নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসায় প্রায়ই টুকটাক রান্নাবান্না করা হয়। নতুন নতুন আইটেম রান্না করার পাশাপাশি নিরীক্ষা করে ভিন্ন ধরণের আইটেমও রান্না করা হয় আমার। কিন্তু রান্নার পর খাবারের রেসিপি লেখাটা সেই মাপের বিরক্তিকর একটা জিনিস। আর তাই অনেকদিন হল সামুতে রেসিপি দেই না। আর তার একমাত্র কারণ রেসিপি লেখার আলসেমি। তবুও আজ চারটি ভিন্ন ধরণের ডেজার্টের রেসিপি দিলাম। আশা করি সবার ভালো লাগবে। বাসায় ট্রাইও করে দেখবেন।
এগ কাস্টার্ড – এই ডেজার্টটি মূলত চাইনিজ আইটেম। খুব সহজে এবং অল্প কিছু উপকরন দিয়ে স্বল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন এটি।
উপকরণ – দুধ ১ লিটার, ডিম ৪ টি, চিনি ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, ড্রাই ফ্রুট এবং ক্রিস্টাল জেলো ইচ্ছেমত।
প্রণালি – এক লিটার দুধ জ্বাল দিয়ে আধা লিটার করে নিন। এবার এতে চিনি দিয়ে ভালো ভাবে মেশান। বেকিং পাউডার অল্প পানিতে গুলিয়ে দুধে মেশান। এবারে ডিম ফেটিয়ে আসতে আসতে ঘুরিয়ে ঘুরিয়ে দুধে দিন। ভ্যানিলা এসেন্স ছড়িয়ে নাড়ুন। হালকা আঁচে চুলায় দশ মিনিট রাখুন। ঠাণ্ডা করে পছন্দ মত ড্রাই ফ্রুট এবং ক্রিস্টাল জেলো মিশিয়ে পরিবেশন করুন।
বেকড লেয়ার সন্দেশ সেমাই – এটা আমার একটা সিগনেচার রেসিপি। একটু ঝামেলার হলেও খেতে কিন্তু দারুন। রেসিপিটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল।
উপকরণ – ছানা তিন কাপ, ডিম ২ টি, গুঁড়ো দুধ ১ কাপ, গাজর কুঁচি ১ কাপ, সেমাই ১ কাপ, চিনি ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ।
প্রনালি – প্যানে ছানা, ফেটানো ডিম এবং চিনি দিয়ে ভালো ভাবে নাড়ুন। ঝুরাঝুরা হলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। এবার অন্য একটি প্যানে ঘি গরম করে সেমাই দিয়ে ভাজুন। এবার এতে গাজর কুঁচি দিয়ে ভালো করে নাড়ুন। গাজর এবং সেমাই এক সাথে মিশে গেলে এতে গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে পানি শুকিয়ে যাবার আগ পর্যন্ত চুলায় রাখুন। নামানোর আগে গরম মশলা গুঁড়া ছিটিয়ে ঠাণ্ডা করে নিন। এবারে ওভেনপ্রুফ ডিশে অর্ধেক ছানার মিশ্রণ দিন। তার উপর সেমাইয়ের মিশ্রণটি দিন এবং সবার উপরে আবার বাকি ছানার মিশ্রণ দিয়ে ওভেনে ১৮০ ডিগ্রী তাপমাত্রায় ২০ মিনিট বেক করুন। ওভেন থেকে নামিয়ে ঠাণ্ডা করে কেটে পছন্দ মত করে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের ডেজার্ট বেকড লেয়ার সন্দেশ সেমাই।
আলুর জিলাপি – ময়দা দিয়ে বানানো জিলাপি তো অনেক খেলেন। এবার একটু ভিন্ন স্বাদের আলুর জিলাপি ট্রাই করে দেখেন।
উপকরণ –
ক. জিলাপির জন্যঃ মাঝারি আকারের সেদ্ধ আলু ৪ টি, ময়দা এক কাপ, ঘন তরল দুধ ১ কাপ, ডিম ১ টা, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য।
খ. সিরার জন্যঃ চিনি ২ কাপ, পানি ২ কাপ, দারচিনি ও এলাচ ২/৩ টি।
প্রনালি – গরম দুধ দিয়ে ময়দা ময়ান করে নিন। এবার সেদ্ধ আলু চটকে ময়দার সাথে ভালো করে মেশান। একে একে ফেটানো ডিম, চিনি এবং ঘি মিশিয়ে ময়ানটি ছোট ছোট টুকরা করে নিন। এবার টুকরোগুলো লম্বা লম্বা করে পেঁচিয়ে নিন জিলাপির মত। ডুবো তেলে হালকা বাদামী করে ভেজে তুলুন। অন্য একটি পাত্রে পানি, চিনি এবং দারচিনি – এলাচ দিয়ে ঘন সিরা বানিয়ে জিলাপিগুলো সিরায় ভিজিয়ে পরিবেশন করুন।
ফ্রুট কাস্টার্ড – খুব কমন একটা খাবার এই ফ্রুট কাস্টার্ড। কিন্তু বাসায় যদি একটু সময় নিয়ে বানিয়ে ফেলেন তবে ঘরোয়া খাবার বাদ দিয়ে বাইরে কেন খাবেন ফ্রুট কাস্টার্ড?
উপকরণ - দুধ ১ কেজি, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ১ কাপ, পছন্দমত ফল কিউব করে কাটা ২ কাপ, কাজুবাদাম কুঁচি আধা কাপ, বিভিন্ন রঙের ক্রিস্টাল জেলো সাজানোর জন্য।
প্রণালি- অর্ধেক দুধের সাথে কাস্টার্ড পাউডার ভাল করে মিশিয়ে নিন। এবার একটি পাত্রে বাকি দুধ ও চিনি মিশিয়ে চুলায় ভাল করে ফুটিয়ে নিন। চিনি দুধের সাথে মিশে গেলে তাতে দুধে মেশানো কাস্টার্ড পাউডার গোলা দিয়ে সমানে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দুধের সাথে সব ফলের টুকরা মিশিয়ে দিন। এরপর বাটিতে ঢেলে দিন। একটু ঠাণ্ডা হলে কাস্টার্ডের বাটি ফ্রিজে রেখে দিন। পরিবেশন করার সময় উপরে ক্রিস্টাল জেলো কুচি ছড়িয়ে পরিবেশন করুন ফ্রুট কাস্টার্ড।
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২
আলভী রহমান শোভন বলেছেন: থেঙ্কু
২| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুন।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২১
আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার পোস্ট থেকে ঘুরে যাবার জন্য।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২
করুণাধারা বলেছেন: আলুর জিলাপিটা ট্রাই করব।
ধন্যবাদ চমৎকার রেসিপিরর জন্য।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮
আলভী রহমান শোভন বলেছেন: হুম ! ট্রাই করে জানাবেন কেমন হয়েছে খেতে।
আপনাকেও ধন্যবাদ আমার ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও মাঝে মাঝে রান্না-বান্না করি।
নতুন স্বাদের কিছু করার চেষ্টা করি।
ভাল লাগলো আপনার রেসিপি।
ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯
আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! ভালো তো !
৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬
শায়মা বলেছেন: সবগুলাই মজার মনে হচ্ছে ভাইয়ু!!!!!!!!!!!
তবে কাল রাতে আমি বানিয়েছি রাইস বল ইয়াম্মি ইয়াম্মি!!!!!!!!!
সবগুলাই মজার মনে হচ্ছে ভাইয়ু!!!!!!!!!!!
তবে কাল রাতে আমি বানিয়েছি রাইস বল ইয়াম্মি ইয়াম্মি!!!!!!!!!
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২
আলভী রহমান শোভন বলেছেন: হুম ! আপুমনি, কাল ফেবুতে তোমার পোস্ট দেখেছি। সেই মাপের লোভনীয় হয়েছে দেখতে তোমার রাইস বল।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭
ফয়সাল রকি বলেছেন: খাবারের ছবি দেখলেই ক্ষুধা লাগে!
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩
আলভী রহমান শোভন বলেছেন: আহারে ! রেসিপি দেওয়া হয়েছে, ভাইয়ু। শুধু একটু কষ্ট করে বানিয়ে খেতে হবে।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
মজার মজার খাবার দাবার !!!
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া ব্লগপোষ্ট থেকে ঘুরে যাবার জন্য।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১০
নূর-ই-হাফসা বলেছেন: বেকড লেয়ার সন্দেশ সেমাই রেসিপি টা ভালো লেগেছে ।
আচ্ছা ভাইয়া তিন কাপ ছানা করতে কত কেজি দুধ লাগবে ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু। প্রতি এক লিটার দুধে এক কাপ ছানা হবে।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২
গেম চেঞ্জার বলেছেন: ভাল।