নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামপুরের কুমারটুলী নামে পরিচিত পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নওয়াব পরিবারের বাসভবন ও জমিদারিরসদর কাচারি ছিল। অনবদ্য অলঙ্করন সমৃদ্ধ সুরম্য এ ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। বর্তমানে এটি জাদুঘর। মোঘল আমলে এখানে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহর রঙমহল ছিল। পরে তাঁর পুত্র মতিউল্লাহর নিকট থেকে রঙমহলটি ফরাসিরা ক্রয় করে এখানে একটি বাণিজ্য কুঠি স্থাপন করে। নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ১৮৩০ সালে ফরাসিদের কাছ থেকে এই কুঠিটি কিনে সংস্কারের মাধ্যমে নিজ বাসভবনের উপযোগী করেন। এ বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। ১৮৫৯ সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ সালে সমাপ্ত হয়। পরবর্তীতে নওয়াব আব্দুল গনি প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল।
১৮৮৮ সালে ৭ এপ্রিলে প্রবল ঘুর্ণিঝড়ে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতিসাধন হয়, বিশেষ করে অন্দরমহলটি একেবারে ভেঙ্গে পড়ে। নওয়াব আহসানুল্লাহ অন্দরমহলটি পুনর্নির্মাণ এবং রঙমহলটি মেরামত করান। এ মেরামত কাজের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। রঙমহলটির উপর বর্তমানে যে সুদৃশ্য গম্বুজ রয়েছে তা এ সময় সংযোজন করা হয়। আহসান মঞ্জিলের গম্বুজটি নির্মাণের জন্য প্রথমে নিচতলার বর্গাকার কক্ষটির চার কোণায় ইট দিয়ে ভরাট করে গোলাকার রূপ দেওয়া হয়েছে। এর উপর দোতলায় নির্মিত অনুরূপ গোলাকার কক্ষের উর্ধাংশে স্কুইঞ্চ-এর মাধ্যমে ছাদের কাছে কক্ষটিকে অষ্টভুজাকৃতির করা হয়েছে। এ অষ্টকোণ কক্ষটিই ছাদের উপর গম্বুজের পিপায় পরিণত হয়েছে। পরিশেষে অষ্টবাহুর সূচ্যগ্র মাথাগুলিকে কেন্দ্রের দিকে ক্রমশ হেলিয়ে চূড়াতে নিয়ে কুমুদ কলির আকারের গম্বুজটি তৈরি করা হয়েছে। ভূমি থেকে গম্বুজ শীর্ষের উচ্চতা ২৭.১৩ মিটার। ১৮৯৭ সালের ১২ জুনের ভূমিকম্পে আবার আহসান মঞ্জিলের প্রভূত ক্ষতি হয়। তবে পরে নওয়াব আহসানুল্লাহ তা সংস্কার করিয়ে নিয়েছিলেন।
১ মিটার উচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির আয়তন ১২৫.৪ মি x ২৮.৭৫মি। নিচতলায় মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ৫ মিটার এবং দোতলায় ৫.৮ মিটার। প্রাসাদটির উত্তর ও দক্ষিণ উভয় দিকে একতলার সমান উঁচু করে বারান্দা। দক্ষিণ দিকের বারান্দার উপর দিয়ে দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখস্থ বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে। সিঁড়ির সামনে বাগানে একটি ফোয়ারা ছিল যা বর্তমানে নেই। প্রাসাদের উভয় তলার উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলান সহযোগে প্রশস্ত বারান্দা। বারান্দা ও কক্ষগুলির মেঝে মার্বেল পাথরে শোভিত।
অভ্যন্তরভাগে গম্বুজের দুপার্শ্বে ভবনটিকে দুটি সুসম অংশে বিভক্ত করা যায়। দোতলায় পূর্ব দিকে রয়েছে বৃহদাকার ড্রইং রুম। এর উত্তরে লাইব্রেরি ও কার্ডরুম এবং পূর্বপ্রান্তে ৪টি বর্গাকার কক্ষ। দোতলায় পশ্চিম দিকে আছে বৃহদাকার জলসাঘর, এর উত্তরে হিন্দুস্থানি কক্ষ এবং পশ্চিম প্রান্তে ৪টি বর্গাকার কক্ষ। ড্রইং রুম ও জলসাঘরের ছাদে কাঠের তৈরী ভল্টেড সিলিং খুবই চমৎকার। এ কক্ষ দুটির মেঝের উপরি আবরণ কাঠের পাটাতনের তৈরী। নিচ তলায় পূর্বাংশে রয়েছে বৃহদাকার ডাইনিং হল ও ছয়টি বর্গাকার কক্ষ। পশ্চিমাংশে রয়েছে বৃহৎ দরবার হল। এর উত্তরে বিলিয়ার্ড কক্ষ। ডাইনিং ও দরবার হলের মেঝে সাদা, সবুজ, হলুদ প্রভৃতি রঙের চীনা টালি দ্বারা অলংকৃত। নিচতলায় পশ্চিম প্রান্তে নির্মিত ৫টি কক্ষের মধ্যবর্তীটি বিখ্যাত স্ট্রং রুম যেখানে নওয়াবদের মূলবান সামগ্রী সংরক্ষিত থাকত।
গম্বুজ কক্ষের উত্তর পাশের কক্ষটিতে রয়েছে আকর্ষণীয় কাঠের সিঁড়ি। সিঁড়িটির রেলিং-এ আঙ্গুর লতা সম্বৃদ্ধ লোহার তৈরী ব্যালাস্টার এবং জ্যামিতিক নকশা সমৃদ্ধ কাঠের সিলিংটি খুবই চিত্তাকর্ষক। নওয়াবদের গৌরবময় দিনগুলিতে এ সিঁড়ি কক্ষে সোনা দিয়ে বাঁধাইকৃত একটি ভিজিটর বুক রাখা থাকত। প্রাসাদে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাতে তাঁদের মন্তব্য লিখতেন।
প্রাসাদ কক্ষের দেয়ালগুলি প্রায় ০.৭৮ মিটার পুরু। অর্ধবৃত্তাকার খিলানের মাধ্যমে দরজাগুলি স্থাপিত। দরজাগুলিতে ভেতর পাল্লায় নানা রঙের কাঁচ এবং বহির্পাল্লায় কাঠের খড়খড়ি লাগানো ছিল। কক্ষগুলির ছাদ কাঠের কড়িবরগার উপর নির্মিত।
দ্বিতল অন্দরমহলটির উচ্চতা রঙমহলের চেয়ে সামান্য কম। তবে এর উভয় তলায় দক্ষিণ দিকে নির্মিত প্রশস্ত বারান্দা এবং ছাদের উপর নির্মিত প্যারাপেট রঙমহলের পাশে মানানসই রূপ দিয়েছে। এ ভবনের ছাদ নির্মাণে লোহার কড়ি-বরগা ব্যবহূত হয়েছে।
আহসান মঞ্জিল এমন একটি স্থাপত্য যার সঙ্গে বাংলার ইতিহাসের বেশ কিছু অধ্যায় জড়িত। উনিশ শতকের শেষ ভাগ থেকে পাকিস্তানের প্রথম পর্ব পর্যন্ত প্রায় একশ বছর ধরে এ ভবন থেকেই পূর্ব বাংলার মুসলমানদের নেতৃত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধান হিসেবে ঢাকার নওয়াবগণ প্রায় প্রতিদিন এখানে সালিশি দরবার বসাতেন। মুসলিম স্বাতন্ত্র্যে বিশ্বাসী নওয়াব আহসানুল্লাহর উদ্যোগে এখানে কংগ্রেস বিরোধী বহু সভা হয়েছে। ব্রিটিশ ভারতের যেসব ভাইসরয়, গভর্নর ও লে. গভর্নর ঢাকায় এসেছেন, তাঁদের সবাই এখানে আগমন করেছেন। ১৮৭৪ সালে নওয়াব আবদুল গনির দানে ঢাকায় জলকলের ভিত্তি স্থাপনের জন্য বড়লাট নর্থব্রুক ঢাকায় এসে এ প্রাসাদে সান্ধ্য অনুষ্ঠানে যোগ দেন। ১৮৮৮ সালে লর্ড ডাফরিন ঢাকায় এসে আহসান মঞ্জিলের আতিথ্য গ্রহণ করেন। বঙ্গবিভাগ পরিকল্পনার প্রতি জনসমর্থন আদায়ের লক্ষ্যে ১৯০৪ সালে লর্ড কার্জন পূর্ববঙ্গ সফরে এসে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এ প্রাসাদে অবস্থান করেন।
খাজা সলিমুল্লাহ তাঁর যাবতীয় রাজনৈতিক কর্মকান্ড এ প্রাসাদ থেকেই পরিচালনা করেছেন। কেন্দ্র করেই হয়েছিল। নিখিল ভারত মুসলিম লীগের সূতিকাগার হিসেবে আহসান মঞ্জিল আজ ইতিহাসের অঙ্গ। ঢাকার নওয়াবদের প্রভাব প্রতিপত্তি হ্রাসের সঙ্গে সঙ্গে আহসান মঞ্জিলের জৌলুসও স্তিমিত হতে থাকে। জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ১৯৫২ সালে ঢাকা নবাব এস্টেট অধিগ্রহণ করা হলে অর্থাভাবে নওয়াবের উত্তরাধিকারীদের পক্ষে এ প্রাসাদ রক্ষণাবেক্ষণ করা অসম্ভব হয়ে পড়ে। জমিদারি অধিগ্রহণের পরপরই খাজা হাবিবুল্লাহ এ প্রাসাদ ছেড়ে পরীবাগ গ্রিন হাউসে বসবাস শুরু করেন। অংশীদারগণ বাছ বিচার না করে প্রাসাদের কক্ষসমূহ ভাড়া দেওয়ায় ভবনটি ধ্বংসের দিকে যেতে থাকে। কালক্রমে অবৈধ দখলদারীরা স্থানটিকে নোংরা বস্তিতে পরিণত করে।
আহসান মঞ্জিলের ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার ভবনটিকে সংস্কার করে জাদুঘরে পরিণত করার উদ্যোগ নেয়। ১৯৮৫ সালে আহসান মঞ্জিল ও সংলগ্ন চত্বর অধিগ্রহণ করা হয়। গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের দায়িত্বে এর সংস্কার কাজ সমাপ্ত হয় ১৯৯২ সালে। ওই বছর ২০ সেপ্টেম্বর থেকে প্রাসাদটি বাংলাদেশ জাতীয় জাদুঘর এর নিয়ন্ত্রণে আনা হয় এবং এখানে একটি জাদুঘর স্থাপন করা হয়।
দর্শনীয় জিনিস হিসেবে আহসান মঞ্জিলে রয়েছে উনিশ শতকের সৈনিকের বর্ম, ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কারপূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেইন্টিং, আহসান মঞ্জিল নিলামে বিক্রির জন্য এবং নতুন ভবন তৈরির নির্দেশনামা, নবাবদের ব্যবহৃত আলমারি, তৈজসপত্র, ফানুস ও ঝাড়বাতি, প্রাসাদ ডাইনিং রুম, নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ, কেরোসিন বাতি, হারিকেন চুল্লি, হারিকেন সার্চ বাতি, দেশে বিদেশে জনকল্যাণ কাজে ঢাকার নওয়াবদের অর্থদানের বিবরণ, সিগন্যাল বাতি, বিভিন্ন দেশী বৈদ্যুতিক বাল্ব, কেরোসিন চালিত পাখা, বিভিন্ন প্রকার কাঁচের লাইট, মোমবাতি ষ্ট্যান্ড, ফানুস, স্যার আহসানুল্লাহ জুবিলী মেমোরিয়াল হাসপাতালে ব্যবহৃত অত্যাধুনিক কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র, বক্ষস্ত্রান ও শিরস্ত্রান, হাতির মাথার কংকাল (গজদন্তসহ), অলংকৃত দরমা বেড়া/কাঠ ছিদ্র অলংকরন, ৯৪ লকার বিশিষ্ট বৃহদাকার লোহার সিন্দুক। বড় কাঠের আলমারি ও মাঝারি ও ছোট কয়েকটি সিন্দুক, লোহার গ্রীল, দরজার পাল্লা, ঢাকার নওয়াব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি ও বংশ তালিকা এবং নবাবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশ তালিকা ও ইংরেজীতে লেখা আহসানউল্লাহর ডায়েরি ও উর্দূতে জমি পত্তন দেয়ার দলিল, খ্যাতনামা, দেশবরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবী, ভূস্বামী, বুদ্ধিজীবী, সমাজসংস্কারক, কবি সাহিত্যিক ও অন্যান্য ব্যক্তিবর্গের তৈলচিত্র, নওয়াব সলিমুল্লাহর ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের আলোকচিত্র, নবাবের ব্যবহার্য ব্যক্তিগত ও অফিসিয়াল জিনিস।
পরিদর্শনের সময়সূচী
গ্রীষ্মকালীন সময়সূচী: (এপ্রিল-সেপ্টেম্বর) - (শনিবার-বুধবার) সকাল ১০.৩০ টা – বিকাল ৫.৩০ টা। শুক্রবার- বিকেল ৩.০০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
শীতকালীন সময়সূচী: (অক্টোবর –মার্চ) - (শনিবার-বুধবার) সকাল ৯.৩০ টা – বিকাল ৪.৩০ টা। শুক্রবার – দুপুর ২.৩০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
বৃহস্পতিবার – সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে।
আহসান মঞ্জিলের পূর্ব পাশে যে ফটকটি উন্মূক্ত, তার ডান পাশে টিকেট কাউন্টার এবং ব্যাগেজ কাউন্টার অবস্থিত। কাউন্টার হিসেবে যেসব কক্ষ ব্যবহৃত হচ্ছে পূর্বে এগুলো সৈনিকদের ব্যারাক ও গার্ডরুম ছিল।
তথ্যসূত্র –
১) মুসলিম বাংলার অপ্রকাশিত ইতিহাস : ঢাকার নওয়াব পরিবারের ইতিহাস (২০১৪) - মোঃ আলমগীর
২) ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী (২০০৮) মুনতাসির মামুন
৩) শতাব্দীর দর্পণ (২০০০) - ফজলুর রহমান
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৩
আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ !
২| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৫
কল্লোল পথিক বলেছেন:
এ যে আহসান মন্জিজিলের ব্যবচ্ছেদ! সুন্দর উপস্থাপন।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৩৫
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৩| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৬
ওমেরা বলেছেন: ছোট্ট কালে আমি ও একবার গিয়েছিলাম । ভাল লাগল ধন্যবাদ ।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি।
৪| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর হয়েছে। কোন ক্যামেরায় তোলা?
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। উইন্ডোস লুমিয়া ফোনের ক্যামেরায় তোলা।
৫| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬
অরফিয়াস বলেছেন: আপনার অন্যান্য পোস্টের থেকে এই পোস্টটা আলাদা ভাই!!
সুন্দর সব ছবির সাথে কিছু ইতিহাসের বর্ণন!
ওভারঅল ভালো হয়েছে!
প্লাস!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৩৯
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
৬| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪১
অরফিয়াস বলেছেন: আপনাকেও ফিরতি ধন্যবাদ!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪৩
আলভী রহমান শোভন বলেছেন:
৭| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪৪
অরফিয়াস বলেছেন: আপনাকেও ফিরতি
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪৬
আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! ওভারলোডেড হয়ে গেলাম তো ভাইয়ু। আর কত ফিরতি দিবেন?
৮| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪৭
অরফিয়াস বলেছেন: আরো দুইটা দিয়া গেলাম!!!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪৯
আলভী রহমান শোভন বলেছেন: হে হে হে ! আপনি পারেনও।
৯| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৫১
অরফিয়াস বলেছেন: আপনি কি আগে জানতেন না যে আমি পারি!!!!
ও বুঝতে পেরেছি আপনি আমাকে চিনতে পারেননি!!!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৫২
আলভী রহমান শোভন বলেছেন: না রে ভাই। আমি জানতাম আপনি পারেন।
আজ আরও বেশী করে জানলাম।
১০| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৫৫
অরফিয়াস বলেছেন: নতুন করে জেনেছেন ভালো করেছেন!!!
জ্ঞান বেড়েছে!!!
এইবার রেসিপি পোস্ট দিয়ে উদ্ধার করেন!!! আপনার রেসিপি পোস্ট পড়ে রান্না করে খাব বলে অনেক দিন ধরে উপোস আছি!!! আর আপনি পোস্ট করার কথা দিয়েও কথা রাখেননি!
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৪
আলভী রহমান শোভন বলেছেন: ওপস ! হুম, রেসিপি দিবো সামনে ব্লগে। সেই রকম প্লান আছে। প্রতিদিন একটি করে ইফতারের নতুন আইটেম। তখন পোস্ট পড়ে রান্না করে খেয়েন। আপাতত আরেকটু কষ্ট করে উপোস থাকুন।
১১| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:০৬
নাদিম আহসান তুহিন বলেছেন: একবার ঢাকায় গিয়ে আহসান মঞ্জিলের সামনে থেকে ফিরে আসতে হলো। সময়সূচী জানা না থাকায়। (সেদিন বন্ধ ছিলো)। এরপর আর যাওয়া হয়ে উঠেনি।
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৫
আলভী রহমান শোভন বলেছেন: আহারে !
১২| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:২০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবি ব্লগ
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:২১
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাইয়ু।
১৩| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহসান মঞ্জিলের ভ্রমন পোস্ট আমারও আছে এখানে হাহহাহা
দারুন লাগল পোস্ট
১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি।
১৪| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৮
জেন রসি বলেছেন: একবার গিয়ে বন্ধ পেয়েছিলাম। আর যাওয়া হয়নি!
১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৮
আলভী রহমান শোভন বলেছেন: আহারে !
১৫| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১
সানহিমেল বলেছেন: খুবই ভাল পোস্ট, শীঘ্রই ঘুরতে যাব।
১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৪
আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা, সময় করে যেয়েন। ধন্যবাদ।
১৬| ১৬ ই মে, ২০১৭ রাত ১১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আগে কত যাই !!
সুন্দর ছবিগুলো সাথে বর্ননাও !
২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
১৭| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৫
নীলপরি বলেছেন: ছবি ও বর্ণনা দটোই ভালো লাগলো ।
শুভকামনা ।
২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
আলভী রহমান শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি।
১৮| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:০২
আখেনাটেন বলেছেন: তবে অাশ্চর্যের বিষয় হচ্ছে এই ঐতিহাসিক স্থানটি ঢাকার অনেক লোকই দেখে নি।
সুন্দর পোষ্ট।
২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
আলভী রহমান শোভন বলেছেন: তা ঠিক। যান্ত্রিক এই নগরীতে সময় কোথায় নাগরিকের।
অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।
১৯| ১৮ ই মে, ২০১৭ সকাল ৭:৫২
সামু পাগলা০০৭ বলেছেন: ভাইয়ু এতো ঘোরাঘুরি করো, বোনকে সাথে নাও না কেন?
খুবই অসাধারণ পোষ্ট। ভীষনই তথ্যবহুল! ছবিগুলোও স্পষ্ট!
যত্ন নিয়ে লেখা পোষ্টটিতে +++!
অনেক শুভকামনা রইল।
২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
আলভী রহমান শোভন বলেছেন: তুমি তো সেই কানাডায় পরে আছো। কিভাবে নিবো তোমাকে সাথে? বাংলাদেশে আসো আগে তারপর সব ঘুরিয়ে দেখাবো তোমাকে।
অনেক অনেক ধন্যবাদ, আপুনি। ভালো থেকো।
২০| ১৯ শে মে, ২০১৭ সকাল ৮:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একবার সফরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মধ্যখান থেকেই ফিরে আসলাম।
আপনার ছবিগুলো আবার আগ্রহ বাড়িয়ে দিলো।
শুভকামনা রইলো।
২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: সময় করে ঘুরে আসবেন একদিন। ভালো লাগবে আশা করি। অনেক অনেক শুভ কামনা।
২১| ২৩ শে মে, ২০১৭ সকাল ১১:৩৫
অসিত কর্মকার সুজন বলেছেন: ভালো একটা পোস্ট । পুরো ইতিহাস এবং সাথে সময়সূচী দিয়ে খুব ভালো করেছো ।আর তোমার তোলা ছবি গুলো সবসময় সুন্দর ।
২৩ শে মে, ২০১৭ দুপুর ১:০২
আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ অসিতদা
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২০
জাহিদ হাসান বলেছেন: আহসান মন্জিল আমারও খুব প্রিয় জায়গা। একবার ঘুরেছি, আরও ঘুরবার ইচ্ছা আছে। ইচ্ছাটা আরো বাড়িয়ে দিলেন।