|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আমি একটা জিন্দা লাশ
কাটিস না রে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না।।
প্রেমে পোড়া যায় না চেনা
দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই
একটুখানি সুখ
হায়রে একটুখানি সুখ!
আমি যদি যাইগো মরে
আমার লাশটা বুকে ধরে (২)
আমার লাইগা বন্ধু তোরা
কান্না জুড়িস না.....
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না।
বুকের মারল অন্তর
সর্বহারা শোক
আমার মতো কষ্ট যেন
পায় না কোন লোক
হায়রে - পায়না কোন লোক
মনেরে বুঝাইলাম কত
হইল না যে মনের মত (২)
মিছে আশায় তারই পিছে
মন আর ঘুরিস না.....
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা - মরার পরে আমায় পুড়িস না।।
চলেগেলেন গতকাল সকলের চোখকে ফাকি দিয়ে উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার ও বংশীবাদক এবং সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী সেই না ফেরার দেশে। তিনি আমার একজন প্রিয় শিল্পী ছিলেন ।কেন যেন জানিনা আমি তার কন্ঠে গাওয়া প্রতিটি গানই আমার কাছে আধ্যাত্মিক ধারার গান মনে হত।তার কন্ঠে গাওয়া,শুয়া চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, সাড়ে তিন হাত কবর, পুবালি বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী, ওগো ভাবিজান নাউ বাওয়া, মানুষ ধরো মানুষ ভজো,এই গানগুলো শুধু আমার নয় মনে হয়
প্রতিটি গান প্রিয় মানুষের হৃদয়ের স্পন্দনে মিশে থাকবে। প্রিয় বারী সিদ্দিকী আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আপনার জন্য থাকল
কোটি কোটি  লক্ষ লক্ষ শ্রদ্ধার সালাম ।
 ১৪ টি
    	১৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৬ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪৯
২৬ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওপারেও তার সাফল্য কামনা করছি।
২|  ২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ১:২৩
২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ১:২৩
নাইম রাজ বলেছেন: শ্রদ্ধাঞ্জলি জানাই প্রখ্যাত বংশীবাদক ও কন্ঠশিল্পী বারী সিদ্দিকীকে এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।
  ২৭ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:০৭
২৭ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শ্রদ্ধাঞ্জলি থাকল ।
৩|  ২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ২:১১
২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ২:১১
অর্ক বলেছেন: ভরপুর শ্রদ্ধা জানাই এই মৃদুভাষী বিনয়ী মানুষটিকে। তাঁর আত্মার শান্তি কামনা করছি। খুব দরদিয়া কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। মনে পড়ছে, 'আমার গা'য়ে যতো দুঃখ সয়', ও প্রয়াত রাজ্জাকের লিপে 'ও আমার দেশের মাটি' সিনেমার আরেকটি চমৎকার ভজন, "এসো এসো", (ঠিক বিস্তারিত মনে পড়ছে না) মনে পড়ছে।
গানটা হয়তো কপিপেস্ট করেছেন, তাই ওটা বাদ দিয়ে আপনার লেখার কিছু বানান ঠিক করে নিন, 
 
ফাঁকি
কণ্ঠ
'চলেগেলেন' সহ আরও কিছু শব্দ পরস্পর স্পেসবিহীন। 
তিন নাম্বার ও শেষ বাক্যটা সঠিকভাবে গঠন হয়নি। হয়তো তাড়াহুড়ো করেছিলেন! বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা! আমি যদিও তাঁর তিন চারটি গান ছাড়া আর কোনও গান শুনেছ বলে মনে করতে পারছি না! 
উপমহাদেশের প্রখ্যাত বলা তাঁকে ঠিক হচ্ছে কি! বাংলাদেশের প্রখ্যাত বললেই হয়তো যথার্থ হতো।
 
যাই হোক ধন্যবাদ ও শুভকামনা সজ্জন ভালো মানুষ ব্লগার হাসু মামা।
  ২৭ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:২৫
২৭ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক শ্রদ্ধা থাকল এই মৃদুভাষী বিনয়ী মানুষটির জন্য।
৪|  ২৫ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:০৪
২৫ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
  ২৭ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:২৬
২৭ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক শ্রদ্ধা থাকল প্রিয় দুজনের জন্যই।
৫|  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:০৩
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:০৩
হিট_ম্যান বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য।
  ২৮ শে নভেম্বর, ২০১৭  রাত ১:১৭
২৮ শে নভেম্বর, ২০১৭  রাত ১:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৬|  ২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৩
২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৩
শামচুল হক বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি।
  ২৮ শে নভেম্বর, ২০১৭  রাত ১:১৮
২৮ শে নভেম্বর, ২০১৭  রাত ১:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৭|  ২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৫১
২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৫১
মহামোহপাধ্যায় বলেছেন: গানটা আমার খুবই প্রিয় ছিল। তার আত্মার শান্তি কামনা করি।
  ২৮ শে নভেম্বর, ২০১৭  রাত ১:১৯
২৮ শে নভেম্বর, ২০১৭  রাত ১:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:৫৩
২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
সফল জীবন ছিল উনার।