নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

চীন চায় পাকিস্তান ভারত যুদ্ধ লাগাতে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯


যখন সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে সর্ব গোটা বিশ্ব চুপ। ঠিক তখনই পাকিস্তানের দিকে পূর্ণ সমর্থনের হাত বাড়িয়ে দিলেন চীন। পাকিস্তানের বিরুদ্ধে কোন বহিরাগত আক্রমণ হলে সাহায্যের আশ্বাস বার্তাও দেয়া হয়েছে চীনের পক্ষ থেকে।গত 'ক'দিন ধরে ভারত_পাকিস্তান সীমান্ত নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। তবে যদিও এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি চীন । আর এ সুযোগেই আগ বাড়িয়ে পাকিস্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা তুলে চীন যে বার্তা দিলেন তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। লাহোরে চীনের কনসাল জেনারেল ইউ বোরেনকে উদ্ধৃত করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে। সেই বিবৃতিতে বোরেনের যে উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে তা হলঃ “কোন রকম বহিরাগত হামলা হলে আমরা পাকিস্তানকে সব রকম সমর্থন দেব।”

এখানেই শেষ না কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বোরেন। তারা বলেছেন“কাশ্মীর ইস্যুতে আমরা পাকিস্তানের পাশে আছি এবং থাকব। নিরস্ত্র কাশ্মীরিদের দমন পীড়নের এখনও কোন বিচার হয়নি। কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া উচিত কাশ্মীরে বাসিন্দাদের ইচ্ছা মেনেই।’’

পাকিস্তানি সংবাদ মাধ্যম সূ্ত্রে জানানো হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ চীনা কূটনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় এই বার্তা দেয়া হয়েছে বেইজিংয়ের পক্ষ থেকে।অন্যদিকে নয়াদিল্লি মনে করছে আসলে ভারতীয় সেনা হামলা করতে পারে বলে আগাম আশঙ্কায় ভুগছে পাকিস্তান। তাই আগে থেকেই গ্রামগুলো খালি করে কৌশলগত অবস্থান নিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে। চীন নিজে সরকারিভাবে এই নিয়ে কিছু বলেনি। কিন্তু চীনের কূটনৈতিক কর্তাকে উদ্ধৃত করে পাকিস্তান পাল্টা চাপ তৈরি করে রাখছে ভারতের উপর এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

হাকিম৩ বলেছেন: লাগুক যুদ্ধ আর যুদ্ধ লেগে ধংশ হয়ে যাক ভারত-পাকিস্তান। :(

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভালো বলেছেন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: হাকিম৩ ভাই ভারত পাকিস্থান ধ্বংস হলে বাংলাদেশ ও বাকি থাকবে না...

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হাকিম ভাই, ভারত পাকিস্তান ধংস হলে আমরা কোথায় যাবো....

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

আদর্শ সৈনিক বলেছেন: চিন কোন দেশ?

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৬

হাকিম৩ বলেছেন: সামিউল ইসলাম বাবু ভাই যে বাংলাদেশে আমরা এখন আছি বাংলাদেশ না অন্যকোন দেশ বলা বাহুল্য আর মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ ভাই আমরা কোথাউ যেতে না পারলেও অন্তত বঙ্গ সাগরে ঢুবে মরতে পারবো। ;)

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৯

ঠ্যঠা মফিজ বলেছেন: বুঝা যাচ্ছে অবস্থা উত্ততেজিত।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

বিছিন্ন উদয় বলেছেন: ভারত পাকিস্তান যুদ্ধ হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে তবে এখনো বুঝছি না কিসের স্বার্থে চীন পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে
?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.