নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মা জাতির মন এত নরম তবে স্ত্রী জাতির মন এত গরম কেন ?

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:৩৭


আজ কাল বেশির ভাগ পত্রিকার হেডলাইন এবং প্রধান খবরই হচ্ছে স্ত্রী'র হাতে হয় স্বামী নয়ত স্বামীর
হাতে স্ত্রী মাডার মানে সোজা বাংলায় খুন ।একদিকে দেশে রোহিঙ্গাদের দুঃখে সংবাদ পড়তে পড়তে
এমনেই মন খারাপ তার ভিতর আবার এসব খুনাখুনী ।
আজ দেখলাম মানব কন্ঠের হেডলাইনে একটি সংবাদ
স্বামীকে হত্যার পর শয়ন ঘরে পুঁতে রাখল স্ত্রী

সংবাদের অংশ বিশেষঃ
স্বামী হলো বগুড়ার গাবতলী উপজেলায় জাকির হোসেন বিপু বয়স আনুমানীক ৪০ বছর ।এই স্বামী'কে আগে হত্যা করেছেন তারই নিজ স্ত্রী, পরে স্ত্রী তার স্বামীর লাশ শয়ন ঘরের মেঝেতে পুঁতে রাখেন । ঘটনার তিনদিন পর ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন ওই থানাধীন পুলিশ।
আমি পুরুষ হয়ে পুরুষের সাপট করছি না কেননা আমি জানি আমাদের পুরুষদের মনে যেমন ভালোবাসা আছে তেমনি রাগ ক্ষোপও আছে ।
তবে আসলে কোন হত্যাকাণ্ডই কোন কিছুর সঠিক সমাধানে আনতে পারে না।
কথা হল নারীরাই বা পুরুষদের কত অত্যাচার সহ করবে ? আর পুরুষই বা নারীদের কত নিরব অনিরব নির্যাতন সহ করিবে ?
তাই বলে আইন উদ্ধে কেহ না সুতারাং আইন নিজ হাতে তুলে নিয়ে নারীই কি পুরুষই কি এসব হত্যা খুনাখুনী ঠিক কাজ না ।
যেমন বগুড়ার এই ঘটনাতা আমরা একটু মনযোগদিয়ে পড়লেই অনেক কিছু বুঝতে পারমু ।
৯ বছর আগে বগুড়া খান্দার বিলপাড়া এলাকায় মায়ের সঙ্গে ভাড়া থাকাত তার মেয়ে বানু আকতার আর তখন বানুর সঙ্গে জাকিরের পরিচয় হয় আর সে পরিচয় থেকে একটি সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে একটি সময় তাদের বিয়ে হয়। সংসার জীবনে জাকির এবং বানু আকতারের দুটি মেয়ে সন্তানও হয় যার মধ্যে এখন একটির বয়স ৮ বছর অপরটির বয়স প্রায় দুই বছর।
বানু আক্তার যতটুকো বলেন,বিয়ের পর হতেই তাদের মধ্য সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। মাঝে মধ্য অমানবিক নির্যাতন এবং জ্বালা-যন্ত্রণাও নাকি করত স্বামী জাকির হোসেন। আর তা সহ্য করতে না পেরে তাদের সংসার বিচ্ছেদ হয়েছিলও নাকি একবার। স্বামী জাকির রং মিস্ত্রির কাজের পাশাপাশি, ইয়াবা ব্যবসা, ছিনতাই এবং জিনের বাদশা সেজে মোবাইলের মাধ্যমে প্রতারণা করে টাকা আদায় করত বিভিন্ন মানুষের কাছ থেকে।হত্যায় দায় স্বীকার করে বানু আক্তার পুলিশকে জানান, গত ২৭ সেপ্টম্বর বুধবার রাতের খাবার শেষে নেশাগ্রস্থ জাকির যখন ঘুমিয়ে পড়েন তখর বানু আকতার ইসবগুলের শরবতের সাথে ৫/৬টি ঘুমের ওষুধ মিশিয়ে জাকিরকে ঘুম থেকে ডেকে পান করায়। জাকিরের আগে থেকেই ঘুমের ওষুধ ও ইসবগুলের শরবত খাওয়ার অভ্যাস ছিল। রাত ১টায় ঘুমে অচেতন স্বামী জাকিরকে বানু আকতার লোহার পাইপ দিয়ে নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি নির্যাতন করে। এতেও যখন মৃত্যু হচ্ছিল না, তখন গামছা দিয়ে স্বামী জাকিরের গলায় ফাঁস লাগিয়ে নাক-মুখ চেপে ধরে হত্যা নিশ্চিত করে। তারপর শয়ন ঘরের বিছানা থেকে লাশ টেনে মাটিতে নামিয়ে খাটের নিচে মেঝেতে গর্ত করে পুঁতে রাখে মাটির পল্ট্র লেপে দিয়ে ঘরের মেঝে স্বাভাবিক অবস্থায় রেখে ঘর তালাবন্ধ করে রাখে। বড় মেয়েকে অন্যত্র পাঠিয়ে বানু আক্তার স্বামীকে হত্যার পর থেকে ২৩ মাসের সন্তানকে নিয়ে পাশের ঘরে রাত্রিযাপন করতে থাকে। বাড়িতে বানু আকতার একা থাকার কারণে দুই দিন সে বাড়ির বাইরে বের হয়নি। ৩য় দিন শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে বানু আক্তার নিজেই গ্রামের লোকজনকে সংবাদ দেয়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে বানু আকতার স্বমী জাকিরকে হত্যার রহস্য নিজ মুখে স্বীকার করেন।
আচ্ছা জাকির কি বিয়ের পরে নেশা শুরু করেছিল নাকি বিয়ের আগেই নেশা করতো জাকির ?
যোদি বিয়ের পর থেকে নেশাগ্রষ্ঠ হয়ে থাকে জাকির তাহলে নিশ্চয় কোন না কোন কারন আছে হতে পারে সে কারন
জাকিরের স্ত্রী বা স্ত্রী'র কোনও দোষ ।
আর যোদি বিয়ের আগে থেকেই জাকির খারাপ ছিল তাহলেতো অবশ্যই তার স্ত্রী জেনেশুনেই জাকিরকে বিয়ে করেছিল ।
তাহলে স্বামীর সব দোষ জেনে শুনে যখন একজন নারী একজন পুরুষের কাছে বিয়ে বসেন তখন একজন নেশাগ্রষ্ঠ সন্তানের প্রতি যেমন
একজন মায়ের দায়ীত্ব থাকে তেমন একজন নেশাগ্রষ্ঠ স্বামীর প্রতি তার স্ত্রী'রই কিন্ত দায়ীত্ব থাকে ।
আসলে এখানেই প্রমান হয় একজন মায়ের মন যেমন নরম হয় একজন স্ত্রীর মন কখনই তেমন নরম হয়না ।বিশেষ করে
এখনকার যুগে যারা বিবাহিত পুরুষ আছেন তারাই ভালো করে বলতে পারবেন তাদের স্ত্রী'রা মায়ের জাত হলেও মায়েদের মত
তাদের মনটি নরম হয় না ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:১২

কানিজ রিনা বলেছেন: মেয়েদেরও দেখি আজকাল খুনের হাত
উন্নতি হচ্ছে।
বছরে এমন দুইচার ঘটনা দেখা যায়
পরকীয়ার পুরুষ উস্কানি দিয়ে বা হেল্প
করে স্বামীকে খুন করার জন্য।
আবার পরোকীয়ার তরে নিজের সন্তাকে
মা খুন করে এরম প্রায়ই ঘটে।
ছেলেদের পাশাপাশী নারীর অবনতী বহুগুনে
বেড়েছে।
তবে পেপার খুললে প্রতিদিন যত বেশী নারী
স্বামীর হাতে যৌতুক বা অন্যান্য কারনে বলি
হয়। সেইদিকে নারীরা অনেক কম। তবে
ভবিষ্যতে নারীরা আরও উন্নতি হওয়ার সম্ভাবনা
কারন বিচার ব্যবস্তা ঢিলে। ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দশ কথার এক কথা শেষে আসল কথাটাই বলেছেন আপু আমিও সহমত
তবে
ভবিষ্যতে নারীরা আরও উন্নতি হওয়ার সম্ভাবনা
কারন বিচার ব্যবস্তা ঢিলে।

আমাদের দেশের বিচার ব্যবস্থা যতদিন ভালো না হবে ততদিন সব অপরাধের অপউন্নয়ন ঘটবে ।
শুভরাত্রী আপু।

২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে দরিদ্র মানুষেরা বন-মানুষের মত জীবন যাপন করছে, সরকার ও সমাজ তাদের নিজে মাথা ঘামায় না; ফলে, মানুষ কি করছে, বুঝা মুশকিল।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছন ভাই । সহমত

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২০/২৫ বছর পর বর্তমান স্ত্রীরা যখন মা জাতি হবে তখন যে কী অবস্থা হবে কে জানে...

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝা মুশকিল।

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

ওমেরা বলেছেন: মা হতে হয় নিজে সন্তান জন্ম দিয়ে , আর স্ত্রী হতে হয় অন্যের সন্তানের তাই ।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই বুঝি পরে ছেলেদের সাইজ করতে আপনাদের ভালো লাগে ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

রুফাইদা তারান্নুম বলেছেন: লেখায় চিত্রায়িত মেয়েদের সংখ্যা কম

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা যেমন ঠিক তেমন সংখ্যা বেশি হতে বেশিদিন লাগবে না এভাবে চলতে থাকলে।

৬| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

ব্লগ সার্চম্যান বলেছেন: এর দায় কিন্তু দেশের বিচার বিভাগে এবং আইন রক্ষা কারী বিভাগের ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ।দরিদ্রটাও কিছু দায় আছে।

৭| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

ঠ্যঠা মফিজ বলেছেন: হাসু ভাই্য়ের মারদাঙ্গা পোস্ট ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.