নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ – ০৩

১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

আগের বই রিভিউ পোস্টগুলো -
বই রিভিউ – চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ এবং ‘রেভুলেশন ২০২০’
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ – ০২

১) টু স্টেটস: দ্যা স্টোরি অব মাই ম্যারেজ –



ভারতীয় জনপ্রিয় ঔপন্যাসিক চেতন ভগতের ‘টু স্টেটস: দ্যা স্টোরি অব মাই ম্যারেজ’ বইটি প্রকাশিত হয় ২০০৯ সালে। গল্পের সাথে লেখকের জীবনের কিছু ব্যাপারও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

বইয়ের কাহিনী আবর্তিত হয় পাঞ্জাবের ছেলে কৃশ এবং তামিল কন্যা অনন্যাকে ঘিরে যাদের পরিচয় হয় ইঞ্জিনিয়ারিং কলেজে। বন্ধুত্বকে ছাপিয়ে প্রেমে রূপ নিতেও সময় নেয় না। চার বছরের প্রেমের পর অবশেষে সমাবর্তন অনুষ্ঠানে কৃশ – অনন্যা ঠিক করে একে অপরের বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে। কিন্তু সমাবর্তনের অনুষ্ঠানে কেউ কারো বাবা মাকে পছন্দ করে না। বাঁধা হয়ে দাঁড়ায় তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং আচার ব্যবহার। এদিকে আবার কৃশ তার বাবার সাথেও কথা বলে না পূর্বের ঝামেলার রেশ ধরে। স্নাতকের পর কৃশ এবং অনন্যা ভালো চাকরি পাওয়া সত্ত্বেও পরিবারের মন গলাতে পারে না। দুটি ভিন্ন ভিন্ন প্রদেশের হবার কারণে বাঁধা হয়ে দাঁড়ায় তাদের ভবিষ্যৎ। শেষ অব্দি কি তারা পারলো পরিবারের মন গলাতে? জানতে হলে পড়তে হবে ‘টু স্টেটস: দ্যা স্টোরি অব মাই ম্যারেজ’ বইটি।

সুন্দর ভাষায় গল্প উপস্থাপন করেছেন লেখক। সেই সাথে আধুনিক জীবন যাপন করা সত্ত্বেও এশিয়া মহাদেশের মানুষগুলো কিছু কিছু ব্যাপারে এখনো যে গোঁরা সেটা আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছেন লেখক।

৩২২ পৃষ্ঠা সম্বলিত বইটি জনপ্রিয়তা পাবার পর ২০১৪ সালে বইটির অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করা হয়।

২) ভ্যানিটি ফেয়ার



আঠারো শতকের জনপ্রিয় ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম মেকপিস থাকারের ‘ভ্যানিটি ফেয়ার’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে।

বইয়ের কাহিনী আবর্তিত হয় অ্যামেলিয়া আর রেবেকা নামের দুই বান্ধবীকে ঘিরে। স্কুল জীবন শেষ করে যে যার গন্তব্য বেছে নেয়। অ্যামেলিয়া এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অন্যদিকে রেবেকা মা-বাবাহীন দরিদ্র এক মেয়ে। বড়লোক হওয়া সত্ত্বেও অ্যামেলিয়ার মাঝে কোন হিংসা দেমাগ বলতে কিছু নেই। নিজের বান্ধবী রেবেকাকে নিজের বোনের মতই মনে করে। কিন্তু অন্যদিকে রেবেকার মনে লোভ এবং হিংসা জাঁকিয়ে বসে। প্রথমে সে অ্যামেলিয়ার ভাইয়ের সাথে ভাব জমানোর চেষ্টা করে। সেখান থেকে ব্যর্থ হয়ে পরবর্তীতে যে বাড়িতে সে আয়ার কাজ নেয় সেখানের ছেলের সাথে ভাব জমিয়ে গোপনে বিয়ে করে ফেলে সম্পত্তির লোভে। বিয়ের পরেও টাকা পয়সা আর পুরুষের লোভ ছাড়তে পারে না রেবেকা। অনেক দিন পর অ্যামেলিয়ার সাথে তার স্বামী সমেত দেখা হবার পর রেবেকা অ্যামেলিয়ার স্বামীর সাথেও ভাব জমায়। অ্যামেলিয়ার সংসারে আগুন ধরিয়ে দেয়। এদিকে ঘটে যায় আরেক দুর্ঘটনা।

অসাধারণ এই বইটিতে কাহিনী ডালপালা মেলে ছড়িয়ে গেছে নানা দিকে। কিন্তু পড়তে গিয়ে একদম বিরক্ত লাগেনি। বরং একটা আগ্রহ তৈরি হয়েছে যে সামনে কি ঘটতে যাচ্ছে। গল্পে সেই সময়কার জীবনযাপনের দৃশ্য ফুটিয়ে তুলেছেন লেখক।

জনপ্রিয় উপন্যাসটি থেকে ১৯১১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সাতটি মুভি নির্মাণ করা হয়েছে এবং ১৯৫৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে ৫টি টিভি সিরিজ নির্মাণ করা হয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

গেম চেঞ্জার বলেছেন: টু স্টেটস' ফিল্ম দেখেছি ২০১৪ তেই বোধহয়। যতদুর মনে পড়ে সময়ের মোটামুটি অপচয়-ই হয়েছিল। :

ভ্যানিটি ফেয়ার পড়া যেতেই পারে। ভালো থ্রিলার হওয়ার কথা!

১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

আলভী রহমান শোভন বলেছেন: উপন্যাস যতটা সুন্দর ততটা সুন্দর করে মুভি বানাতে পারেনি পরিচালক, বইয়ের অনেক কিছু বাদ দিয়ে মুভি বানানো হয়েছে। তবুও ছবি হিট হয়েছে আর হিট হবার কারণ হল চেতনের ফাইভ পয়েন্ট সামওয়ান বইটা থেকে ব্লকবাসটার হিট ছবি থ্রি ইডিওটস নির্মাণ করা হয়েছিল। দর্শক সেই আশায় টু স্টেটস দেখতে যায়। তবে তুমি বইটা পড়ে দেখো, ভালো লাগবে।

আর ভ্যানিটি ফেয়ার তো অবশ্যই পড়বা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আশা করি। :)

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

গেম চেঞ্জার বলেছেন: না, স্পয়েলড পড়ে লাভ নাই। তবে চেতনা ভগতের অন্যান্য বইগুলা পড়ার ইচ্ছে আছে। :)

১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

আলভী রহমান শোভন বলেছেন: এই বছরের অক্টোবরে নতুন বই আসছে চেতনের, ওয়ান ইন্ডিয়ান উইমেন। ওইটা পড়তে পারো। :)

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২

পুলহ বলেছেন: ভ্যানিটি ফেয়ার তো খুব আলোচিত বই। এটার কোন অনুবাদ আছে কি?
শুভকামনা ভাই।

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

আলভী রহমান শোভন বলেছেন: সেবা প্রকাশনী থেকে বের হয়েছে কিন্তু কাহিনী অনেক সংক্ষেপে লেখা। ধন্যবাদ আপনাকে।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

আহসানের ব্লগ বলেছেন: মুভি টা দেখা হয়েছে । কিন্তু বই টা কোথায় পাই ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

আলভী রহমান শোভন বলেছেন: অরিজিনাল কপি কিনতে হলে রকমারি থেকে কিনতে পারেন, ৩৫০ টাকা নিবে। আর নরমাল প্রিন্ট হলে নীলক্ষেত ভরসা, ১০০ টাকায় পাবেন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

মিকাইল ইমরোজ বলেছেন: চেতন ভগতের লেখা আমার ভালো লাগে না। তার উচিত টিভি সিরিয়াল লেখায় মনোযোগ দেওয়া।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আলভী রহমান শোভন বলেছেন: চেতনের সব বই না হলেও কিছু কিছু বই কিন্তু অসাধারন। যেমন ওয়ান নাইট অ্যাট কল সেন্টার অথবা ফাইভ পয়েন্ট সামওয়ান যেটা থেকে ব্লকবাসটার মুভি থ্রি ইডিয়েটস নির্মিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.