![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাংলার সংগ্রামী জেন–জি,
তোমরাই কুক করেছো
স্বৈরাচারী সরকারকে,
পথে ঘাটে মাঠে নেমে
দেশকে নিচ্ছো গ্লো – আপে।
বুমারদের চিন্তা চেতনা
বদলে দিয়েছো তোমরা,
ডেলুলুকে করে তুলেছো
সোলুলু রূপরেখায়।
স্বৈরাচারীর রেড ফ্ল্যাগকে
তুলোধোনা করেছো তোমরাই,
তাদের সকল ফ্লেক্সকে আবার
ভেঙে এনেছো নতুন এরায়!
তোমাদেরই বেইজড নাড়িয়ে দিলো
এই গোটা বিশ্বকে,
প্রশংসায় পঞ্চমুখে সবাই বলল
বাসিন হে!
বিঃদ্রঃ কবিতাটিতে জেন-জির বহুল ব্যবহৃত শব্দ ব্যবহার করা হয়েছে। বোঝার সুবিধার্থে শব্দগুলোর অর্থ নিচে দেওয়া হল –
কুক করাঃ কোনো ফলাফলের উদ্দেশ্যে এমন এক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্য পক্ষ বিব্রতবোধ করে।
গ্লোঃ আপঃ বিশেষ উন্নতি অর্থে ব্যবহৃত।
বুমারঃ ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে যাঁদের জন্ম।
ডেলুলুঃ ইংরেজি ‘ডিলিউশনাল’ শব্দটির বিবর্তিত রূপ। শব্দটি আকাশকুসুম মনোভাব বোঝাতে ব্যবহৃত হয়।
সোলুলুঃ ইংরেজি ‘সলিউশন’ শব্দটির বিবর্তিত রূপ।
রেড ফ্ল্যাগঃ কারও ব্যবহারে বা কাজে ক্ষতির আভাস পাওয়া গেলে তাকে রেড ফ্ল্যাগ হিসেবে গণ্য করা হয়।
ফ্লেক্সঃ ভাব দেখানো ।
এরাঃ কোনো ব্যক্তির বর্তমান আগ্রহ বা অগ্রাধিকার বোঝাতে ব্যবহৃত হয়।
বেইজডঃ কোনো বিতর্কিত বিষয়ের মতামত বা কোনো কিছুতে একমত পোষণ করা।
বাসিনঃ কোনো কিছুকে খুব ভালো বোঝাতে বলা হয় বাসিন।
ছবিঃ গুগল
১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭
আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: ওকে।
১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭
আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা।
৩| ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৬
রানার ব্লগ বলেছেন: কবিতা যদি লিখতেই হয় চর্চা করে লেখার মান বুঝে লিখুন এবং পোস্ট করুন । এই ব্লগে অনেক প্রতিভাবান লেখক লেখিকা আছে তাদের লেখা পড়ুন । এই টা কোন জাতের কবিতাই হয় নাই । না আধুনিক না প্রাচীন কোন রুপ । আবার বইলেন না ব্যক্তি আক্রমন করেছি । আমি লিখতে পারলে নিজেই একটা স্যাম্পল দিয়ে দিতাম কিন্তু হায় !!!
১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩০
আলভী রহমান শোভন বলেছেন: ভাই বোধ হয় ভেবেছেন আমি ব্লগে নতুন। ব্লগে কিন্তু আমার নয় বছর নয় মাস হয়ে গিয়েছে। যদিও আপনার চেয়ে বেশ কম। এই কবিতাখানা জেন-জিদের বহুল ব্যবহার করা শব্দের উপর জোর দিয়েছি। নিজের প্রতিভা বিকাশ করতে লিখি না। মনের সুখে লিখি। আমার ব্লগে যেমন আমার নিজের মতো নিজের লেখা দেওয়ার অধিকার আছে; আপনারও তেমনি মন্তব্য করার অধিকার আছে। ভালো থাকবেন, সুখে থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুড।