নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) কচ্ছপের খোলস
২) হরেক ধরনের শামুক-ঝিনুক
৩) জিরাফের হাড্ডি-গুড্ডি
৪) হাতির হাড্ডি-গুড্ডি
৫) বাঘ- হরিণ এক সাথে
৬) মেছো বাঘের চামড়া
৭) চিতা বাঘ
৮) হনুমান
৯) স্কট ফিশ
১০) টিয়ে
১১) ম্যাকাও - দ্য রিও
১২) রাজ ধনেশ
১৩)
১৪)
১৫)
১৬) ঈগল
১৭) খয়েরি বক
১৮) কুঁড়া পাখি
১৯) জল মুরগি
২০)
২১)
২২)
২৩) কালেম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০
আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! পুরোটা তুলি নি, বিজনদা। আংশিক তুলেছি। আরও অনেক কিছু দেখতে হলে যেতে হবে সেখানে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
নাগরিক কবি বলেছেন: হনুমান আর চিতা। দুইটার মধ্যে পার্থক্য কম - সাদৃশ বেশি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
আলভী রহমান শোভন বলেছেন: সাদৃশ্যগুলা কি কি, ভাইয়া?
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
বিজন রয় বলেছেন: শোভন সত্যি কথা বলতে কি, ওই জাদুঘরের পাশ দিয়ে অনেকবার গেলেও ভিতরে যাওয়া হয়নি।
আপনার পোস্ট দেখে আগ্রহটা বেড়ে গেল।
আবারো ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
আলভী রহমান শোভন বলেছেন: হুম ! সময় করে ঘুরে এসেন, ভালো লাগবে আশা করি।
পরের পোস্টে সম্পূর্ণ পার্কের ছবি দিবো।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর পোষ্ট ভাই। সাফারি পার্কে না গিয়েও সুন্দর সুন্দর জিনিশ গুলোর ছবি দেখতে পেলাম। ভালো লাগলো অদেখাকে দেখে।
শুভকামনা রইল, যেনো এভাবেই দেখতে পারি নিত্যনতুন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
আলভী রহমান শোভন বলেছেন: হুম ! এমন পোস্ট দেবার চেষ্টা করবো।
পরের পোস্টে সাফারি পার্কের আরও ছবি দিবো।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
ওমেরা বলেছেন: কখনো যায়নি আপনার কারনে ছবি দেখতে পারলাম তার জন্য অনেক ধন্যবাদ ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
আলভী রহমান শোভন বলেছেন: সময় সুযোগ করে যেয়েন, ভালো লাগবে আশা করি।
অনেক অনেক শুভেচ্ছা।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: সেদিন যেতে চেয়েও যাওয়া হয়নি।
শেয়ারের জন্য ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫
আলভী রহমান শোভন বলেছেন: সময় করে ঘুরে আসবেন।
শুভেচ্ছা জানবেন।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
শোভনের শোভন বলেছেন: এটা কোন জাদুঘর?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: গাজীপুরের সাফারি পার্কে অবস্থিত জাদুঘর।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
বিলিয়ার রহমান বলেছেন: এ কি কান্ড ভাই
বাঘ-হরিণ এক ঘাটে আইমিন এক ছবিতে???? আবার ফিশ হইলো টেবিলে???
যাউগ্গা ছবি ব্লগে এখান লাইক লন!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! সবই মরা চিড়িয়া। এক সাথে থাকতে সমস্যা কোথায়?
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো +
যদি কখনো যাওয়া হয়,তখন জাদুঘর দেখে আসবো ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫
আলভী রহমান শোভন বলেছেন: আমি তো শুধু জাদুঘরের ছবিগুলো দিয়েছি। সময় পেলে সম্পূর্ণ সাফারি পার্কটা ঘুরে যাবেন। ভালো লাগবে আশা করি।
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
অসিত কর্মকার সুজন বলেছেন: মৃত প্রাণীর মিলন মেলা । ভালো তো , জায়গা টা মনে হচ্ছে অনেক সুন্দর , যেতে হবে তাহলে একবার ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১০
আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা। তবে একা গিয়ে মজা নেই, অসিতদা। সাথে কাউকে নিয়ে যেয়েন ।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬
অগ্নি সারথি বলেছেন: জল মুরগি!!!
যাই হোক যাদুঘরের ছবিগুলো ভালো লেগেছে?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২
আলভী রহমান শোভন বলেছেন: আমিও প্রথম দেখলাম জল মুরগি ।
অনেক অনেক ধন্যবাদ।
১২| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫১
আমির ইশতিয়াক বলেছেন: আরেকটু সামনে যেতেই দেখতে পেলাম হাতের ডানে ন্যাচারেল হিস্ট্রি মিউজিয়াম (প্রাণীদের মমি করা যাদুঘর)। আমরা ন্যাচারেল হিস্ট্রি মিউজিয়ামে প্রবেশ করে ঘুরে দেখলাম। জীববিজ্ঞানের নানা তথ্য ও গবেষণার জন্য রয়েছে ন্যাচারেল হিস্ট্রি মিউজিয়াম। এই মিউজিয়ামে প্রায় দুই হাজার প্রজাতির মেরুদণ্ডি ও অমেরুদণ্ডি প্রাণীর দেহাবশেষ, স্পেসিমেন ও স্টাফিং সংগ্রহ করে রাখা হয়েছে। এছাড়া প্রাকৃতিক বনাঞ্চলে রয়েছে অসংখ্য গাছপালা। প্রায় ৩০০ প্রজাতির গাছ-পালার হারবেরিয়াম সিট তৈরী করে মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাফারী পার্কে ন্যাচারেল হিস্ট্রি মিউজিয়াম নির্মাণ যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ। এতে পর্যটক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবেন। তাছাড়া ডাটাবেজ হতে শিক্ষার্থী ও গবেষকবৃন্দ বন্যপ্রাণী ও উদ্ভিদ জগতের সকল প্রকার তথ্য পেতে সমর্থ হবেন। [আমার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক’ ভ্রমণ কাহিনীর অংশ বিশেষ]
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৩
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর বর্ণনা।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: পুরো জাদুঘর তুলে এনছেন দেখছি।
মৃত হলেও একটি আইডিয়া পাওয়া গেল।
++++