নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ - বোটানিক্যাল গার্ডেনে একদিন

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

ঝাউবনে



শুন্যতা



জল স্থলের মিলন মেলায়



বনজুঁই অথবা ভাট ফুল



ল্যান্টানা



রঙ্গন



লাল পলাশ



গোলাপ বাগান



সাদা বাগান বিলাস



প্রজাপতির সঙ্গম



নাম না জানা কিছু ফুল













মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

শেয়াল বলেছেন: সিলি পুস্ট /:)

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

আলভী রহমান শোভন বলেছেন: সবার ভালো লাগা অথবা পছন্দ এক রকম নয়। যারা প্রকৃতি ভালোবাসে তারা বুঝবে এই পোস্টের মর্ম। আর আপনার ভাষ্য মতে এটা সিলি পোস্ট হলেও আমার এই ধরনের পোস্ট কিন্তু 'নির্বাচিত পোস্ট' এ নিয়মিত রাখা হয়। এখন আপনি কি বলবেন যে মডারেটররা সিলি ? ;)

২| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

ওমেরা বলেছেন: সুন্দর লাগল ধন্যবাদ ।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু পোস্টে ঘুরে যাবার জন্য। :)

৩| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন:

নাম না জানা ফুলের প্রথমটার নাম আমরুল/আমরুজ/আম্বলী।
আর কয়েকটিমাত্র চিনি, কিন্রু নাম জানিনা।

অনেক শুভেচ্ছা। ভাল লাগল ছবিব্লগ।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০২

আলভী রহমান শোভন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমরুল ফুলটা আগে কখনো দেখি নি। নাম না জানা অন্য ফুলগুলোও আগে দেখা হয়নি। বোটানিক্যাল গার্ডেনে যাবার সুবাদে দেখা হয়ে গেল অনেক ফুলের সাথে। :)

৪| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১২

অতঃপর হৃদয় বলেছেন: প্রাণ জুড়িয়ে গেল। প্রকৃতিতে হারিয়ে গেছিলাম।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ হৃদয়। অনেক অনেক শুভেচ্ছা নিয়ো । :)

৫| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে আড়াআড়ি করে রাখা দুইটা মাইনাস!!!:):)

ক্যাপশনে লেখা শুন্যতা অথচ ছবিতে গাছপালা আকাশ ইত্যাদি দেখা যাচ্ছে!! তাই মাইনাস না দিয়া কি উপায় আছে????

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১২

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! ভাইয়া ঐ ছবিতে দেখেন একটা পাতাহীন রিক্ত গাছ আছে। ঐ গাছকে মিন করে বলেছি শুন্যতা। ;)

যাই হোক, আপনার রম্য গল্পটা পড়লাম। সেই মজা পেয়েছি। :)

৬| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪১

সাব্বির নুসরাত খান বলেছেন: কিছু ছবি ই বলে তার ভাষা ছবির না বলা কথা গুলো এ মন বলে দেয় নয়ন দারা :) ভালো লাগা

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

৭| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

উম্মে সায়মা বলেছেন: ৩ নং ছবিটা খুব সুন্দর।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু। :)

৮| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৯

হাবিব শুভ বলেছেন: ১ , ৫,৬ বেশি ভাল লাগছে

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৯| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

হাসান রাজু বলেছেন: সুন্দর সুন্দর ছবি যতসব । তার মধ্যে, জল স্থলের মিলন মেলা খুব ভালো লেগেছে ।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার ছবি ব্লগ গুলাও কিন্তু ভালো হয় অনেক। :)

১০| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ ভালো লাগলো

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩০

আলভী রহমান শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

১১| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ
ভাল লাগল

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৩

আলভী রহমান শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। :)

১২| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মনিরা সুলতানা বলেছেন:


সুন্দর ছবি ব্লগ!!

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু। :)

১৩| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

জুন বলেছেন: আগে অনেক যেতাম । এখন ভয় হয় আলভী রহমান শোভন । চেনা জিনিসের ছবিতে অনেক ভালোলাগা রইলো। ক্যাকটাসের শেডটিতে যান নি ?? নাকি সব মরে গেছে ?
+

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪০

আলভী রহমান শোভন বলেছেন: যেমনটা ভেবেছিলাম তেমন আর নেই এখন। আর ক্যাকটাসের শেড তো পাইনি। মরে গিয়েছে বোধ হয়। শুভেচ্ছা রইলো আপু। :)

১৪| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৮

আমি মাধবীলতা বলেছেন: দারুণ সব ছবি !!! খুব ভালো লাগলো...নাম না জানা হলুদ ফুলটি অলকানন্দা :)

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৩

আলভী রহমান শোভন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
বাহ ! অলকানন্দা নামটা তো খুব সুন্দর। :)

১৫| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৭

জেন রসি বলেছেন: চমৎকার সব ছবি। ধন্যবাদ শেয়ার করার জন্য। :)

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৩

আলভী রহমান শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :)

১৬| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩১

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু :)

১৭| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮

নতুন নকিব বলেছেন:



সুন্দর।

ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৭

আলভী রহমান শোভন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। :)

১৮| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১১

মানবী বলেছেন: অসাধারন সুন্দর পোস্ট!

এই পোস্ট পড়ে ও দেখে অনুভূতির অদ্ভুত এক চেইন রিএ্যাকশন(বাংলাটা মনে করতে পারছিনা) ঘটেছে। চমৎকার এই পোস্টে পলাশ ফুল দেখে সবচেয়ে ভালো লাগে! বাস্তবে পলাশ ফুল আমি চিনিনা, এখানে দেখার পরও মনে থাকবে কিনা জানিনা। আর হঠাৎ করেই তপন চৌধুরীর "পলাশ ফুটেছে শিমুল ফুটেছে" গানটা মনে পড়লো। ইউটুইবে গানটা শুনতেই মনে হলো হাজার বছরের পুরনো সেসময়টায় ফিরে গিয়েছি যখন এই এ্যালবামটা প্রথম শুনেছিলাম। খুব সম্ভবত আমার প্রিয় বান্ধবী দিয়েছিলো। সেসময়যে ফিরে গেলে সেখানে বাবার উপস্থিতিও আছে, বাবার কথা ভীষণ মনে হলো। প্রচন্ড মন খারাপ নিয়ে স্ক্রীনটা ক্লোজ করে দিয়েছিলাম।

চমৎকার পোস্টটি দিয়ে অনন্য সাধারন অনুভূতির ধারা বয়ে নিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ আলভী রহমান শোভন।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৪

আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! সুন্দর অনুভূতি সম্পর্কিত মন্তব্যের জন্য ধন্যবাদ, আপু। :)

১৯| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

মো: খায়রুল ইসলাম বলেছেন: সব ছবিগুলোই ভালো লাগলো। তার মধ্যে ১ ও ৩ নাম্বারটি খুব ভালো।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২০| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১২

সালমান মাহফুজ বলেছেন: "জল স্থলের মিলন মেলায়" এবং "প্রজাপতির সঙ্গম" দুটি অনবদ্য লাগল । চমৎকার সব ন্যাচারাল বিউটিকে ক্যামরাবন্দি করলেন ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৬

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

২১| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

সিনবাদ জাহাজি বলেছেন: ওয়াউ দারুন

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৭

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

২২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

সোহরাব ইফরান বলেছেন: 'জল স্থলের মিলন মেলায়' ছবিটা আমার খুব ভালো লেগেছে, কেন লেগেছে বলতে পারব না।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

২৩| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

বর্ষন হোমস বলেছেন: আপনি বোধহয় ক্যাপশন সল্পতায় ভুগছেন।
যাইহোক ছবিগুলো অসাধারণ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। না, ক্যাপশন শূন্যতায় ভুগিনি। যতটুকু দরকার ততটুকুই ক্যাপশন দিয়েছি।

২৪| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৭

মা.হাসান বলেছেন: বড় দু:খ পাইসি। দ্বীপের মাঝখানের গাজার আসর আর পুকুরের পূব দিকের জুটিদের না দেখলে এটা বোটানিকাল গার্ডেন না অন্য জায়গার ছবি বোঝা মুশকিল।

প্রায় দু বছর পর গাছ গুলোর সাথে আবার দেখা হল। অনেক ধন্যবাদ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৯

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! আমি যখন গেলাম তখন গাঁজার আসর দেখিনি তবে অন্তরঙ্গ অবস্থায় কিছু জুটি দেখেছি। ;)

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯

অসিত কর্মকার সুজন বলেছেন: ফুলের ছবি দেখে চোখ জুড়িয়ে গেলো । রবী ঠাকুর এ জন্যেই লিখেছিলেন


ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়।।
তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
কুউহু কুউহু কুউহু গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।।

অনেক ধন্যবাদ এই ফুলেল পোস্টের জন্য ছোট ভাই ;)

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ফুলেল পোস্টে ঘুরে যাবার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.