![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখে আমার দুঃখের জ্বল
করে ঝিকিমিকি ছলছল ।
মুখে আমার সুখের হাসি
বুকে আমার দুঃখের কল ।
প্রেম বিরহে কান্দে হিয়া
বড় ভুল করেছি বন্ধু
না জেনে তোরে আমার সরল মনটা দিয়া ।
তাইতো আমি পেলাম বন্ধু
প্রেমের অংকে শূন্য ফল ।
চোখে আমার দুঃখের জ্বল
করে ঝিকিমিকি ছলছল ।
মুখে আমার সুখের হাসি
বুকে আমার দুঃখের কল ।
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যে দিনকাল পড়েছে ভাই সবাই এখন রাজনীতি নিয়ে
লেখতে ভয় পাচ্ছেন ; তাই প্রেম ভালোবাসার ছড়াছড়ি ।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: "মুখে আমার সুখের হাসি
বুকে আমার দুঃখের কল ।"
মুখে হাসি, বুকে দুঃখের কল? বিষয়টি কেমন জানি উলটা পাল্টা হল না?
এটা কি সম্ভব, মুখ দিয়ে সুখের হাসি ফুটবে আবার একই সময়ে বুকে দুখের কল দিয়ে দুখ দরদর বের হবে!
কেমতে পারেন?
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাদের দোয়া আছে বলে পারি না হলে সম্ভব হতো না ।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০২
মিহির শুভ বলেছেন: নিপুণ অভিনয়।
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু সবই অভিনয় । অভিনয় ছাড়া আছে কি ।অভিনয় করতে করতে কত মানুষ স্টার হয়ে গেল ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৩
ধ্রুবক আলো বলেছেন: এতো নিরাশা কেন!!!!?
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম আমি কেন নিরাশ হমু কবিতার ভাষা কিছুটা নিরাশ হয়েছে ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭
অরুনি মায়া অনু বলেছেন: বাহ দারুণ গীতি কবিতা
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ অণু আপু ।শুভ রাত্রি ।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২
লেখা পাগলা বলেছেন: দারুণ হইছে মামা ।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ পাগলা ভাই
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৩
মামুন ইসলাম বলেছেন: মনে হচ্ছে গীতি কাব্য লেখছেন হাসু ভাই ।
চমতকার হয়েছে ।
২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম ভাই ।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লেগেছে কবিতা ।
২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগের গান, কবিতা, ছড়ায় একটা বিষয় প্রকাশ পাচ্ছে যে, প্রেমিকেরা নিরাশ; বাংলায় কি হচ্ছে?