেন হারের পরিবার। বেনের মা মেসালাকে নিজের ছেলের মত স্নেহ করে। সময়ের আবর্তনে মেসালা মনে করতে শুরু করে যে বেনের পরিবার আসলেই তাকে আপন মনে করে না। তাই সে রাগ করে রোমের সৈন্যবাহিনীতে যোগদান করে। তিন বছর পর ফিরে আসলেও বেনের সাথে কথা কাটাকাটি এবং অন্যান্য কারণে বেনের বোন এবং মাকে ফেরে ফেলার নির্দেশ দেয়। আর বেনকে দাস বানিয়ে রাজ্য ছাড়া করে। তারপরের কাহিনী আর বলছি না, কাহিনী জানতে দেখতে হবে ‘বেন-হার’ ছবিটি। তবে এই ছবির কাহিনী যীশুর জীবদ্দশার সময়কার। আর ছবিতে যীশুর চরিত্রও আছে পার্শ্বচরিত্র হিসেবে। আর ছবিতে দেখানো হয়েছে ক্ষমাশীলতা এবং মহত্ত্বের অসাধারণ দৃষ্টান্ত।

ছবিতে সকলের অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গেছে। অসাধারণ ছিল শিল্প নির্দেশনা এবং রূপসজ্জার ব্যাপারগুলোও। ভালো ছিল আবহ সংগীত। ছবিতে ‘কিং অ্যান্ড কান্ট্রি’ নামের একটি মেটাল এবং ‘দ্যা অনলি ওয়ে আউট’ শিরোনামের একটি সফট মেলোডিয়াস গান ব্যবহার করা হয়েছে যা ছবিতে এনেছে ভিন্ন এক মাত্রা।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৩

গেম চেঞ্জার বলেছেন: ওয়েল, এটা দেখাই যায়!! সময় করে দেখে ফেলবো। বেশ ক-দিন হলো হ্যাংআউট হয় না!! :|

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩১

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! দেইখো। :)

বাই দ্য ওয়ে, হাংআউট কার সাথে করবা তুমি? ব্যাপারটা রহস্যজনক কিন্তু, গেমু ! ;)

২| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

সুমন কর বলেছেন: রিভিউ ভালোই লিখছেন, মুভিটি দেখবো নাকি !!! সময় করে দেখতে হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! দেখে ফেলুন সময় করে। :)

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ রিভিউর জন্য। এই বইটা অনেক আগে পড়েছিলাম। সম্ভবত ৮০/৯০ এর দশকে "বেনহুর" মুভিটি ঢাকার মধুমিতা হলে প্রদর্শিত হয়েছিল। নতুন মুভিটা দেখব।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! নতুনটা থ্রিডি ভার্সনে এসেছে, দেখে মজা পাবেন আশা করি। :)

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২

গেম চেঞ্জার বলেছেন: গুপুন তথ্য ফাঁস করবার লাগি কও?? ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

আলভী রহমান শোভন বলেছেন: না থাক ! অফ যাও। :(

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ওয়েল, এটা দেখাই যায়

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

আলভী রহমান শোভন বলেছেন: :)

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৮

অসিত কর্মকার সুজন বলেছেন: রিভিউ তো সবসময়য় ভালোই লিখো তুমি । আর তোমার রিভিউ লিখা দেখে ছবি দেখার লোভ আরো বেড়ে যায় । সময় করে দেখতেই হবে Ben-Hur সিনেমাটি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

৭| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০০

কালীদাস বলেছেন: আপনি তিন লাইনে কাহিনী লিখেছেন নিজের ভাষায়, এটা তো রিভিউ না।
বাইদ্যাওয়ে, পোস্টার দেখেই গেস করেছিলাম এই ছবিটা সুপারফ্লপ হবে এবং হয়েছেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.