![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ২১শে সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটে গতি স্পিড কম থাকবে এর কারন হল দেশে এই প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলাচ্ছেন আর তাই এই তিনদিন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা কিছুটা সমস্যার সম্মুখীন হবেন। তবে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই সারাদেশে ইন্টারনেটের স্বাভাবিক গতিতে আবারো ফিরে আসবে। সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের বিএসসিসিএল ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সাবমেরিন ক্যাবল রিপিটারের মেরামত কাজ করা হয়। সেজন্য কিছু সময় লাগে। এই তিনদিন ১ হাজার ২৬০ কিলোমিটার লম্বা এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবল রিপিটার মেরামত করা হবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে ভাই।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১১
ঠ্যঠা মফিজ বলেছেন: তাহলে কেমনে হবে হাসু ভাই ?
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সাময়িক সমস্যা কোন ব্যাপার না সব ঠিক হয়ে যাবে ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫
মামুন ইসলাম বলেছেন: চমৎকার সংবাদ ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
বারিধারা বলেছেন: 'ইন্টারনেট স্প্রিট' - এইটা কি ভাই? খায় না মাথায় দেয়?
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: স্প্রিট না। এটা হবে স্পিড।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
উচ্চারন ঠিক করেন।
স্প্রিট না। এটা হবে স্পিড।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই সহযোগিতা করার জন্য ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১ম হোক আর ২য় হোক ব্যাপার না,
ব্যাপার হলো ১ হাজার ২৬০ কিলোমিটার লম্বা এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবল
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনশাল্লাহ নূরু ভাই সব ঠিক হয়ে যাবে ।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) চলতি বছরের ৬ অক্টোবর থেকে তিন দিন বন্ধ থাকবে। প্রথম অবস্থায় এ মাসেরই ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত মেরামতের দিন ঠিক হলেও পরে তা বদলে এখন ৬ থেকে ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মেরামতের জন্য ক্যাবলটি এ সময় পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। এতে ওই সময় গ্রাহকদের ইন্টারনেট সেবায় ধীরগতিসহ সংশ্লিষ্ট কিছু কাজে সমস্যা হতে পারে। গত ১২ বছরের মধ্যে এই প্রথম ক্যাবলটি শাট ডাউন হচ্ছে বলে জানিয়েছেন সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। সংশ্লিষ্টরা জানিয়েছেন সি-মি-উই-৪-তে বঙ্গোপসাগরের ভেতরে রিপিটার বদলাতে হচ্ছে। ফলে ক্যাবলটিকে বঙ্গোপসাগরে বন্ধ করে তারপরই মেরামতের কাজ করতে হচ্ছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১০
ভাললাগে না বলেছেন: এইটা কোন ব্যপারই না। আসল প্রশ্ন হল নেটের দাম কি কমবে না!? সরকার চাইলে মোবাইল কল রেটের মত নির্ধারন করতে পারে। আর আমাদের ব্যান্ড উইথ কি সম্পূর্ণ ব্যবহার করতে পারব!? পারলেও সেটা কবে!?