নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় সংগীতশিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮


ষাট এবং সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। একুশে এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত এই গায়ক বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছেন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিএসএমএমইউ আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক জানিয়েছেন চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর শরীর। মাস চারেক ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন আবদুল জব্বার। শনিবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।আব্দুল জব্বার,সালাম সালাম হাজার সালাম,জয় বাংলা বাংলার জয়,তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়,সহ যেমন বহু জনপ্রিয় গানের শিল্পী ছিলেন,তেমন তিনি স্বাধীনতাযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিকও ছিলেন।

আবদুল জব্বারের পুরস্কার এবং সম্মাননা
(1)বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩)
(2)একুশে পদক (১৯৮০)
(3)স্বাধীনতা পুরস্কার (১৯৯৬)
(4)বাচসাস পুরস্কার(২০০৩)
(5)সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস - আজীবন সম্মাননা (২০১১)
(6)জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার ।

কোথায় আমার নীল দরিয়া,ছিলো আব্দুল জব্বারের প্রথম মৌলিক গানের অ্যালবাম,আর এই অ্যালবামের গীতিকার মোঃ আমিরুল ইসলাম এবং সুরকার ছিলেন, গোলাম সারোয়ার। ২০১৭ সালে অনলাইনে মুক্তি পেলে অ্যালবামটি সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়ে ওঠে।

তাছাড়াও যুুদ্ধের সময়কালে তিনি ও ভারতীয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন।তৎকালীন সময়ে কলকাতাতে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধাদের ক্যাম্প ঘুরে হারমোনি বাজিয়ে গণসঙ্গীত পরিবেশন করেছেন যা মুক্তিযুদ্ধাদের প্রেরণা যুগিয়েছে।তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে সেসময় বিভিন্ন সময় গণসঙ্গীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ রুপি দান করেছিলেন।

আল্লাহু তাকে সুস্থ করুন এই কামনা করি ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

বিজন রয় বলেছেন: আল্লাহু তাকে সুস্থ করুন এই কামনা করি ।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন এক মাত্র আল্লাহু,ই তার ভরসা।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: আল্লাহু তাকে তো নিয়েই নিবে।
তাহলে অত হা-হুতাশ করে কি হবে!!

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিজন রয় ভাই আমরা একদিন সবাই চলে যাবো কেউই চিরদিন পৃথিবীতে বেচে রবো না। তাই বলে আপনার
প্রিয় কোন মানুষ বা আপনার বাবা,মা,ভাই,বোন,কোন আত্মিয়স্বজন মারা গেলে কি আপনি দুঃখ না পেয়ে থাকতে
পারবেন ?

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮

মোস্তফা সোহেল বলেছেন: হা হুতাশ করে লাভ নেই বিজন দা।তবু মানুষ হা হুতাশ করে।
আর আমাদের একদিন সবাইকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই সত্য কথা থাকতে আসি নাই ভাই, চলে যেতেই আসা এই প্বথিবীতে ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: অামরা তার সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া করি।

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সৃষ্টি কর্তা তাকে সুস্থতা দান করুক ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১০

ঠ্যঠা মফিজ বলেছেন: আল্লাহু উনাকে সুস্থতা দান করুক ।

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই মোদের প্রাথনা ।

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯

ব্লগ মাস্টার বলেছেন: উনার মঙ্গল হয় যেন ।

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই কাম্য থাকল ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: প্রিয় কোন মানুষ বা আপনার বাবা,মা,ভাই,বোন,কোন আত্মিয়স্বজন মারা গেলে কি আপনি দুঃখ না পেয়ে থাকতে
পারবেন ?

পারতেই হবে।

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.