নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

"তিনি একজন যুদ্ধবাজ রাজা"

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫


মৌলে ইসমাইল ইবনে শরীফ ছিলেন মরক্কোর অ্যালৌউত বংশের প্রথম দ্বিতীয় শাসক। অন্যান্য বংশের মতোই ইসমাইলও নিজেকে মুহাম্মাদের (সাঃ) বংশধর হিসেবে দাবি করেছেন। তার দাবি অনুসারে তিনি মুহাম্মাদের নাতি হাসান ইবনে আলির বংশধর। তাছাড়াও ইসমাইলের নিজের দেশে তিনি যুদ্ধবাজ রাজা নামেও পরিচিত।ইসমাইল সিংহাসনের আরোহন করেন তার সৎ ভাই আল-রশিদের মৃত্যুর পর। তিনি তার ঘোড়া থেকে পড়ে মারা যান। ইসমাইলের অভিষেক ঘটে মাত্র ছাব্বিশ বছর বয়সে। তখন তার দেশ বিভিন্ন উপজাতির মধ্যে যুদ্ধ, অন্তর্কোন্দল, ও রাজত্বের দখল সংক্রান্ত প্রতিকূলতায় পর্যদুস্ত। তার শাসন কাল ছিলো ১৬৭২ থেকে ১৭২৭ পর্যন্ত। ইসমাইলকে বলা হয় পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে বেশি সন্তানের পিতা। তিনি ৫২৫ পুত্র ৩৪২ কন্যাসহ মোট ৮৬৭ জন সন্তানের জন্ম দিয়েছিলেন।মেকেনেস নামের যে রাজধানী শহরটি তিনি তৈরি করেছিলেন, তাকে তার মাত্রাতিরিক্ত অপচয়ের কারণ মরক্কোর ভার্সেইলি বলে অভিহিত করা হতো। এই শহর তৈরিতে ব্যবহৃত কিছু পাথর প্রাচীন রোমান ধ্বংসাবশেষ থেকে লুট করে আনা হয়েছিলো।মৌলে ইসমাইলের সময়কালেই মরক্কোর রাজধানী শহর ফেজ থেকে মেকেনেসে স্থানান্তর করা হয়।
সূত্রঃ ইন্টারনেট।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



রাজা, নাকি মানুষ তৈরির কারখানা?

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: তথ্যসুত্র, বা লিংক দেওয়া যাবে কি?

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০

রায়হানুল এফ রাজ বলেছেন: তিনি ৫২৫ পুত্র ৩৪২ কন্যাসহ মোট ৮৬৭ জন সন্তানের জন্ম দিয়েছিলেন।অবিশ্বাস্য।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আআমারও মনে হয়। :)

৫| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮

মোস্তফা মারওয়া বলেছেন: তার বিবি কতোজন ছিলো এটা জানতে পারলে বুঝাযেতো আসলে কি এতো সন্তান ছিলো!

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.