নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ - ডেজার্ট প্রতিযোগিতা- ২০১৭

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

রাওয়া ক্লাবে আজ হয়ে গেল ডেজার্ট প্রতিযোগিতা। প্রতিযোগীদের তৈরি আইটেম নিয়ে এবারের ছবি ব্লগ। :D

১)

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

৯)

১০)

১১)

১২)

১৩)

১৪)

১৫)

রয়েছে আরও ছবি। আস্তে ধীরে সেগুলোও পোস্ট করবো। যাই হোক, এবারের পোস্টটা বিশিষ্ট রন্ধন শিল্পী অসিত কর্মকার সুজনকে উৎসর্গ করছি। কারণ অসিতদার জন্যই এমন একটি ইভেন্টে যাবার সুযোগ হল আমার। বলা বাহুল্য, পোস্টের ৬ এবং ৭ নং আইটেম অসিতদার করা এবং প্রতিযোগিতায় উনি তৃতীয় স্থান অধিকার করেছেন। :)

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ডেজার্ট মজা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

নেয়ামুল নাহিদ বলেছেন: এই পোস্ট করা ঠিক হয় নি :(
এখন খেতে ইচ্ছে করছে :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! আহারে ! দুঃখিত ভাইয়ু। :)

এক কাজ করেন। দোকানে গিয়ে কিনে খান। ;)

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৮

শায়মা বলেছেন: থ্রি ডি জেলি কেক তো আমাকে বানাতেই হবে!!!!

এটাই ফার্স্ট!!!!!!!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

আলভী রহমান শোভন বলেছেন: হুম আপুনি ! প্রতিযোগিতায় এই আইটেমটা প্রথম হয়েছে। তুমিও ট্রাই কইরো। ধৈর্য ধরে ধীরে ধীরে করলে পারবা আশা করি। :)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৮

অসিত কর্মকার সুজন বলেছেন: অসিত কর্মকার সুজন বলেছেন: আসলেই সুন্দর একটি প্রোগ্রাম ছিলো । ছোট ভাই আপনাকে বিশেষ ধন্যবাদ আপনার মুল্যবান সময় দিয়েছেন আজকে এবং এই পোস্টটি আমাকে উৎসর্গ করেছেন । ভালো থাকুন আর এই সুন্দর সুন্দর ডেজার্ট এর মতো সুন্দর থাকুন ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৮

আলভী রহমান শোভন বলেছেন: আপনিও ভালো থাকুন অসিতদা আর মজার মজার খাবার রান্না করুন।

অনেক অনেক শুভ কামনা। :)

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪০

সুমন কর বলেছেন: আপনি শুধু পোস্ট দিয়েই যান............... :( :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৯

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! আমার দৌড় ঐ পর্যন্তই। ;)

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪২

শায়মা বলেছেন: এটা যে প্রথম হবে দেখেই বলে দেওয়া যায়। জেলি কেক খেতে তেমন ভালো না কিন্তু দেখেই প্রাণ জুড়িয়ে যায়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! দেখেই অর্ধেক পেট ভরে যায়। :)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬

শায়মা বলেছেন: হাউ টু মেক......:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! :)

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২০

নতুন নকিব বলেছেন:



''নেয়ামুল নাহিদ বলেছেন: এই পোস্ট করা ঠিক হয় নি :(
এখন খেতে ইচ্ছে করছে :)''

-ঠিক কথা। এখন দাওয়াত দেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: ইয়া মাবুদ ! আমি তো এইগুলা বানাইতে পারি না। :(

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

খোরশেদ আলম সৈকত বলেছেন: ভাই খিদা লাগায় দিলেন তো !! :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

আলভী রহমান শোভন বলেছেন: ওপস ! অনেকগুলা দুঃখিত, ভাইয়ু। :(

১০| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮

গিয়াস১ বলেছেন: রিসিপি কই ?

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৬

আলভী রহমান শোভন বলেছেন: প্রতিযোগীরা রেসিপি শেয়ার করেননি।

১১| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৪

আবিদা সিদ্দিকী বলেছেন: কাতায়েফ বেশি ভালো লেগেছে।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৫

আলভী রহমান শোভন বলেছেন: এটা অ্যারাবিয়ান ডেজার্ট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.