নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার ডায়েরী (শেষ পর্ব) – ডুলাহাজরা সাফারি পার্ক এবং অন্যান্য খুচরা ছবি

৩০ শে মে, ২০১৭ রাত ১:১৩

আগের পর্বগুলো
কক্সবাজার ডায়েরি – ০১ : মনমাতানো হিমছড়ি
কক্সবাজার ডায়েরি – ০২ : মহেশখালীর হাতছানি
কক্সবাজার ডায়েরি – ০৩ : রামুর রাংকুট বনাশ্রম এবং রামকুট তীর্থধাম



কক্সবাজার জেলা সদর থেকে ৫০ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে শেখ মুজিব সাফারি পার্কটি অবস্থিত যেটি ডুলাহাজারা সাফারি পার্ক নামেই বেশী পরিচিত।



প্রায় ৯০০ হেক্টর আয়তনের এই পার্কটি নিয়ে অনেক আশা থাকা সত্ত্বেও সেখানে গিয়ে হতাশই হতে হয়েছে। নামেমাত্র ৪/৫ টি খাঁচায় ভরা প্রাণী ছাড়া আর কিছুই দেখার নেই। খাঁচায় প্রাণী ভরে রেখে মিনি চিড়িয়াখানা বানিয়ে সেটাকে কোন অর্থে সাফারি পার্ক বলা হয় সেটা বোধগম্য হল না। সেই সাথে সেখানে নেই কোন যত্ন। আগাছা জন্মে তুলকালাম অবস্থা। অভ্যন্তরীণ রাস্তাগুলো সেই মাপের নাজেহাল। বাঘের বেষ্টনী, সিংহের বেষ্টনী, সাম্বার হরিণের বেষ্টনী, কুমিরের বেষ্টনী, চিত্রা – মায়া – প্যারা হরিণের বেষ্টনী, ভাল্লুকের বেষ্টনী, জলহস্তীর বেষ্টনী লিখে বিভিন্ন এলাকা বিভক্ত করা হলেও সেখানে এই সকল প্রাণীর দেখা পাওয়া যায়নি। তবে কেউ যদি একটু সবুজের সান্নিধ্য পেতে চান তবে কক্সবাজারে গেলে ঘুরে আসতে পারেন ডুলাহাজরা সাফারি পার্ক থেকে।

গ্রিফন শকুন



পেলিকান পাখি



ইমু



বক পক্ষীর মেলা



আসামি বানর; অদ্ভুত এই নামের কারণ বের করতে পারিনি ;)



দুপুরে বিশ্রামরত বানর



হাতী আমার সাথী =p~



বিশ্রাম ছাউনি





এবার সাগর পারের কিছু ছবি :D

ভোরের সাগর



সূর্যোদয়



উত্তপ্ত দুপুরে সাগর পারে



এবং সূর্যাস্তের মুহূর্ত





ঝিনুক মার্কেট





আহা...সামুদ্রিক মাছ





শুঁটকি মার্কেট





ফুলের প্রতি দুর্বলতা সবসময়ই। এবারো মিস হয়নি ফুলের ছবি তোলা

জারুল



সোনালু



অপরাজিতা



হলুদ জবা



জিনিয়া





কসমস



হাতিশুঁড় ফুল



এই ফুল দুটি প্রায়ই দেখি কিন্তু নাম জানি না





এই ফুলটা কক্সবাজারে প্রচুর দেখেছি, নামটা কি কেউ জানেন?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪

আলভী রহমান শোভন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। :)

২| ৩১ শে মে, ২০১৭ রাত ৩:০৪

সচেতনহ্যাপী বলেছেন: ঘুড়ে ঘুড়ে আমাদের জন্য তুলে এনেছেন অমূল রত্ন।। ছবিগুলি আর বর্ননা শুনে অন্য আর কিছু বলতে পারলাম না।।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৪০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু আমার পোস্টগুলো পড়ার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.