নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমি না, আমি আপনি, ভেবে বলুন, আমি আছি

এ্যামালগাম

মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!

এ্যামালগাম › বিস্তারিত পোস্টঃ

এ্যমা্লগাম-৭ (স্বপ্ন)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩



ঘুম থেকে উঠেই বৌকে জিজ্ঞাসা করলাম। বাই ডেক্সট্রিটি আছে এমন কাউকে চিনত কিনা। বৌ বলল হাঁ আমাদের কামাল স্যার ঐরকম ছিলেন। কিন্তু ব্যাপারটা সেটা না, আমি স্বপ্নে দেখলাম, আমার বৌ ঐ রকম এক যুবকের প্রতি দূর্বল। যদিও স্বপ্নেও আমি ওর সাথেই ছিলাম। যাইহোক খটকাটা ভালো লাগছে না। ক্লাইমেক্সের সময় ও যখন হুহু করে উঠে, হাতের কাছে যাকিছু আছে ছুড়ে ফেলতে চায়, ছিরে ফেলতে চায় আমাকে খামচি বসিয়ে দেয় তখন আমার ভালো লাগে। আর এই ভালো লাগা আমার কন্টিনিউ করে এমন ভাবে যে মনে পরতেই থাকে, আগামীটার আগে পর্যন্ত। কিন্তু গতকাল সন্ধ্যায় ওর চরম সুখ হল ও আমাকে এর পরেও অনেক আদর করল কিন্তু আমার মনে হচ্ছিল আমি বিকট এক পরিশ্রমের কাজ করছি! কখনো এমন হয় না। এমনটা চাই না। নতুন ক্লোজআপের নাচানাচি এ্যডটা ভালো লাগেনা। মহিলার নাচানাচি বড়ই অন্যরকম লাগে। মনেহয় আমার সাথে কিছু একটা করছে। ঐ এ্যডটা আর দেখবো না। আজকের ক্লাইমেক্সের বা আগামী ক্লাইমেক্সের অপেক্ষায় আছি, বাই-ডেক্সট্রিটিটা ভুলতে হবে। আমি জানি আমি ভুলতে বাধ্য।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

এ্যামালগাম বলেছেন: :| :| :| :| :|

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

এ্যামালগাম বলেছেন:
কি সব আবলতাবল যে লিখ? পাবলিতো মন্তব্য করতেও লজ্জা পায় :!> :!> :!>

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬

নীল ভোমরা বলেছেন: মন্তব্য নিস্প্রয়োজন!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

এ্যামালগাম বলেছেন: হয়তবা তাই B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.