নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ইফতারে ভিন্ন স্বাদের নিরীক্ষাধর্মী তিন রেসিপি

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৫১

১) ওটসের চটপটি



উপকরণ – ওটস ১ কাপ, ডাবলি বুট ১ কাপ, মাঝারি আকারের আলু ২ টি, টমেটো ১ টি , সেদ্ধ ডিম ১ টি, শসা ১টি, মাঝারি আকারের পেঁয়াজ ২ টি, জিরা গুঁড়া ৩ চা চামচ, ভাজা শুকনো মরিচ গুঁড়া ২ চা চামচ,, কাঁচা মরিচ ৫-৬ টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি আধা কাপ, টেস্টিং সল্ট আধা চা চামচ , হলুদ গুঁড়ো আধা চা চামচ , লবণ স্বাদমতো , তেল ২ টেবিল চামচ, তেতুল গোলা পানি ইচ্ছে মতো, চিনি ১ চা চামচ, পাঁপড় অথবা নিমকি ইচ্ছে মতো।

প্রণালী- ওটস ঠাণ্ডা পানিতে দশ মিনিট এবং ডাবলি বুট গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। আলু সেদ্ধ করে দলা দলা করে চটকে নিন। ডিম সেদ্ধ গ্রেট করে রাখুন আলাদা করে। প্যানে তেল গরম করুন। পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। তেঁতুল গোলা পানিতে চিনি এবং এক চিমটি করে ভাজা শুকনা মরিচ গুঁড়ো, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে চটপটির ডাল, লবন এবং হলুদের গুঁড়ো দিয়ে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। এরপর এতে ভিজিয়ে রাখা ওটস পানি ঝরিয়ে ডালের মধ্যে দিয়ে দিন। এবার একে একে ভাজা পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা মরিচ, অবশিষ্ট মশলার গুঁড়ো, টেস্টিং সল্ট, ২ টেবিল চামচ বানিয়ে রাখা তেতুল গোলা পানি এবং তিন ভাগের এক ভাগ সেদ্ধ ডিমের গ্রেট চটপটির মধ্যে দিয়ে দিন। ভাল করে নেড়ে দিন এবং চুলায় ৩/৪ মিনিট রাখুন। তারপর চুলা থেকে নামিয়ে শসা কুঁচি, ডিমের গ্রেট, তেতুল গোলা পানি ধনিয়া পাতা কুঁচি এবং পাঁপড় অথবা নিমকি চূর্ণ দিয়ে পরিবেশন করুন ওটসের চটপটি ।

২) চিজি চিকেন টিকিয়া



উপকরণ- হাড় ছাড়া মুরগীর মাংস ছোট টুকরা করে কাটা ২ কাপ, ভিজিয়ে রাখা বুটের ডাল আধা কাপ, এলাচ ৪ টি, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ৪টি, তেজপাতা ১ টি, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ, শুকনো মরিচ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়ো সামান্য, পিঁয়াজ বেরেস্তা আধা কাপ, লবণ স্বাদমতো, মজরেলা চিজ গ্রেট করা ১ কাপ , ডিম ২টি, ব্রেড ক্রাম ২ কাপ, তেল ভাজার জন্য।

প্রণালী - একটি পাত্রে মাংসের টুকরা, ডাল, আদা, রসুন, পিঁয়াজ কুচি, শুকনা মরিচ, এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, হলুদ, মরিচ, লবণ আর পরিমানমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে মিশ্রনটি পাটায় অথবা ব্লেন্ডারে মিহি করে নিতে হবে। বাটা মিশ্রণে একে একে গরম মশলা গুঁড়া, জয়ফল-জয়ত্রী গুঁড়া, ধনে-জিরা গুঁড়া, পিঁয়াজ বেরেস্তা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গোল করে এর মধ্যে চিজ দিয়ে চ্যাপ্টা করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে ফ্রিজে ১৫/২০ মিনিটের মত রেখে দিতে হবে। এবার তেল গরম করে টিকিয়া ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে তুলতে হবে। ব্যস হয়ে গেল মজার স্বাদের চিজি চিকেন টিকিয়া।

৩) ফিস চাট



উপকরণ – রুই অথবা ভেটকি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি ২ চা চামচ,
পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, জিরা গুঁড়া এক আধা চা চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ স্বাদ মত, তেল দেড় টেবিল চামচ, পাঁপড় অথবা নিমকি ইচ্ছেমত।

প্রণালী – প্রথমে প্যানে পানি ফুটিয়ে এতে আধা চা চামচ হলুদ এবং আধা চা চামচ লবণ দিয়ে মাছ সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে মাছের কাঁটা বেঁছে নিন। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে এতে একে একে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, হলুদ গুঁড়া, সয়াসস দিয়ে ভুনা করুন। এবার এতে মাছ দিয়ে নাড়ুন। মশলা ঝুরা মাছের গায়ে ভালোভাবে লাগলে এতে লবণ জিরা গুঁড়া, বিট লবণ দিয়ে ভালো ভাবে নাড়ুন। নামানোর আগের পুদিনা পাতা কুঁচি ছড়িয়ে দিন। পাঁপড় অথবা নিমকি দিয়ে পরিবেশন করুন ফিস চাট।

পরিশেষে পোস্টটি সহব্লগার বিলিয়ার রহমান ওরফে বিলি ভাইয়ুকে উৎসর্গ করলাম। বেচারা অনেকদিন থেকে আব্দার করছিল রেসিপি নিয়ে পোস্ট দেবার জন্য যেন উনি নিজ হাতে রেসিপি দেখে বানিয়ে খেতে পারেন। :D

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:০৬

প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট। ধন্যবাদ

০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:০৭

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমার ব্লগ পোস্টে ঘুরে যাবার জন্য। :)

২| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:০৬

বর্ষন হোমস বলেছেন:
চিজি চিকেন টিকিয়া টা টেস্টি হবে মনে হয়।দেখি আজকে ইফতারি তে রাখতে পারি কিনা।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:০৮

আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা ! কেমন লাগলো খেতে জানিয়ো। :)

৩| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


১মটা ভালো মনে হলো, সমস্যা ওটস, উহা কোথায় পাওয়া যাবে?

০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: যেকোনো সুপার শপেই পাবেন, ভাইয়া। ৫০০ গ্রামের প্যাকেট ২০০ টাকা নিবে। ধন্যবাদ। :)

৪| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৪০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: রান্নাবান্নার খবর আজকাল দেখলেই ভয় লাগে।কেকা ফেরদৌসির কোন আইটেম নয়ত??? :P
যাক,বাঁচলাম।এটি নুডুলসের আঁচার নয়। ;)
কোন একদিন সময় করে বানানোর চেষ্টা করে দেখবো।আপনি শিখিয়েছেন বলে ভাগ চাইতে আসবেন না কিন্তু। =p~

০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

আলভী রহমান শোভন বলেছেন: রান্নাকে ফিউশন করাই যায় কিন্তু কেকা ফেরদৌসি একটু বেশীই ফিউশন করে ফেলে যার ফলে দেখা যায় সেটা এক রকম অখাদ্য হয়ে যায়। :(
যাই হোক, চেষ্টা করে বানিয়ে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছে। :)
টেনশন নিয়েন না, খাবারে ভাগ বসাবো না। ;)

৫| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ সব ডিস। ভাল লাগল।

০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমার ব্লগ পোস্টে ঘুরে যাবার জন্য। :)

৬| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আখেনাটেন বলেছেন: বাসায় চেষ্টা করতে তো দোষ নেই। ভালো পোষ্ট।

০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! বাসায় চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ। :)

৭| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:১১

শায়মা বলেছেন:

আমার হোম মেইড জিলাপী! :) :) :)

০১ লা জুন, ২০১৭ রাত ৯:০৮

আলভী রহমান শোভন বলেছেন: হুম আপুনি ! কাল ফেবুতে দেখেছিলাম ছবি। :)

৮| ০১ লা জুন, ২০১৭ রাত ১১:১০

তাতিয়ানা পোর্ট বলেছেন: ওটস ki?

০১ লা জুন, ২০১৭ রাত ১১:২০

আলভী রহমান শোভন বলেছেন: ধান-গমের মত এক ধরনের শস্য।

৯| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:০৯

তাতিয়ানা পোর্ট বলেছেন: Isn't that oat? :P

Nice recipes.

০২ রা জুন, ২০১৭ রাত ১২:১৬

আলভী রহমান শোভন বলেছেন: As you are not using one piece of oat on it so it will be oats. Go through some other recipe which are made with oats, you will get it. Thank you. :)

১০| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:২৬

তাতিয়ানা পোর্ট বলেছেন: Good recipes though, shows creativity.

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৬

আলভী রহমান শোভন বলেছেন: Thanks. :)

১১| ০২ রা জুন, ২০১৭ সকাল ১১:১৮

মানবী বলেছেন: ২য় আর ৩য় টা খুব লোভনীয় মনে হচ্ছে।
ট্রাই করবো খুব শিগগির ইনশাহ্আল্লাহ্!!

প্রথমটায় চটপটির সব রেগুলার উপাদান আছে, সেই সাথে যবের সমন্বয় ঘটিয়ে স্বাদ না স্বাস্থ্যকর করা বুঝতে পারছিনা!
তবে ছবিটা লোভনীয় :-)

মজার সব রেসিপির জন্য অনেক ধন্যবাদ আলভী রহমান শোভন।

০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:২২

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! ট্রাই করে দেখেন, আপুনি। আশা করি ভালো লাগবে।

ওটসের চটপটিতে যব যুক্ত করে আরও স্বাস্থ্যকর করা হয়েছে। ডালের প্রোটিনের সাথে সাথে যবের আঁশও পাওয়া যাবে। আর যেহেতু খাবারটায় সব ধরনের মশলা ব্যবহার করা হয়েছে সেহেতু স্বাদটাও ভালো। :)

১২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৫০

আমি ইহতিব বলেছেন: ওরে বাবা একি!!! আফসোস আমিও এত রান্না পারিনা :(

আমি পারি সব ফাঁকিবাজি রান্না মানে যেসব রান্নায় প্রস্তুতি, উপাদান আর সময় লাগে কম ;)
প্রণ বল বানানোর রেসিপি শেয়ার করতে ইচ্ছে করছে। মাঝারি সাইজের প্রণ হলে ভালো হয়। ভালো করে বেছে ধুয়ে প্রণ গুলোকে কেটে টুকরো করে কিছুটা সয়া সস আর ডিম দিয়ে মেখে নিতে হবে। এবার পাউরুটি ছোট কিউব করে কেটে প্রণে মেখে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে মজার প্রণ বল। গরম গরম খেতে মজাই লাগে। আমার বাচ্চারা পছন্দ করে।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৫

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! এই রেসিপি জানতাম আমিও। যাই হোক, ঝটপট মজাদার রান্না নিয়ে আপনিও দিতে পারেন পোস্ট। অনেক অনেক শুভ কামনা। :)

১৩| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: আমার খায়েস মিটাইবার জন্য ধন্যবাদ শোভনা!!!
এবার আয়েশ করে খেয়ে আপনাকে জানাবো!:)

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

আলভী রহমান শোভন বলেছেন: একি ভাইয়ু ! এত্ত দিন কই ছিলেন? সব ব্লগাররা আপনাকে মিস করছিল। যাই হোক, এইভাবে আর হারিয়ে যেয়েন না।

আচ্ছা ! জানিয়েন আয়েশ করে খেয়ে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.