নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ – প্যাড ম্যান

০৬ ই মে, ২০১৮ রাত ১০:০৩



পরিচালক আর বাল্কির বরাবরই ফ্যান আমি। বাণিজ্যিক ধারার ছবি বানালেও তার মাঝে কোন কোন গুরুত্বপূর্ণ ম্যাসেজ রেখে যান তিনি। তবে তাঁর সব ছবিতেই একটি যোগসুত্র রয়েছে আর তা হল ভারতীয় নারীদের জীবন এবং সমাজে তাদের প্রতি ধ্যান ধারণা ও সমস্যা ফুটিয়ে তোলেন। পরিচালকের পরিচালিত ও প্রযোজিত ইংলিশ ভিংলিশ, কি অ্যান্ড কা, ডিয়ার জিন্দেগি মুভিগুলো তারই প্রমাণ। কিন্তু ভারতীয় নারীদের নিয়ে নির্মিত হলেও সিনেমাগুলোতে উপমহাদেশের অন্যান্য দেশের নারীদের জীবনের সাথেও সাদৃশ্য পাওয়া যায়। তবে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘প্যাড ম্যান’ ছবিটি বোধ করি আগের সব ছবিকে ছাপিয়ে গিয়েছে। খুবই স্পর্শকাতর একটি বিষয় নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।



মূলত সত্য ঘটনার উপর ভিত্তি করেই ছবিটি নির্মিত হয়েছে। ভারতের গ্রামগুলোতে আজও মেয়েদের মাসিক নিয়ে ভুল ভ্রান্ত ধারণা পোষণ করতে দেখা যায়। অনেক কুসংস্কারও লক্ষণীয়। মাসিকের দিনগুলোতে মেয়েদের আলাদা করে রাখা হয়। সকলের ধারণা এই সময় মেয়েরা কিছু স্পর্শ করলে তা অপবিত্র হয়ে যায়। এছাড়াও মাসিকের জন্য তাদের পুরাতন অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করতে দেখা যায় যেহেতু স্যানিটারি ন্যাপকিনের দাম একটু বেশি এবং সকলের সাধ্যের বাইরে। সদ্য বিবাহিত লক্ষ্মীকান্ত চৌহান নিজের বউকে এইভাবে আলাদা ঘরে থাকতে দেখে এবং পুরাতন কাপড় ব্যবহার করতে দেখে নিজেই দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কিনে বউকে দেয়। কিন্তু বউ সেটা গ্রহণ করতে অস্বীকার করে দাম বেশি বলে। পরে সে নিজের হাতে প্যাড বানিয়ে দেয় বউকে কিন্তু যথাযথ ভাবে না বানানোয় ঠিক মত ব্যবহার করতে পারে না সে। পুরাতন কাপড় ব্যবহার করা শুরু করে আবার সে। কিন্তু তবুও হাল ছাড়ে না লক্ষ্মীকান্ত । গ্রামের মানুষদের বোঝাতে উদ্যত হয় সে। কেউ বুঝতে চায় না। তবুও লেগে থাকে সে। নিজেই উদ্যোগী হয়ে টাকা ধার করে ন্যাপকিন বানায়। কাহিনী মোড় নিতে থাকে অন্য দিকে।



ছবিতে লক্ষ্মীকান্ত চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং তাঁর বউয়ের চরিত্রে ছিলেন রাধিকা আপ্তে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সোনাম কাপুর। কেন্দ্রীয় চরিত্রসহ বাকি সকল কলাকুশলীর অভিনয় ভালই ছিল।

অমিত ত্রিভেদির সঙ্গীতায়জনে ছবিতে পাঁচটি গান রাখা হয়েছে। সবগুলো গানই ভালো তবে অরিজিৎ সিং এর কণ্ঠে ‘আজ সে তেরি’ গানটি বেশি ভালো ছিল।



গ্রামীণ পটভূমির ছবিটির দৃশ্যায়ন, পোশাক ও সাজসজ্জা যথাযথই মনে হয়েছে।

১৪০ মিনিট ব্যাপ্তি ছবিটির বাজেট ছিল মাত্র ২০ কোটি রুপি। কিন্তু এর ১০ গুণ অর্থাৎ ২০০ কোটি রুপি আয় করে ছবিটি ব্লকবাসটারের খাতায় নাম উঠিয়েছে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:০৯

পবন সরকার বলেছেন: সুন্দর রিভিউ

০৭ ই মে, ২০১৮ সকাল ৮:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: ছবিটি ভালো হয়েছে, সুন্দর রিভিউ

০৭ ই মে, ২০১৮ সকাল ৯:০০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:২৮

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ আপনার রিভিউর জন্য

০৭ ই মে, ২০১৮ সকাল ৯:২১

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ব্লগ পোস্ট থেকে ঘুরে জাবার জন্য :)

৪| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:০০

বনসাই বলেছেন: ২০ কোটির ১০ গুণ কত হবে?

০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫০

আলভী রহমান শোভন বলেছেন: ২০০ হবে, ভুলে ১২০ লিখে ফেলেছি। ঠিক করেছি। ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখব।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৮

আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা :)

৬| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪

Akalabba বলেছেন: ভাই English vinglish& Dear zindegi R.Balkiর ফিল্ম না।।।Gouri sindhe r Film.....

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫২

আলভী রহমান শোভন বলেছেন: ভালো করে পড়ে দেখুন, আমি 'পরিচালিত ও প্রযোজিত' কথাটি ব্যবহার করেছি।

৭| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৩

Akalabba বলেছেন: BalkI r movie গুলা দেখছেন?????আপনি কন মাত্রার ফ্যান?????Favourite director r movier nam janen na????!!?!?!?!?

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: আপনার এত জ্ঞান থাকলে আপনি লিখুন না রিভিউ। আপনাকে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.