![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা এবং নির্যাতনে যে রোহিঙ্গা শরনার্থীরি বাংলাদেশে পালিয়ে এসেছিলেন তাদের নিয়ে যে প্রত্যাবাসনের চুক্তি হয়ে ছিল সেই চুক্তিতে দুই মাসের মধ্যে শুরু হওয়ার কথা ছিল। চুক্তির দুই মাস আজ অতিক্রম করলেও এখনো প্রত্যাবাসনের দিনক্ষণ ঠিক করতে পারেননি বাংলাদেশ এবং মিয়ানমার কৃতপক্ষ।তারা বলছেন প্রত্যাবাসনের আরো সময় লাগবে। তবে কারো কারো মতে এই প্রক্রিয়া যখনই শুরু হোক না কেন রাখাইনে নিরাপত্তাহীনতা এবং রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবর্তন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। তাছাড়াও জাতিসংঘ এবং প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশের পাশে না থাকে তাহলে সমস্যা আরো স্থায়ী হওয়ার শঙ্কা আছে।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচছে না।
২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
চুক্তি অনুসারে, আগামীকাল থেকে রোহিংগারা ফেরত যাবার কথা
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুঃখীত ওস্তাদ আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচছে না।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
ট্রাম্প বলছেনঃ বাংলাদেশকে ভালো লবিং করতে হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই নাকি।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: রোহিঙ্গা সরকারের একটা প্রয়োজনীয় ইস্যু।
নির্বাচনের সময় কাজে লাগবে।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই মনে হচ্ছে ।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে একা আগানো কতটা ঠিক হচ্ছে ভাবনার বিষয়!
কাল থেকে হচ্ছে না, রোহিঙ্গা প্রত্যাবাসনে সময় লাগবে -এটা আজকের নিউজ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রত্যাবাসন প্রক্রিয়ায় তারা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন বা ইউএনএইচসিআর কে সম্পৃক্ত করতে সমঝোতা সাক্ষর করবেন তারা। কিন্তু তাদের এ কাজে সম্পৃক্ত করার দরকার হলো কেন? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশনার বলেন দুটি কাজে তাদের ভূমিকা থাকতে পারে।
তার মতে, "একটি হচ্ছে আমরা বলেছি প্রত্যাবাসন হবে নিরাপদ ও স্বেচ্ছায়। এ স্বেচ্ছার বিষয়টা ঠিক করতে বা নিরূপণ করতে তাদের কাজে লাগাতে পারি। একই সাথে প্রত্যাবাসনের প্রাক পর্যায়ে সহযোগিতার জন্য তাদেরও কাজে লাগাতে পারি। এ দুটি ক্ষেত্রে তারা কাজ করবে বলে আমরা আশা করছি"।
তিনি বলেন শরণার্থী কার্যক্রমে জাতিসংঘের এ সংস্থার দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি প্রত্যাবাসন কার্যক্রমটিকে অধিকতর বৈধতা দেয়া ও দৃঢ় করতে তাদের সহায়তা চাইতে পারে বাংলাদেশ।
তাহলে কবে নাগাদ ওপারে রোহিঙ্গারা যাবে
আবুল কালাম আজাদ বলেন প্রত্যাবাসনের বিষয়ে যেসব প্রস্তুতির কথা তারা বলছেন সেটি বাংলাদেশের দিক থেকে নেয়া পদক্ষেপ। কিন্তু বিষয়টি এক পাক্ষিক নয়, বরং দ্বিপাক্ষিক।
"যারা প্রত্যাবাসিত হবেন তারা সেখানে গিয়ে কি অবস্থায় থাকবেন। প্রত্যাবাসনের পর তারা কেমন থাকবেন, তাদের নিরাপত্তা কতদূর থাকবে সেটাও আমাদের দেখতে হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এ কাজটা করবে। মিয়ানমারের দিক থেকেও তাদের প্রস্তুতির বিষয় আছে। উভয় দিক থেকে প্রস্তুতির বিষয়। তারা কিছু কাজ করেছে বলে জানিয়েছে। সেগুলোও দেখতে হবে আমাদের"।
শুধু রাজনৈতিক বাহবা নিতে দ্রুত ঠেলে দিলে হবে না। যে কারণে তাদের দেশ ছাড়তে হয়- তার একটা গ্রহনযোগ্য টেকসই সমাধান আগে করতে হবে। যার জন্যে জাতিসংঘ আবশ্যিক। এবং যারা মায়ানমারকে বাধ্য করতে পারবে- জাতিগত হত্যা বন্ধ করে তাদের পূর্ণ নাগরিকের মর্যাদা দিতে।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ওস্তাদ আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচছে না।সব কিছু ঠিকঠাক না থাকায় তা আজ সম্ভব হচ্ছে না। এখনো পররাষ্ট্রমন্ত্রালয় প্রত্যাবাসন শুরু হওয়া নির্ধারিত কোন তারিখ নিশ্চিত করতে পারেননি। তারা জানিয়েছেন রোহিঙ্গারা কবে বা কখন ফিরে যাচ্ছেন সেটার নির্দিষ্ট তারিখ এখনই বলা যাবে না।তাই পূর্ব নির্ধারত তারিখ অনুযায়ী কোনও ভাবেই আজ প্রত্যাবাসন শুরু করা সম্ভব হচ্ছে না।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয়েছে প্রত্যাবাসন এখনও অনেক কিছু বাকি আছে । বিশেষ করে যে সকল রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো হবে তাদের তালিকা এখনও প্রস্তুত করা হয় নাই। এমনকি তাদের জন্য যাচাই বাছাই এবং ট্রানজিট ক্যাম্পও পযন্ত এখনো প্রস্তুত করা হয়নি।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
আবু তালেব শেখ বলেছেন: ওদের নিরাপত্তা নিশ্চিত করে পাঠানো উচিৎ
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচছে না এমনকি কবে শুরু হবে সেটাও জানানো হয়নি।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
ব্লগ সার্চম্যান বলেছেন: নিরাপদ প্রত্যাবর্তন প্রয়োজন।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবে কি না সন্দেহ আছে।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
চিন্তার বিষয় আবার কি?
রহিংগারা স্বেচ্ছায় কখনওই ফিরে যাবেনা।
রহিংগাদের কাছে এই দেশ আমেরিকার মত।
বিনামূল্য থাকা খাওয়া, সবার হাতে মোবাইল, নগদ সাহায্য,মানুষের ভালবাসা।
কোন মঘায় যায় মরতে মগেরমুলুকে।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচছে না।সব কিছু ঠিকঠাক না থাকায় তা আজ সম্ভব হচ্ছে না। এখনো পররাষ্ট্রমন্ত্রালয় প্রত্যাবাসন শুরু হওয়া নির্ধারিত কোন তারিখ নিশ্চিত করতে পারেননি।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
চিন্তার উৎপাত বলেছেন: সরকারের ব্যর্থতা যে সরকার তাদের ফেরৎ পাঠাতে গঠণমূলক ব্যবস্থা নিতে পারেনি। তবে যাইহক অসহায়দের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। বেঁচে থাকুক রোহিঙ্গারা ।