নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর শুরু থেকেই ইবলিশের কাজ ছিল যুক্তি দেখান !

১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬


পাক কুরআনে সূরা আল-বাক্বারাহ
৩৪ নং আয়াতে বলা আছে ‘’এবং যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম, "তোমরা আদমকে সিজদা কর"। তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করেছিল,সে অমান্য করলো ও অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।

সর্ব প্রথম আদম (আঃ) কে সিজদা করতে বলা হলে ইবলিস বলেন বা যুক্তি পেশ করেন আল্লাহুর সামনে (আমি বা আমায় ধোঁয়াহীন আগুন থেকে বা আগুনের বিশুদ্ধ শিখা থেকে তৈরি করেছে,আর আদম (আঃ) বা (মানুষ) মৃত্তিকা বা কাদা মাটি দ্বারা তৈরি,করেছেন আমি তার
থেকে অনেক বেশি গুনেরও অধিকারী তাহলে আমি আদমকে কেন সিজদা করবো ? এক কথায় এটা ছিল মানুষ সৃষ্টি করার পর আল্লাহুর সামনে ইবলিসের প্রথম যুক্তি তর্ক শুরু ।

এখনো ঠিক একই রকম চলছে,কোন স্থানে আল্লাহুর পাক পবিত্র কোরআন নিয়ে বললে একজন অপরজনকে বিজ্ঞান এই সেই আবুল তাবুল
কত ধরনের যুক্তি তর্ক পেশ করেন,যা প্রায় হুবহু ইবলিস শয়তানের আওতা ভুক্ত বলা যায় বা তাদের কার্জলাপে স্পষ্ট ফুঁটে ওঠে তারা যে
শয়তানের পুজারী ।

পবিত্র কুরআনে সূরা আল-বাক্বারাহ এর কয়েকটি আয়াতে বিশ্বাসী এবং অবিশ্বাস মানুষের উদ্ধেশ্যে আল্লাহু কি বলেছেনঃ
কোরআন এর ওপর বিশ্বাস আনায়নদের উদ্ধেশ্য করে যা বলা হয়েছেঃ
আয়াতঃ১ আলিফ-লাম-মীম।
আয়াতঃ২ এটা ঐ গ্রন্থ যার মধ্যে কোনরূপ সন্দেহ নেই,আল্লাহ্‌ ভীরুদের (পরহেজগারদের) জন্যে এ গ্রন্থ হিদায়াত বা মুক্তিপথের দিশারী।
আয়াতঃ৩ যারা অ-দৃষ্ট বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে, এবং সালাত প্রতিষ্ঠিত করে ও আমি তাদেরকে যে জীবনোপকরণ দান করেছি তা হতে ব্যয় করে থাকে।

আয়াতঃ ৪ এবং যারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল, তদ্বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে।
আয়াতঃ ৫ এরাই তাদের প্রভুর পক্ষ হতে প্রাপ্ত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই সফলকাম।

অবিশ্বাসীদের বিষয় যা বলা হয়েছেঃ
আয়াতঃ ৬ নিশ্চয় যারা অবিশ্বাস করেছে, তাদের তুমি সতর্ক কর বা না কর, উভয়টা তাদের জন্য সমান, তারা বিশ্বাস স্থাপন করবে না।
আয়াতঃ ৭ আল্লাহ্‌ তাদের অন্তরসমূহের উপর ও তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি।

সূত্র: সূরা আল-বাক্বারাহ এর কয়েকটি আয়াত থেকে নেয়া ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


যুক্তি হলো লজিকের অংশ; যুক্তির বাহিরে কোন কিছু মানুষ সাধারণত গ্রহন করে না।

১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওই হলো ঘুরে ফিরে সেই একই কথা,পৃথিবীর শুরু থেকেই ইবলিশের কাজ ছিল শুধু যুক্তি দেখানো । আর এখন
মানুষের মধ্যেই সেই ইবলিস ডুকে পড়েছে । :(

২| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: খুব ভালো বলেছেন হাসু ভাই ।

১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই।

৩| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


যুক্তিহীনরা ধর্ম, কর্ম সবকিছুই ধ্বংস করেন, মনে হয়; তাদের কারণেই হয়তো, ২ লাখ ২৪ হাজার নবী, রসুল পাঠানো হয়েছিল।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই । না আর কোন তর্ক নয়, আপনি কিন্ত ধর্মের চেয়ে রাজনীতি ভালো বুঝেন ।

৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

কাল্লে জাকোলা বলেছেন: আপনি যুক্তি এবং কুযুক্তিকে এক করে ফেলেছেন। ধর্মে যুক্তি ব্যবহার করা হয়ছে। সেটা পবিত্র গ্রন্হগুলো পড়লেই নিশ্চিত হবেন।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোথায় লেখা আছে বলুন ।আমি কোরআন থেকে কয়েকটি আয়াত শেয়ার করলাম ।

৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

রাবেয়া রাহীম বলেছেন: কাল্লে জাকোলা বলেছেন: আপনি যুক্তি এবং কুযুক্তিকে এক করে ফেলেছেন। ধর্মে যুক্তি ব্যবহার করা হয়ছে। সেটা পবিত্র গ্রন্হগুলো পড়লেই নিশ্চিত হবেন।

চাঁদগাজী বলেছেন:
যুক্তিহীনরা ধর্ম, কর্ম সবকিছুই ধ্বংস করেন, মনে হয়; তাদের কারণেই হয়তো, ২ লাখ ২৪ হাজার নবী, রসুল পাঠানো হয়েছিল।


ইসলামিক কোন বিষয় নিয়ে লেখা প্রকাশের আগে সব দিক বিবেচনা করে তারপর দেওয়া উচিত। অন্যথায় বিভ্রান্ত হয় পাঠক। বিভ্রান্ত পাঠক আগ্রহ হারিয়ে ফেলে।

ধন্যবাদ।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন আপু তবে শুধু লেখকি নয় মন্তব্য কারীকেও বেশ সতর্ক অর্থাৎ উভয় পক্ষকেই সতর্ক অবল্মবন করা উচিত।

৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২

নিশি মানব বলেছেন: যুক্তি আর কুযুক্তি দুইটা দুই ধরনের।
সব জায়গায় যুক্তি খাটেনা আবার যুক্তি ছাড়া সব কিছু চলেনা।
যুক্তি প্রয়োগের আগে ভেবে দেখতে হবে কোথায় যুক্তি পেশ করা প্রয়োজন। আর কোন যুক্তি নিস্প্রয়োজন। এসব না বুঝলে আপনার উচিৎ সর্বস্হায় মৌনতা অবলম্বন করা। নইলে আপনার বুলি অযথাই অশান্তি সৃস্টি করবে।

ইবলিশের যুক্তি বাস্তবসম্মত ছিলো কিন্তু সেটা অগ্রহনযোগ্য। আর এগুলোর উপর অটল থাকাটাই অপরাধের। কারন কারোর অধিনস্ত হওয়া মানে তার সব কিছু আপনার মেনে নেওয়া। এখানে যদি আপনি বাড়তি কিছু করেও পার পেয়ে যান তাহলে ধরে নিতে হবে আপনাকে করুনা করা হয়েছে অথবা সুযোগ দেওয়া হয়েছে। চাই সেটা ক্যান্টনমেন্টের সৈনিকের ক্ষেত্রে হোক বা কোন মাল্টিন্যাশনাল কোম্পানীর পিওনের ক্ষেত্রে হোক।

আর ধর্মীয় পোষ্ট দেওয়ার আগে একশতবার ভেবে চিন্তে দিবেন। এমনভাবে দিবেন যাতে কেউ সুযোগ নিতে না পারে।
ব্লগে সব ধরনের মানুষদের আনাগোনা। এখানে আপনি একটা পোস্ট দিলে কেউ আপনাকে সমর্থন দেবে আবার অনেকে আপনার বিরোধিতা করবে। আবার কিছু হুজুগে মানুষ আছে এদের কাজ হলো অযথা অনর্থক স্রোতের বিপরীতে যাওয়া। এখানেই তারা নিজেদের অজান্তে নিজ ধর্ম থেকে বিচ্যুত হয়ে যান। এদের ব্যাপারে সতর্ক অবলম্বন করা। কারন আপনি ধর্মের কথা বলেন মানুষকে ধর্মীয় পথে আনার জন্য, ধর্মীয় অনুসারীদের অনিচ্ছায় বহিস্কার করার জন্য নয়।

গাজী দাদা,
আপনার কথাটাই ঠিক। এ কারনে এই দুই লক্ষ চব্বিশ হাজার রাসুলেরা যুক্তির মাধ্যমে সোনার মানুষ গড়ে তুলেছেন। পথহারাকে পথ দেখিয়েছে।

৭| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: কুতর্কের মত জঘন্য বিষয় আর কিছু নেই।

৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৫

কানিজ রিনা বলেছেন: লজিক থেমে যায় যখন, মানুষ কেন শিশুথেকে
বুড়া হয়ে যাবে মানুষ কেন মরনশীল। জীব
বিজ্ঞানী যুক্তি দিবে মানুষ কেন মরনশীল।
চোখ কেন কাল কেন ব্রাউন। এটা জীব
বিজ্ঞান কখনও লজিক দেখাতে পারেনা।
কিছু ক্ষেত্রে লজিক খাটেনা। নারী কেন
মা হতে পারে পুরুষ কেন পারেনা এযুক্তি
খাটে না একজন জীববিজ্ঞানী কখনও
যুক্তি দেখাতে পারবেনা মানুষের দৈহিক
সৃস্টির রহশ্য কার হাতে। কিছু যুক্তি
থেমে যায় আপনা আপনি। আমি একটা
বেদানা ভেঙে তার ডিজাইন দেখে অবাক
আর জোড়া লাগাতে পারিনা। কেন পারিনা
এযুক্তি অপ্রাসংগীক। মানুষ ইবলিসে
পরিনত হয় যখন সৃস্টি কর্তাকে অশিকার
করা হয়। যে ধর্ম সুত্র অবিশ্বাস
করে। তার মনে কোন ভয় থাকেনা।
তখন সে নানা ধরনের অপকর্মে জড়িয়ে
পড়ে কারন তার ভয় নাই। ধন্যবাদ।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর বলবো আপু আমার বেশি কিছু বলার নাই । আমার মনে হয় এবং আমার দেখা ব্লগে প্রতেকটি
ধর্মীয় পোস্টে কম বেশি সকলের চেয়ে আপনার যাওয়া হয় এবং আপনি সেসব পোস্টে সুন্দর ও যুক্তিমূলক
মন্তব্যও করেন । কিন্ত আপু কিছু ব্লগার ভাই আছেন যারা এমন অযুক্তিক মন্তব্য করেন যা আসলে মন্তব্য না
লেখককে নিচু পর্যায় টেনে আনা ।ধন্যবাদ আপু ।শুভরাত্রী।

৯| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৮

নতুন বলেছেন: ভাই মানুষ চিন্তা করে বলেই মানুষ এতো দুর এসেছে।

যদি মানুষ যুক্তি দিয়ে চিন্তা না করতে পারতো তবে অন্য প্রানী থেকে ভালো কিছুই করতে পারতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.