![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে কক্সবাজার ক্যাবল ল্যান্ডিং স্টেশন হতে ১১৫ দশমিক ৪ কিলোমিটার দূরে স্থাপিত দ্বিতীয় রিপিটারটি প্রতিস্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে। আর সে জন্য পাওয়া সিডিউল অনুযায়ী আগামী ২৩শে অক্টোবর থেকে আনুমানিক ৩ বা ৪ দিন SEA-ME-WE-4 এর বাংলাদেশ অংশে বিএসসিসিএলএর সব সার্কিট বন্ধ থাকবে। আর তার ফলে আগামী ২৩শে অক্টোবর থেকে ২৭শে অক্টোবর পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। তবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড বিএসসিসিএল আরও জানিয়েছেন সে সময় SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবল এবং আইসিটি অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে। ফলে দেশের ব্যান্ডউইডথ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই বড় চিন্তার বিষয়।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০০
ব্লগ সার্চম্যান বলেছেন: @রেইড ইন স্কাই বলেছেন ইন্টারনেট না থাকলে আমরা কি খেয়ে বাঁচব
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই বড় চিন্তার বিষয় ভাই।
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: ২৩-২৭ নাকি ২২-২৪ !!
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওই সব মিলিয়ে ঝামেলা শেষ হতে হতে ২৭ এমনকি আরো ২-৪ দিন বেশিও লাগতে পারে।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৯
রেইড ইন স্কাই বলেছেন: ইন্টারনেট না থাকলে আমরা কি খেয়ে বাঁচব