নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমি না, আমি আপনি, ভেবে বলুন, আমি আছি

এ্যামালগাম

মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!

এ্যামালগাম › বিস্তারিত পোস্টঃ

এ্যমালগাম-১০ (ইয়ামি)

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

ইয়ামি কি ইয়ামি। ইয়ামির সার্থকতা ইয়ামি হওয়ার মধ্যেই। এমনি হালচাল আজকের দিনকালে। শুধু ইয়ামি গৌতম না আরো হাজার হাজার সুন্দরী সফল সোবিজনেস ওমেনদের মনে এক আহাজারিতে আছে মাতৃত্ত্ব আর পরিবারের স্বাভাবিক জীবনের বিষর্জন। আসলে কতটা সফলতা আর কোন সফলতার 'বিনিময়' একটা সুখি পরিবার বা মাতৃত্ত্ব হতে পারে তা হয়ত কেউ জানেন না। আমাদের দেশের মোনালিসা , বাঁধন, অপি কিংবা বিন্দুর মত আরো হয়ত ডজন খানেক সফল সুন্দরীদের পাওয়া যাবে যারা শুধু কিশোর যুবকদের দোষ ওয়ালা স্বপ্নের অংশকরে ফেলেছেন নিজেদের, হয়ত বাস্তবে তাদেরচেয়ে সুন্দরী এবং গুনী এমন যুবতী কিশোরী দের আফসোসের কারন হয়ে গেছেন কিন্তু নিজেরা রয়েগেছেন জীবনের অনেক মৌলিক সুখ বা ভালোবাসা থেকে বঞ্চিত। বঞ্চিত হয়েগেছেন এজন যুবকের সুন্দর স্বপ্নের অংশ হতে পারা থেকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

এ্যামালগাম বলেছেন: নারীবাদী দের ভালো লাগবেনা গাধা।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

এ্যামালগাম বলেছেন: উনারা বিবেচ্য নয়। উনারা মানুষ নন, উনারা শেয়াল কিংবা লেজকাটা শেয়ালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.