![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!
এই মানুষের সাথে বাংলাদেশের অন্য আর কোন মানুষের তুলনা হয় না। কোন দিন হবে কিনা জানি না। বলাযায় বাংলাদেশের একটা সিনোনেইম হল শেখ মুজিব। কিন্তু নিন্দুকের নিন্দা আর হত্যাকারীর হত্যা কোন কিছুরই বাইরে থাকতে পারেননি তিনি। দূর্ভাগা আমরা জেনারেল জিয়ার মত (পরবর্তিতে সফল আর জনপ্রিয়) নেতাকেও করে ফেলেছি বিতর্কিত। তার মত সফল সেনা অফিসার, আর ঠিক সময় ঠিক যায়গায় থাকা ভাগ্যবান ব্যাক্তিকেও আমরা নামিয়ে ফেলেছি নিচ থেকে নিচে। একজন তার মহান বাবাকে তার কুশাসন দিয়ে বিতর্কিত করছেন আরেক জন তার উর্বর মস্তিষ্ক আর অদ্ভুত উপস্থিতি দিয়ে স্বামীকে ছোট করছেন। আমার বিশ্বাস প্রত্যকেটা বাংলাদেশীর এই দুইজনের কাছে ঋন আছে, আর একজনের কাছে পুরা বাঙ্গালিজাতীর ঋন আছে। তাদের প্রতি ভালোবাসাটা প্রতিটা বাংলাদেশীর মনে সত্য। আর মিথ্যা হল লোক দেখানো টাকা কামানো ঘৃনা গুলো। বেরিয়ে আসি আমরা সত্য মিথ্যার মিশ্রন থেকে। আর মিথ্যা জন্মদিন পালন করে কি লাভ? আপনার মৃত্যু দিবস হয়ত পালন হবে কিন্তু এই জন্মদিন তারেক জিয়াও মনে রাখবে না।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
এ্যামালগাম বলেছেন: একমত হবার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
ডরোথী সুমী বলেছেন: হুম! কথা ঠিক।