নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ – দ্য শেপ অফ ওয়াটার

০৫ ই মে, ২০১৮ রাত ১১:২০



গত বছরের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল একাধারে অসংখ্য পুরস্কার প্রাপ্ত ছবি ‘দ্য শেপ অফ ওয়াটার’। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ ডিসেম্বর মুক্তি পেলেও এর আগে ৭৪তম আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে ৩১ আগস্ট ছবিটি দেখানো হয় এবং সেখানে প্রতিযোগিতা বিভাগে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গোল্ডেন লায়ন খেতাব পায়। এছাড়া ছবিটি টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ছবিটিকে ২০১৭ সালের সেরা দশ ছবির একটি হিসেবে আখ্যায়িত করে। ৯০তম অ্যাকাডেমি পুরস্কারের আসরে ১৩ টি নমিনেশন পায় ছবিটি যার মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা সঙ্গীতায়জন ও সেরা নির্মাণ পরিকল্পনার খেতাব জিতে নেয়। ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসরে ৭টি বিভাগে নমিনেশন পেয়ে সেরা পরিচালক ও সেরা সঙ্গীতায়জনের খেতাব জিতে নেয় ছবিটি। এছাড়াও ৭১তম বাফটা পুরস্কারে ১২টি নমিনেশন পেয়ে সেরা পরিচালকসহ তিনটি পুরস্কার জিতে নেয়।



সায়েন্স ফিকশন ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন গিয়েরমো দেল তোরো যিনি একাধারে ছবিটির প্রযোজক, কাহিনিকার এবং চিত্রনাট্যকারও। তবে প্রযোজক হিসেবে তার সাথে আরো ছিলেন জে মিলস ডেল এবং চিত্রনাট্যকার হিসেবে ছিলেন ভ্যানেস টেলর। সমালোচকেরা ছবিটিকে পরিচালকে এ যাবত কাল পর্যন্ত নির্মিত ছবিগুলোর মধ্যে শ্রেষ্ঠ ছবি হিসেবে আখ্যায়িত করেছে।



১৯৬২ সালের পটভূমিতে নির্মিত ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে একজন বাকহীন মেয়ের জীবন নিয়ে যে কিনা সরকারি গবেষণাগারে ক্লিনারের কাজ করে। গবেষণার জন্যই সেখানে রাখা হয়েছে মানুষের মতই আস্ফিবিয়ান প্রজাতির এক জলজ প্রাণীকে যার সাথে বাকহীন মেয়েটির প্রণয় হয় এবং সেই প্রণয় নিয়েই কাহিনীতে সৃষ্টি হয় প্যাঁচ।



১২৩ মিনিট ব্যাপ্তি ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যালী হকিন্স, মাইকেল শানন, রিচারড জেঙ্কিন্স, ডগ জোন্স, মাইকেল স্টুলবার্গ, ডেভিড হিউলেট, নিক সার্সি, স্টুয়ার্ট আর্নট, নাইজেল বেনেট, লরেন লি স্মিথ, মার্টিন রোক, অ্যালেগ্রা ফুল্টন,জন কেপলস, মরগান কেলি প্রমুখ।



১৯.৫ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি এ পর্যন্ত আয় করেছে ১৪৮.৫ মিলিয়ন ডলার।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: দেখছি । আমার কাছে ভালই লাগছে

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২৪

আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! :)

২| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৩৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যত ভালোই হোক, আমি বিদেশী সিনেমা তেমন একটা দেখি না। খারাপ হলেও আমার কাছে আমাদের দেশীয় সিনেমা, নাটক-ই বেশি ভালো লাগে।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩১

আলভী রহমান শোভন বলেছেন: বাংলা ছবি আমিও দেখি হলে গিয়ে কিন্তু বাইরের মুভি ভালো হলে সেটাও মিস করি না।

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:০১

মাকামে মাহমুদ বলেছেন: মুভিটি দেখেছি, ভালোই লাগল।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৮

আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা :)

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:০৯

অর্থনীতিবিদ বলেছেন: মুভিটা ভালো। মুক মেয়েটি যেভাবে ভালোবাসার বাধনে অ্যাম্ফিবিয়ান মানুষটি বাধলো আর তাকে রক্ষা করলো তা সত্যিই উপভোগ্য।

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৩

আলভী রহমান শোভন বলেছেন: আসলেই :)

৫| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:৫২

আল ইফরান বলেছেন: মুভিটার ফিলোসফি অত্যন্ত উচু দরের সেই বিষয়ে কোন সন্দেহ নাই।
এজ ইট ইজ স্টোরি লাইন হিসেবে ধরলে (যা ধরা উচিত হবে না) এইটা একটা নিম্নমধ্যম শ্রেণীর মুভি, কিন্তু পরিচালক সাহেব একটা ম্যাসেজ দিতে চেয়েছেন যা আমার মাথার উপর দিয়ে গেছে।
আরেকবার না দেখলে ক্লিয়ার হবে না (বাট পাওয়ার, ডেভিয়েশন, পারসিস্টেন্স, প্রিজুডিস এর জায়গা গুলা ধরতে পারছি)
এই ব্যাটার মুভির একটা কমন ট্রেন্ড হইলো রিয়েলিজমের মধ্যে সারিয়ালিজম/ ডার্ক ফ্যান্টাসিকে টেনে নিয়ে আসা, যা খুব শক্তিশালী ম্যাসেজ দেয় যেমন প্যানস ল্যাবিরিন্থ।

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:২৫

আলভী রহমান শোভন বলেছেন: প্যানস ল্যাবিরিন্থ কে পরিচালকের সেরা নির্মাণ বলে ধরা হত এতদিন। কিন্তু শেপ অফ ওয়াটার মুক্তির পর এটাকেই এখন পর্যন্ত পরিচালকের সেরা ছবি বলে ধরে নিয়েছেন চলচ্চিত্র বোদ্ধারা।

মন্তব্যে ধন্যবাদ। :)

৬| ০৬ ই মে, ২০১৮ ভোর ৬:১৫

জাহিদ হাসান মিঠু বলেছেন:

মুভিটি দেখেছি, খুব সুন্দর মুভি। ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪৬

আলভী রহমান শোভন বলেছেন: আমার ব্লগ পোস্ট থেকে ঘুরে যাবার জন্য আপনাকেও ধন্যবাদ :)

৭| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: যখনই মুভি রিভিউ দিবেন সাথে লিঙ্ক দিবেন।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

আলভী রহমান শোভন বলেছেন: Click This Link

৮| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:৪০

সোহানী বলেছেন: পুরো কানাডার ফেস্টিভালে শুধু এর গুনগান আর গুনগান। হলে এখনো আসেনি, আসলে বড় পর্দায় দেখতে যাবো।

০৯ ই মে, ২০১৮ সকাল ১১:০৩

আলভী রহমান শোভন বলেছেন: বাংলাদেশের হলে এখনো আসেনি তবে নেটে ভালো প্রিন্ট পাওয়া যাচ্ছে। তাই আর না দেখে পারিনি। :)

৯| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:১৬

জাহিদ অনিক বলেছেন:


মুভিখানা দেখেছি :)
মোটামুটি লেগেছে। এই মুভির ম্যাসেজ কি ?

১৩ ই মে, ২০১৮ রাত ৯:১০

আলভী রহমান শোভন বলেছেন: মানুষের মাঝে মনুষ্যত্ব বলে কিছু নেই আর, পশু এর চেয়ে উত্তম।

লোভ মানুষকে ধ্বংস করে ।

অথবা, সত্যিকারের ভালবাসার জয় হবেই। :)

১০| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫০

নীহার দত্ত বলেছেন: আজ দেখব মুভিটা

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: ওকে :)

১১| ২৭ শে মে, ২০১৮ রাত ৩:৪১

চলে যায় দিন রয়ে যায় স্মৃতি বলেছেন: ভালো লেগেছে।কিন্ত নায়িকার অভিব্যক্তিটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

আলভী রহমান শোভন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ :)

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: সিনেমাটির লিঙ্ক হবে

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৭

আলভী রহমান শোভন বলেছেন: গুগলে সার্চ দিলেই পাবেন। অনেক ওয়েবেই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.