![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেইদিন রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো একটা টেবিল মেলা।
টেবিল মেলা বলতে আসলে সেখানে একটি টেবিলে সাজানো ছিল কতগুলো টেলিটকের সিম ।
টেবিলে বসা থাকা লোকগুলো পথচারী মানুষদের বোঝাতে লাগলেনঃ
বাংলাদেশে এই প্রথম বারের জন্য টেলিটক নিয়ে এল নারীদের জন্য একটি প্যাকেজ। টেলিটক দিচ্ছে ২০লাখ অপরাজিতা প্যাকেজের সিম। ফ্রী টেলিটক সিম সাথে থাকছে আরো দারুন সকল অফার।টেলিটক নতুন অপরাজিতা ফ্রী সিম সাথে ৮টাকায় ১জিবি ১৪টাকায় ২জিবি করে ইন্টারনেট পাবে তিন মাস পযন্ত।যে সকল পুরুষেরা ঐ মেলার উপস্থাপকদের কথা বোঝতে পারেন নাই
তারা দৌড়ে বাসায় গেলেন আর ভোটার আইডি কার্ডের ফটো কপি তার সঙ্গে এক কপি করে ছবি নিয়ে আসলেন সিম কেনার জন্য।
তখন আবারো তাদের ভালো করে বোঝানো হল সিমের প্যাকেজটা আসলে শুধু নারীদের জন্য ছেড়েছেন সরকার। এই সিমটা শুধু
নারীরাই কিনতে পারবে এবং নারীরাই শুধু ব্যবহার করতে পারবে। তখন অনেক পুরুষ ক্রেটারা ক্ষেপেও গেলেন আর বলতে লাগলেন
এটা কেমন কথা,প্যাকেজটা শুধু নারীদের জন্য কেন ? নারী পুরুষ সমান অধিকারিত্ব কোথায় গেল ?
আবার কেউ কেউ বলতে লাগলেন ধীরে গতিতে পুরুষ শাসিত পৃথিবী বদলে এখন নারী শাসিত পৃথিবী উন্নয়নের অগ্র যাত্রা এগিয়ে গেছে
সীমানা পেরিয়ে বহুদুর,সেটা প্রমান করে এসব কিছু সরকারি প্যাকেজ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মহিলাদের জন্ড প্যাকেজ? হিহিহি দারুন বলেছেন ভাই।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৩
নাহিদ০৯ বলেছেন: প্যাকেজ এর জন্য মডেল দেখেই এই ক্যাম্পেইন এর গোবর মাথা ওয়ালাদের কথা মাথায় ভেসেছিলো। এক অসহায় নারী, যার দরকার শখানেক এফএনএফ, কম রেটে যার সাথে ইচ্ছে কথা বলার সুযোগ, প্রায় প্রয়োজনের চাইতেও বেশি ইন্টারনেট আর প্রয়োজন বিনা মূল্যে একাধিক সিম। নারীদের স্ট্রেন্থ নারীদের মর্যাদা কে এরা এরকম সস্তা করে বিক্রি করছে শুধু।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নারীদের মর্যাদা এভাবে নিচে না নামালেও চলতো ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১
খায়রুল আহসান বলেছেন: প্যাকেজটি কেমন চলছে?
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই। তেমন চলে নাই ।আমি আমার এক ফ্রেন্ডের গত তিনদিন মার্কেটিং করছিলাম,
মাত্র ১০টা সিম বিক্রি হয়েছে।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
সবুজের ইবনে বতুতা বলেছেন: নেটওয়ার্ক ভাল না তো...? সিম দিয়ে কি করবা, মনু?
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঢাকায় মোটামুটি চলে, ঢাকার বাহিরে যাওয়ার পর ওটাকে ফেলে দিয়ে অন্য সিম ব্যবহার করতে হবে।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: প্যাকেজটি তেমন সাড়া ফেলতে পারেনি।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা কিন্তু রাজীব ভাই আমাদের দেশের সম্পদ ছিল।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১০
ব্লগ সার্চম্যান বলেছেন: ওটা ফাল্টু একটা প্যাকেজ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ব্লগসার্চ ম্যান ভাই । অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
আল ইফরান বলেছেন: ঢাকার বাইরে গেলে এই কোম্পানির নেটওয়ার্ক থাকে না।
এদের টার্গেট গ্রুপে যদি পল্লী অঞ্চলের মেয়েরা থাকতো তাহলে অবকাঠামো উন্নয়নের দিকে ভালো নজর দিত।
ঢাকার মেয়েরা সাবসিডিয়ারি হিসেবে টেলিটক চালায়, মেইন সাবস্ক্রাইবার হিসেবে না।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঢাকায় মোটামুটি চলে, ঢাকার বাহিরে যাওয়ার পর ওটাকে ফেলে দিয়ে অন্য সিম ব্যবহার করতে হবে।
তবে ইফরান ভাই এটা কিন্তু আমাদের দেশের সম্পদ ছিল।সরকার চাইলে এটাকে আরো আবডেট করতে পরতো।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
আমি মুরগি বলেছেন: আপনার সাথে একমত। ছেলে মেয়ে সমান অধিকার চাই।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্ত হচ্ছে না । কেমন জানি ৯ গুন ৬ গুন হিসাবে তফাত মিলে।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
পাজী-পোলা বলেছেন: সমান অধিকার শুধু আপনার প্রাপ্যে ভাগ বসানোর বেলায়, ওদের প্রাপ্যের দিকে তাকাতেও দিবে না।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাও ঠিক বলেছেন।
১০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সস্তা ব্যবসার ধান্দা - কিন্তু কাজে লাগেনি...
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তেমন মার্কেট পাইনি ভাই সিমটা।
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩২
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো অভিজ্ঞতা শেয়ার।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
সবুজের ইবনে বতুতা বলেছেন: কথা সত্য বলেছেন@ লেখক...
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩
আবু তালেব শেখ বলেছেন: হাস্যকর লাগছে ব্যপার টা। মহিলাদের জন্ড প্যাকেজ? এটা হচ্ছে ভালো সাজবার ফন্দি