নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আমি এই হামলার সঠিক বিচার দেখে মরতে চাই (বদরুলের মায়ের কথা)

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫


বদরুল আমার সন্তান হতে পারে না। আমি এই বদরুলের মা না । আমি এই ঘটনার উচিত বিচার চাই। হামলাকারীর শাস্তি দেখে মরতে চাই,এমনটিই বললেন খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে ক্ষত বিক্ষত করা বদরুল আলমের গর্ভধারিনী মা দিলারা বেগম।
বদরুলের মা দিলারা বেগম বলেন,নার্গিসের ওপর হামলার পর গণপিটুনির শিকার হয়ে গুরুতর অবস্থায় তার ছেলে বদরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর তারা পেয়েছেন। কিন্তু বদরুলের পৈশাচিক কর্মকাণ্ডের কারণে তারা এতটাই লজ্জিত এবং বিব্রত যে পরিবারের কোন লোকজন বদরুলকে হাসপাতালে পযন্ত দেখতে যাননি ।
বদরুলের মা কাঁদতে কাঁদতে বলেন আমি অভাবী মানুষ। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাকে লেখাপড়া শিখিয়েছি। বিদেশ থেকে আসার পর তার বাবা অসুখে পড়ে জমি,জমা যাছিল সব বিক্রি করে দেন। ভালো ছাত্র ছিল তাই সংসারে সবাই তার দিকে তাকিয়ে ছিল। অনেক আশা ভরসা ছিল তার উপর। কিন্তু এটা কী করলো বদরুল ? এটা আমার সন্তান হতে পারে না। আমি এই হামলার সঠিক বিচার দেখে মরতে চাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০০

শরতের ছবি বলেছেন: কোন মা-ই সন্তানকে অপরাধী দেখতে চায় না । এমন মাকে কি-ই বা বলে শান্তনা দেবেন ? ভাষা নেই ! নির্বাক হই বারে বারে ,মনুষ্য জগতে ।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শান্তনা দেয়ার ভাষা নাই। |-)

২| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: দিলারা বেগম কি বিচার দেখে যেতে পারবেন !!

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত এ যুগে সম্ভব না,আবার পূর্ণ জন্ম নিতে হবে ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১১

রক্তিম দিগন্ত বলেছেন:
বদরুলের মা বুদ্ধিমতি মহিলা। তাই নিজের ছেলের কথা না ভেবে, শুধু অপরাধীর বিচারকেই প্রাধান্য দিলেন। স্যালুট হার।

অভাবী পরিবারের সন্তানরা উচ্চ শিক্ষায় আসলেই কখনো উচ্চ শিক্ষিত হতে পারে না। জানিনা কেন এমন হয় - কিন্তু সবসময়ই বাগড়া এইসবই করে। সন্তানরা কখনোই বুঝতে চায় না যে তাদেরকে বড় জায়গায় পৌছানোর জন্য তার বাবা-মায়েরা কত কষ্ট করছে।

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মধ্য ফ্যামেলির ছেলে মেয়েদের জন্য এ কারনে কষ্ট লাগে ।আসলে তারা বুঝার চেষ্টা করে না যে তাদের প্রতিটি সন্তান বা ভাই,বোন,দের জন্য তাদের বাবা,মা,ও গার্জেনদের কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় । কতটা সময় তাদের পিঁছনে ব্যায় করতে হয় ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৫

মামুন ইসলাম বলেছেন: বদরুলের মা সত্য্যয় একজন মহৎ নারী ও মা।

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বদরুলের মা সত্য্যয় একজন মহৎ নারী ও মা। ঠিক বলেছন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.