![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউজে দেখলাম মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আসা লক্ষ লক্ষ মুসলিম শরণার্থীদের নিতে নানা তালবাহানা শুরু করেছেন মিয়ানমার সরকার । শরণার্থীদের প্রত্যাবাসনের কাজ বাংলাদেশের জন্যই দেরি হচ্ছে বলে মিয়ানমারের কর্তৃপক্ষ অভিযোগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি ইয়াঙ্গন থেকে সরকারের এক শীর্ষস্থানীয় মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছেন মিয়ানমার এই শরণার্থীদের ফিরিয়ে নিতে প্রস্তুত থাকলেও ফেরানোর শর্ত কী হবে তা নিয়ে বাংলাদেশ নাকি টালবাহানা করছেন।
মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী সান সুচির মুখপাত্র জতেয় এএফপি কে বলেছেন আমাদের সরকার অনেক আগেই ঘোষণা করেছেন যে আমরা এই শরণার্থীদের যেকোনো সময় ফেরত নিতে রাজি আছি। কিন্তু এটা নিয়ে দুই দেশের মধ্যে কী সমঝোতা হবে বাংলাদেশ এখনো সেটা নিয়েই ভেবে চলেছেন। গত ২৫শে আগস্টের পর থেকে রাখাইনের যে শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে গেছেন তাদের কোনো তালিকা ঢাকা থেকে এখনো তাদের দেয়নি বলে কৃতপক্ষের অভিযোগ। জতেয় কে উদ্ধৃত করে রয়টার্সও জানাচ্ছে শুধু বাংলাদেশ রাজি হচ্ছে না বলেই শরণার্থীদের মায়ানমারে ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই ওই শালারা ফিরিয়ে না নেয়ার জন্য এসব নানা তালবাহানা শুরু করেছে মনে হচ্ছে।
২| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
ওদের মগজ পিগমীদের সমান; না হলে, এত তেল-গ্যাস, গাছ, মাছ, পাথরের মতো সম্পদ নিয়ে মানুষ এত দরিদ্র হয় কিভাবে? বার্মিজদের উচ্চতা কম, মগজও ছোট!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সেটাই বলি মানুষ হিসেবে একটু খাটো হলেও বুদ্ধি একটু বেশি হওয়া দরকারছিল কিন্তু ওদের সেটা হয়নি ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২
নিরাপদ দেশ চাই বলেছেন: মিয়ান্মার ঠিকই বলেছে। কারন ভারত ও চীনের গ্রীন সিগনাল না পেলে এই অবৈ্ধ স্বৈরাচারী সরকারের পক্ষে সম্ভব না রোহিঙ্গাদের ফেরত পাঠানো।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাইতো দেখছি আল্লায় জানে কি হবে ।
৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
নিরাপদ দেশ চাই বলেছেন: মিয়ান্মার এই বক্তব্য দিয়েছে গতকাল।গতকালই মিডিয়ায় এসেছে এটা। অথচ এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদে কোন সেটমেন্ট দেয়া হয়নি।এর মানে কি দাঁড়ায়?
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই হলো আমাদের দেশ আর এই হলো আমাদের...................।
৫| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
এম আর তালুকদার বলেছেন: সকালে ঘুম থেকে উঠে যুগান্তরে পড়লাম শরণার্থীরা দেশে ফিরতে চায় না, এবার ঠ্যালা সামলান...
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওরা কেন যাইবার চায় না ?
৬| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০
আমানউল্লাহ রাইহান বলেছেন: বন্দুকের নলের মুখে শরণার্থী হতে বাধ্য করছে এখন আবার বলছে, বিদেশি সাহায্য পেতে শরণার্থীদের ফিরিয়ে দিতে চাচ্ছে না বাংলাদেশ সরকার!
দুনিয়াতে এর চেয়ে বড় আবালীয় বক্তব্য আর আছে কিনা জানা নেই।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে সব মিথ্যাবাদী ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
নতুন বলেছেন: এখনো বুঝতে পারছেন না???
মায়ানমার কোনদিনই সবাইকে ফেরত নেবেনা।
হয়তো কয়েকজন/ কয়েক হাজার ফেরত নেবে।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো এখন দেখছি ভাই। কি করা যায় বলেনতো ভাই।
৮| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: মায়ানমার সহজে মনে হয় না এদের ফেরত নেবে।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা প্রামানিক ভাই তাইতো দেখছি ।কি হবে কে জানে আল্লাহু ছাড়া।
৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখ জনক এবং উদ্বেগ জনক।
০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কথা বলেছেন ভাই।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪১
ঢাকাবাসী বলেছেন: ওরা ফেরৎ যাবে কে বলেছে? ওদের সরকার নিবেনা আর ওরা যাবেনা, এখন সামলান। টেকনাফ কক্সবাজার ধ্বংশ, বন বাদার সব ধ্বংশ! আছে ১০-১২ লাখ অশিক্ষিত মগা, সামনে ভয়াবহ দুর্দিন।
০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: আমানউল্লাহ রাইহান বলেছেন: বন্দুকের নলের মুখে শরণার্থী হতে বাধ্য করছে এখন আবার বলছে, বিদেশি সাহায্য পেতে শরণার্থীদের ফিরিয়ে দিতে চাচ্ছে না বাংলাদেশ সরকার! দুনিয়াতে এর চেয়ে বড় আবালীয় বক্তব্য আর আছে কিনা জানা নেই।
০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
নতুন বলেছেন: ফেরত পাঠানোর চেস্টায় লাভ হবেনা। এদের হত্যার করে তাড়িয়েছে...তাই তারা ও ভয়ে আর যেতে চাইবেনা।
এখন কাজ শুরু করতে হবে যাতে এরা ভালো ভাবে বসবাস করে এবং আমাদের দেশের জন্য সমস্যায় পরিনত না হয়।
০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো এই একই মত।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
ঐ ইডিয়ট পিগমী মগের মাথায় যদি মগজ থাকতো, সে বুঝতে পারতো, তালিকা তৈরি করার দায়িত্বটা কার, বাংলাদেশের নাকি বার্মার?