নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমি না, আমি আপনি, ভেবে বলুন, আমি আছি

এ্যামালগাম

মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!

এ্যামালগাম › বিস্তারিত পোস্টঃ

এ্যমালগাম - ২ (আরেকটা বিয়ে)

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮





আমার স্ত্রী অনেক ভালো মানুষ। ও ধার্মিকও বটে, যদিও বাইরে থেকে দেখা অনেকেই বুঝবেন না। বিয়ের পর থেকেই নানান দুষ্টামি কথা বার্তায় বুঝতে পারি যে ও আমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে কোন আপত্তি করবে না। আমাদের দুজনের সম্পর্ক সুখের। আমিও উনাতে খুশি আর ওতো ওর খুশি আমার কাছে প্রকাশ্যে জানায়। সব কিছুর পরেও আমার চাহিদা ওর চেয়ে অনেক বেশী। ব্যাপারটা হরমোনাল, সবার মানে সব ছেলেদের খুব সম্ভবত এই রকমই হয়। মেয়েদের চেয়ে বেশী চাহিদা থাকে। মাঝে মাঝে ও যখন আমার ডাকে সাড়া দিতে অপারগতা জানায়, আমার হরমোন গুলো আমায় বিরক্ত করে তুলে। তখনও সিরিয়াসলি বলে,"তুমি আরেকটা বিয়ে কর।" ব্যাপারটা এখানেই থামলে হত, মনে করতেম ব্যাপারটা ইমোসালান আউট বার্স্ট। কিন্তু না, ও আমাকে ঠাণ্ডা মাথায়, যখন আমরা পারিবারি গল্প করি, তখনো অনেক সময় আরেকটা বিয়ের পরামর্শ দেয়, নিয়মিতই। আমি যন্ত্রনায় ভুগি, খুশি হবার বদলে!! ও কি আমাকে ভালোবাসে না??

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

মুদ্‌দাকির বলেছেন: ভাই আপনি দেখি জটিল !! বৌ আটকাইতেছে না, আপনার ইচ্ছায়, এখন তাই বইলা তার ভালোবাসারে প্রশ্ন বিদ্ধ করে দিলেন ???

যাই হোক হ্যাপি ব্লগিং :) :)

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২

এ্যামালগাম বলেছেন: ভাই আপনি ব্যাপারটা ঠিক খেয়াল করলেন না!! আসলে ও যদি প্রকৃতই আমাকে অনেক ভালবাসত, ও কি আমাকে আরেক জনকে বিয়ে করতে বলত ???

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩

এ্যামালগাম বলেছেন: ভাই অন্যের পোষ্টে মন্তব্য করতে পারি না, এটাকি ওয়াচে থাকা অবস্থায় স্বাভাবিক ????

ধন্যবাদ

২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২০

মুদ্‌দাকির বলেছেন: হুম স্বাভাবিক

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

এ্যামালগাম বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০৯

জুন বলেছেন: আমি যন্ত্রনায় ভুগি, খুশি হবার বদলে!! ও কি আমাকে ভালোবাসে না!
আমাদের দেশের মেয়েরা কি সহজে স্বামীকে ভাগ করতে চায় ! শুধু আমাদের কেন ? কোন মেয়েই মনে হয় চায় না ।
+

১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪

এ্যামালগাম বলেছেন: আপা পলিগ্যামি কিন্তু ইউনিভার্শাল। প্রত্যাকটা দেশে মেয়েরা মেনে নিতে বাধ্য হচ্ছে, কখনো অফিশিয়াললি কখনো আন অফিশিয়াললি। কখনো খুশি মনে কখনো বেজার হয়ে।

আপা আমি কিন্তু সাইন আপ করার আগে থেকেই আপনাকে এক রকম অনুসরন করি, আপনার মন্তব্য পেয়ে তাই খুব ভালো লাগছে ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ডরোথী সুমী বলেছেন: ভাইগো এই বিষয়গুলো ব্যালেন্স করেন তাহলেই সব ঠিক হয়ে যাবে। বেশি চাইয়া লাভ কি? বউতো শুনবোনা। নাকি....................সত্যিই শখ হইছে আরেকটা বিয়ে করার! তাইলে মাইর খাওয়ার জন্য রেডি হইয়া যান।ভাল থাকুন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

এ্যামালগাম বলেছেন: আপা আমি কিন্তু বলি নাই যে আমার শখ হইসে , আমার উনি বলেন :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.