নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

গোয়ালন্দ স্টিমার মুরগির ঝোল : বঙ্গভঙ্গ হওয়ার আগে তৎকালীন পূর্ব বাংলার জনপ্রিয় এক খাবার

০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৩



চলুন আজ ভারতীয় উপমহাদেশের সেই ব্রিটিশ পিরিয়ডের জনপ্রিয় এক মুরগি রান্নার রেসিপি জেনে নেই। বঙ্গভঙ্গ হওয়ার আগে পূর্ব বাংলার মানুষকে গোয়ালন্দ ঘাট থেকে কলকাতার ট্রেন ধরতে হতো। আর গোয়ালন্দ পৌঁছাতে পাড়ি দিতে হতো পদ্মা নদী। সেই গোয়ালন্দ ঘাটের রেস্টুরেন্টগুলোতে রান্না করা হত এই মুরগি। স্টিমারের পাচকদের হাতেও তৈরি হত এই কারি। পরিবেশিত হত গরম ভাতের সাথে।

সৈয়দ মুজতবা আলীর লেখায়ও কিন্তু এই গোয়ালন্দ মুরগির ঝোলের বর্ণনা আছে – ‘ত্রিশ বৎসর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে,বদলাইনি শুধু ডিসপ্যাচ স্টীমারের দল। এ-জাহাজের ও-জাহাজের ডেকে-কেবিনে কিছু কিছু ফেরফার সব সময়ই ছিল, এখনো আছে, কিন্তু সব কটা জাহাজের গন্ধটি হুবহু একই। কীরকম ভেজা-ভেজা, সোঁদা-সোঁদা যে গন্ধটা আর সবকিছু ছাপিয়ে ওঠে, সেটা মুর্গী-কারি রান্নার। আমার প্রায়ই মনে হয়েছে, সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুর্গী, তার পেটের ভেতরে থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এ-গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ, যে-কোন স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায় । পুরনো দিনের রূপ রস গন্ধ স্পর্শ সবই রয়েছে, শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। ‘

আসুন জেনে নেই গোয়ালন্দ স্টিমার মুরগির ঝোল রান্না করতে কি কি উপকরণ লাগছে -

দেশি মুরগির মাংস ১ কেজি
কুঁচো চিংড়ি বাটা ১ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ
আদা থেঁতলে নেওয়া ১ টেবিল চামচ
রসুন থেঁতলে নেওয়া ১ চা চামচ
শুকনা মরিচ বাটা ২ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
সরিষার তেল ১/৪ কাপ
আলু ডুমো করে কাটা ২ টা
সেদ্ধ ডিম ৪টা
লবণ স্বাদ মত।

এবার আসি প্রস্তুত প্রণালীতে - মুরগির সাথে সকল উপকরন এক সাথে মেখে ২ ঘণ্টা রেখে দিন। কড়াইতে তেল গরম করে অল্প আঁচে ঢেকে রান্না করুন ১০ মিনিট। এরপর এতে ঝোলের পানি দিন। বলক উঠলে আলু এবং সেদ্ধ ডিম দিন। ঢেকে রেখে আরও ১৫ মিনিট রান্না করুন মাঝারি আঁচে। গরম ভাতের সাথে পরিবেশন করুন।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ১:৩১

শায়মা বলেছেন: বাহ! খুবই মজার রান্না মনে হচ্ছে।

কিন্তু কোনো গরম মসলা দিতে হবে না?

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৫:১১

আলভী রহমান শোভন বলেছেন: এটা আসলেই অনেক মজার আপু। আর মাটির চুলায় রান্না করলে এটার স্বাদ আরও বেড়ে যায়।

আর অথেনটিক রেসিপি অনুযায়ী এটায় কোন গরম মশালার ব্যবহার নেই।

২| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৩:৫২

শেরজা তপন বলেছেন: গোয়ালন্দী জাহাজের 'মুরগির ঝোল'
২০২১ সালে আমি এই লেখাটা দিয়েছিলাম।
আপনার রেসিপিটা যদিও অথেনটিক কিনা সন্দেহ থেকে যায়। তবে বেশ স্বুসাদু হবে।

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৫:১৬

আলভী রহমান শোভন বলেছেন: পড়ে এলাম আপনার ব্লগ থেকে।

তৎকালীন সময়ের গোয়ালন্দের সেই রেস্তোরাগুলো এবং স্টিমাররের পাচকদের মধ্যে এই রেসিপির রকমফের ছিল বেশ। যেমন -
- কোথাও কোথাও কুঁচো চিংড়ি বাটা ব্যবহার করা হত না।
- কোথাও শুধু আলু দিয়ে রান্না করা হত; ডিম দেওয়া হত না।
- কখনো আলু ভেজে হয়তো দেয়া হত রান্নায়; কখনো না ভেজে সরাসরি ঝোলের পানি দিয়ে আলু দিয়ে দেওয়া হয়।
- অনেক সময় ব্রিটিশদের পছন্দ অনুযায়ী মুরগীটি রান্না করা হত। পরবর্তীতে সেটা ফিউশন হয়ে চিকেন ডাকবাংলো এবং রেলওয়ে চিকেন নামে পরিচিতি পায়।

৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:০২

রানার ব্লগ বলেছেন: আমার স্টিমার বা বি আই ডাব্লিউ ডি এর খাবার খাওয়া হয় নাই কিন্তু একবার মাওয়া রুটের ভি আই পি ফেরিতে সিম্পল ডাল ভাত আর আইড় মাছের একটা ম্যানু খাবার সুযোগ হয়েছিলো । আমার মনে হচ্ছিলো ওই ফেরিতেই থেকে যাই খাবারের লোভে। এতো স্বাদ যে কি করে এরা করে আল্লাহ মালুম। এর পর আমি এমন স্বাদের খাবার খাই নাই বা পাই নাই।

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৫:১৭

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ! সুন্দর অভিজ্ঞতা।

৪| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৫২

ঢাবিয়ান বলেছেন: বাসায় রান্না করলে মনে হয় তেমন মজা লাগবে না। অনেক সময়ের খাবারের স্বাদ , পারিপার্শিক পরিবেশের উপড়ও নির্ভর করে।

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৫:১৮

আলভী রহমান শোভন বলেছেন: সেটা তো অবশ্যই। তবে বাসায় তবুও ট্রাই করে দেখতে পারেন। ভালো হয় যদি মাটির চুলায় রান্নাটা করা যায়। স্বাদ অনেক বেড়ে যায়।

৫| ০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

করুণাধারা বলেছেন: একেবারে নতুন ধরনের রান্না! মুরগিতে চিংড়ি বাটা দেবার কথা আগে কখনো শুনিনি!!

এটা কি আপনার তৈরি খাবার তালিকায় আছে?

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:২৩

আলভী রহমান শোভন বলেছেন: তৎকালীন সময়ে এই রান্নায় কুঁচো চিংড়ি বাটা দেওয়া হত। শুনতে অদ্ভুত শোনালেও ১ কেজি মাংসে ১ টেবিল চামচ চিংড়ি বাটা দিলে স্বাদ অনেকাংশে বেড়ে যায় এবং অন্যরকম মজা লাগে।

জ্বি, আমার তৈরি খাবার তালিকায় এটা আছে।

৬| ০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

একলব্য২১ বলেছেন: বড় চিংড়ির পীঠের দিকে একটা লম্বা রগ থাকে, সেটা বের করে ফেলে দিতে হয়। কিন্তু কুঁচো চিংড়ির ক্ষেত্রে তো সেটা সম্ভব না। সে ক্ষেত্রে কুঁচো চিংড়ি কি করে পরিষ্কার করবো। তাছাড়া কুঁচো চিংড়ির মধ্যে অনেক ময়লাও থাকে।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:২৮

আলভী রহমান শোভন বলেছেন: কুঁচো চিংড়ির রগ ফেলা হত না। রগ থাকেই না বলতে গেলে। কুঁচো চিংড়ির ময়লা পরিষ্কার করতে পানি দিয়ে বার বার কচলে ধুয়ে পরিষ্কার করতে হয়। ৫/৬ বার এভাবে ধুলে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়।

৭| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:৩৫

একলব্য২১ বলেছেন: আচ্ছা এই গোয়ালন্দ স্টিমার মুরগির ঝোলকেই কি ডাকবাংলো বলে।

আমি এই রান্না মাস্ট ট্রাই করবো।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:৪১

আলভী রহমান শোভন বলেছেন: চিকেন ডাকবাংলো ওপার বাংলার রান্না। সেই রান্নায় জিরা ফোঁড়ন দিতে হয়। আবার গরম মশলার ব্যবহারও আছে। চিকেন ডাকবাংলোতে কুঁচো চিংড়ির ব্যবহার নেই।

৮| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৯:১৯

এইযেদুনিয়া বলেছেন: এটা রান্না করতে হবে দেখছি!

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:৫০

আলভী রহমান শোভন বলেছেন: করে ফেলুন তবে :)

৯| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:৫৩

কামাল১৮ বলেছেন: আমি ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা যাতায়াত করেছি স্টিমারে বহু বার।আরিচা দৌলতদিয়া রোডে যাতায়াত অসংখ্যবার ।সব খাবারের অভিজ্ঞতা আছে।আবার ৭১ এর আগে গোয়ালন্দঘাটে পেট চুক্তি খাবার খেতে বসে ইঞ্জিনের হুইসেল শুলে খাবার ছেড়ে চলে আসার অভিজ্ঞতাও আছে।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:৫৮

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ! অভিজ্ঞতার ঝুলি ভরা দেখি আপনার!

১০| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: একসময় ফেরীর খাবার বেশ স্বাদ ছিলো। এখন কোনো স্বাদ নেই।

০৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৯

আলভী রহমান শোভন বলেছেন: হুম, সহমত।

১১| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৩৩

সোহানী বলেছেন: যদিও এমন খাবার খাওয়ার সুযোগ হয়নি কিন্তু আপনার রেসিপি দেখে রাঁধবো অবশ্যই। তবে মুরগীতে চিংড়ি দিতে শুনিনি। তারপরও চেস্টা করবো রাঁধতে।

০৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:১১

আলভী রহমান শোভন বলেছেন: শুনতে অবাক লাগলেও এই রান্নায় ১ কেজি মাংসে ঐ সামান্য পরিমাণ চিংড়ি বাটা দেওয়ায় রান্নার স্বাদ অন্য রকম মজার হয়। চিংড়ির গন্ধটা কিন্তু পাওয়া যায় না।

১২| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন মজাদার মনে হচ্ছে । ট্রাই করতে হবে। ++++

০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: আসলেই অনেক মজার এটা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.