|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
স্বপ্ন পেরণায়
আধার কাঁটে মোর না পাবার যন্ত্রণায়
বেঁচে আছি শুধু না পাওয়া প্রেমের কৃপায়
কাঁটবে আঁধার প্রেমশ্রীর কোমল ছোঁয়ায়।
আঘাতে আমায় সে যত করে ক্ষত 
তার চেয়ে বেশি যেন থাকে সে বিক্ষত।
কারণে অকারণে করেছে আমায় অনেক দোষারপ
তবু একনজর দেখায় তাকে সব কষ্ট মোর হয় যে লাঘব।
জানে সে বহু জাদু
জানে বহু মন্ত্র 
প্রেমের শিকলে বাঁধতে তার হয়না ভুল তন্ত্র।
তাহার বশে হইয়া আমি বশতি
যেন হারিয়ে ফেলেছি সকল সীমা অতিক্রমাগতি।।
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৪
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সরকার ভাই।
২|  ১৭ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:৪৫
১৭ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার লেখাটাা ভালো হয়েছেে।
  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৪
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই।
৩|  ১৭ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৩৫
১৭ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি কবিতাও লিখতে পারেন।
  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৫
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হালকা মে জাপছা।
৪|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৪৯
১৮ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৪৯
কবীর বলেছেন: ভালো লিখেছেন।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৪
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:০৬
১৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সীমা, সীমানা সব ভুলে আবার ফিরে পান সবকিছু
আমাদের স্বাধীনতা আছে মাথা হবেনা নীচু।
অভিনন্দন।