নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) আকাশ এত মেঘলা, যেও নাতো একলা
২) এই মেঘলা দিনে একলা, ঘরে থাকেনা তো মন
৩) সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই
৪) ভানু সে বসিল পাটে
৫) ভানু সে বসিল পাটে- ২
৬) শরতে আজ কোন অতিথি এলো
৭) আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কী জানি পরান কী যে চায়
৮) এই রাত তোমার আমার, ঐ চাঁদ তোমার আমার
৯) আধো আলো ছায়াতে
১০) আধো আলো ছায়াতে- ২
১১) আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় এ যেন আমার প্রথম দেখা
১২) সীমানা পেরিয়ে
১৩) দীঘির জলে কার ছায়া গো
১৪) সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই বল আমারে তোর কি রে আর কুল কিনারা নাই
১৫) স্নিগ্ধসজল মেঘকজ্জল দিবসে. বিবশ প্রহর অচল অলস আবেশে
১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৩
আলভী রহমান শোভন বলেছেন: ওয়াও !!!
২| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫১
রক্তিম দিগন্ত বলেছেন:
ছবিগুলো চমৎকার। +
লাস্টের ছবিটা মনে হয় বদলে দিলেই ভাল হয়। একদম বেশি ন্যাচারাল হয়ে গেছে।
১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৪
আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা !
৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৩
অসিত কর্মকার সুজন বলেছেন: ৪, ৭, ১০ ও ১১ নং ছবিগুলো বেশী ভালো লেগেছে। সব গুলো ছবিই খুব সাধারণ কিন্তু সুন্দর
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১১
ডঃ এম এ আলী বলেছেন: অম্বর কাহিনী ( ছবি ব্লগ ) এর ছবিগুলি ও বিবরণ খুবই ভাল লাগল । নীজ অনুভুতি ও বাস্তব পরিবেশের সাথে ছবির যেন একটি মুর্ত প্রকাশ । ছবি ব্লগটির সাথে আমার ভাল লাগার অনুভুতির প্রকাশ করলাম আমারি মত করে : শুরুটা আকাশ এত মেঘলা, যেও নাতো একলা , এসময়ে বলাই তো যায় এই মেঘলা দিনে একলা, ঘরে থাকেনা তো মন । ছবির পরিবেশের সাথে অনুভুতির কি দারুন মিল । এর পর পরিবেশের সাথে দিনটির সময়ের সামনযস্য রেখে বলতেই পারি শরতে আজ কোন অতিথি এলো আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কী জানি পরান কী যে চায় , দিনের মধ্য ভাগে এমন ই তো ছবি দেখা যায় । এমন সময় এমন দৃশ্যে ভাবুক মন থাকে ভাবনায় , সময় ক্রমে চলে যায় পড়ন্ত বিকেল দেখা মিলে সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই , পড়ন্ত বিকালের এসময়টাতেই আকাশে রংধনু দেখা যায়, রংধনুতে চরে ভাবুক মন ভেসে যেতে চায় । এসময়ে কোন তরু তলে বসে স্নিগ্ধসজল মেঘকজ্জল দিবসে, বিবশ প্রহর অচল অলস আবেশে তাকালে এমন একটি দৃশ্যই মানষ পটে ফোটে উঠে।
আবেশ অবসানে চলতে চলতে পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে বলাই তো যায় সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই বল আমারে তোর কি রে আর কুল কিনারা নাই । সেখানে কাটিয়ে সারা বেলা ধীরে ধীরে সীমানা পেরিয়ে দেখা ভানু সে বসিল পাটে , বেলা যখন ডুবে তার অপরুপ দৃশ্য দেখে ভাবুক মন তৈরী হয় রাতের মায়াবী দৃশ্যের জন্য , এসময় থাকা হয় অপেক্ষায় রাতের পুর্ণ শশীর ভরা যৌবন দেখার জন্য, কিন্ত ততক্ষনে চলে আলো আধারীর খেলা তাই এসময়ে দেখা যায় আধো আলো ছায়াতে । তার পর আসে মহেন্দ্রক্ষন এই রাত তোমার আমার, ঐ চাঁদ তোমার আমার, এই অনুভুতি বুকে নিয়ে বলাই যায় আজ শরতের চাদের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় এ যেন আমার প্রথম দেখা , দীঘির জলে কার ছায়া গো ।
এসময় ঘুরে ফিরে সেই কথাটিই বলা যায় আকাশ এত মেঘলা, যেও নাতো একলা।
শুভেচ্ছা রইল সুন্দর ছবি ব্লগটি সাথে নীজের কিছু অনুভুতির কথা মালার সুযোগ করে দেয়ার জন্য ।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০০
আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ !!! অসাধারণ লেখনী আপনার। পুরোপুরি মুগ্ধ আমি।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৩
ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৮
বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।
+++++