|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আজ কয়েক দিন থেকে বেশ কিছু ধর্মিক গবেষক বৈজ্ঞানী লেখকদের সামুতে পদার্চণা দেখছি।
না গবেষনা খারাপ না। অন্তত আমি বাঙ্গালি হিসেবে আরেকজন বাঙ্গালি গবষককে গবেষনার 
দুনিয়ায় স্বাগতম এবং অভিনন্দন জানাই।কেননা সে আমাদের বাঙ্গালি জাতির গর্ব । তবে ইদানিং
কিছু সামুর গবেষকদের দেখছি তারা তাদের গবেষনার নামে ধর্মিক রেষারেষি টাণছে।তারা এমন
কূতুক্তি করছে তাদের কারো কারো মতে মনে হচ্ছে পৃথিবীর কোন সৃষ্টি বা পালন কর্তা নেই।
তারা যেটা গবেষনা করছে সেটাই ঠিকঠাক আর কুরআন হাদিস সবই ভুলভাল কথা।
দেখেন আম গাছে হয়ত কাঠাল হতে পারে বা আলু গাছে হয়ত আলু টমেটো দুটই হতে পারে
কৃষি বিজ্ঞানীদের গবেষনা বা চেষ্টায় কিন্তু আমাদের মনে রাখতে হবে তাই বলে পৃথিবীর এমন ডাক্তারি 
বোর্ড নেই যে বোর্ড একজন গর্ভপতি মায়ের গর্ভের ছেলেকে মেয়ে বা গর্ভপতি মায়ের গর্ভের
মেয়েকে ছেলে বানিয়ে দিতে পারবেন  
 
আরেকটু ভেবে দেখুন টাইটেনিক জাহাজের কথাই যখন জাহাজটি তৈরি করা হয়েছিল এবং টাইটানিক
জাহাজটি ভেঙে যাওয়ার আগ মুহূর্ত পযন্ত বলা হয়েছে সেটি কখনই ধ্বংস হবে না । কিন্তু অবশেষে
সামান্য বরফের ধাক্কা লেগেই সেটা ভেঙে গভীর সমুদ্রে তলিয়ে গেছিল । এখানে কি সৃষ্টিকর্তার হাত নেই।
আমরা একটু খতিয়ে দেখলে পৃথিবীর এরকম বহু নজরবিহীন ঘটনা দেখতে পাবো।আমি বুঝিনা তবু কেন
আমরা বিশ্বাস করতে চাইনা আমাদের একজন রব আছে আর পাঠানো কিতাব পাক পবিত্র কুরআনের প্রতিটা
বাক্য সত্য। আপনা কি জানেন আপনারা এই কুরআন বিরোধী বা নাস্তিকপানা করছেন কুরআনে স্পষ্ট ভাবে
তাদের কথাও বলা হয়েছে । কিছু আয়াতে আছে যারা এসব নাস্তিকপানা করছেন তাদের জন্য অপেক্ষা করছে
কঠিন আযাব। তাই আসুন হয়ত কুরআনকে বুকে আগলে ধরে বাঁচতে শিখি আর একান্তই যদি আপনি আপনার
বিশ্বসকে গ্রহণ যোগ্যটা মনে করেন তবে সেই বিশ্বাস নিয়েই বাঁচুন তবে দয়া করে কারো ধর্মে বা বিশ্বাসে
 আঘাত করে নয়।কেননা ধর্ম আর বিজ্ঞান এক নয় ধর্ম হলো যার যার বিশ্বাস আর বিজ্ঞান যা চক্ষুস আবিস্কার।
আবিস্কার হয়তো চোখে দেখা যেতে  পারে আর ধর্ম হলো না দেখে বিশ্বাস করতে হয়।
 ২৮ টি
    	২৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৪ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:৪৮
২৪ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ওস্তাদ আমিও সেরকমি ভাবছি যার যার বিশ্বাস তার কাছে।
২|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:০৩
২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:০৩
মলাসইলমুইনা বলেছেন: কেউ কেউ কখনোই বুঝবে না | তা যতই চেষ্টা করুন না কেন | কিছু লেখায় দেখছি উপসংহারগুলো করা হয়ে যাচ্ছে খুবই দ্রুত, খুবই সীমিত অব্জার্ভেশনে আর ইনফরমেশনের উপর ভিত্তি করেই | কারো করো ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন উঠছে মনে লেখায় বড় ফাক ফোকর দেখে যে তারা ওই লেখাগুলো লেখার যোগ্য কিনা | কিছু করার নেই | ওপেন একটা প্ল্যাট ফর্মে ইচ্ছেমতো লেখাতো যাবেই | একটাই চাওয়া সেটা হলো এই প্রথাবিরোধী ব্লগাররা যেন অপ্রয়োজনীয় ঝামেলা সৃষ্টি না করেন | অন্যদের বিশ্বাস, ভাবনাকে একটু সন্মান যদি আমরা করতে পারতাম তাহলে এই ব্যাপারগুলো অনেক বেশি সহনীয় হতে পারতো |
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:২৭
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার মন্তব্যের সাথে পুরোপুরি সহমত।
৩|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:২৪
২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:২৪
আবু তালেব শেখ বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকর রুপে প্রকাশিত হয়েছে জনাব জাহিদ ভাইয়ের পোস্টে। তেনার আবার মাথাটা খুব গরম।  
সমালোচনা একদম সহ্য করতে পারেন না
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:২৯
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন ভাই তবে ব্লগ কিন্ত মাথা গরমের স্থান না।
৪|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১:৩২
২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১:৩২
ওয়াজেদ বিপ্লব বলেছেন: টাইটানিককে বলা হতো, "আনসিঙ্কেবল", টাইটানিক ডুবে যাওয়ার পর বলা হলো- এটা ঈশ্বরের অস্তিত্বকে অবজ্ঞা করার মাশুলরূপে তাঁর দেয়া একটা নিদর্শন। আপনিও একই কথা বলতে চেয়েছেন। আপনার যুক্তি ধরে এগুলে- টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা খাওয়ার পরেও না ডুবলে- ঈশ্বর মিথ্যা প্রমাণিত হয়ে যেতেন।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:১৮
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনও বোঝার অনেক কিছু বাকি।
৫|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১:৫৭
২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন: 
প্রত্যেকের ধর্ম আছে। ধর্মের ভেতর উপধর্মও আছে।
আমরা জন্মসুত্রে ধর্ম ইসলাম,উপধর্ম সুন্নি (সাউথ এশিয়ান স্কুল)
আমরা লেখাপড়া শেষ করে বড় হয়ে পছন্দমত যে কোন ধর্ম বেছে নিতে পারি না। বাপদাদার ধর্ম বয়ে বেড়াতে হয়। বাধ্য।
যার যার ধর্ম পালন করে গেলে ধর্ম কোন সমস্যা না।
মধ্যপ্রাচ্যের সুন্নিরা আমাদেরককে খাটি মোসলমান মনে করে না। তাদের সালাফি ওহাবি মতবাদি এদেশীয় চামচারা দেশে সহিংসতা ও শক্তিপ্রয়োগ করে তাদের মনগড়া কট্টরপন্থী মতবাদ চাপিয়ে দিচ্ছে। এতে মানব সভ্যতা শিক্ষা বিজ্ঞান পিছিয়ে পড়ছে।  
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪০
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
৬|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৫:৪১
২৫ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৫:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈশ্বরের নিজেরই উচিত তার অম্তিত্ব প্রমাণ করা।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪০
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা কখনো হবে না।
৭|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:০১
২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যে নাস্তিক তায় আছে সে নাস্তিক তায় থাকুক। যে নাস্তিক তায় চলে যাবে সে যাউক। এতে ধর্ম বাধা হয়ে দাঁড়ায় না। আপনি ধর্ম থেকে বেড়িয়ে গিয়ে ধর্ম গুরুদের  চৌদ্দ গোষ্ঠী উদ্দার করবেন আর সেগুলোর নাম দিবেন বিজ্ঞান চর্চা! তা হতে পারেনা। বিশ্বে অনেক নাস্তিক আছে, কই তাদের নিয়ে তো ধর্ম কামীদের মাথা ব্যাথা নেই। তারা কি কম জ্ঞানী? তারা কি কম বুঝেন।।।
নাস্তিকতা মানবতার জন্য, পৃথিবীর জন্য কোন সমস্যা না। সমস্যা হলো নব্য নাস্তিকতায় অভিনয় করা।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪১
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:  সমস্যা হলো নব্য নাস্তিকতায় অভিনয় করা।  
একদম কারেট কথা কইছেন ভাই।
৮|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:১৩
২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:১৩
হাঙ্গামা বলেছেন: আচিপ মহিউদ্দিন আজ কুতায়?
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেমনে কমু 
৯|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩০
২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: আমি খুব মন দিয়ে পোষ্ট পড়লাম। মন্তব্য গুলোও পড়লাম।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
১০|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৫
২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৫
জুলকারনাইন নাঈম বলেছেন: নতুন মনে হয় ব্লগে আসছেন। এখন্ও শেখার বহু দেরি। বহু জিনিস শিখতে হবে, অনেক জানা ব্যাপার সম্পর্কে নতুন করে ভাবতে হবে। মাথার মধ্যে আলোড়ন সৃষ্টি হতে হবে। এখন্ও বহু পথ পাড়ি দেবার বাকি আপনার।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাও ঠিক বলছেন 
১১|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:০০
২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:০০
হাসান রাজু বলেছেন: দেখেন, আমরা বলতে বলতে এত বেশি বলি যে সেটা একসময় আমাদেরই বিপরীতে বক্তব্য দেয় ।  আপনি আস্থিক হয়ে বা কোন বিশেষ ধর্মের অনুসারি হয়ে এমন এক চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে, সেটা খোদ আল্লাহ ও বলেন নাই ।  " পৃথিবীর এমন ডাক্তারি বোর্ড নেই যে বোর্ড একজন গর্ভপতি মায়ের গর্ভের ছেলেকে মেয়ে বা গর্ভপতি মায়ের গর্ভের মেয়েকে ছেলে বানিয়ে দিতে পারবেন । " 
কিন্তু আপনার মত অনেকেই এমন বেহুদা মন্তব্য করে বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে বসেন । আর এমন ভাবে উপস্থাপন করেন যেন সেটি আল্লাহরই চ্যালেঞ্জ । আর আল্লাহ সবসময়ই এমন জ্ঞানহীন কিন্তু ধাম্ভিকদের সাহায্য করেন না, বরং তাদের ধাম্ভিকতা চূর্ণ করেন। কাল যখন মায়ের গর্ভের সন্তানের জেন্ডার পরিবর্তনে বিজ্ঞান সার্থক হয়ে আপনার ধর্ম আর খোদাকে তাচ্ছিল্য করবে । তখন আপনার এক সংবেদনশীল অনুভূতিতে আঘাত লেগে যাবে। 
তাই কোরআন বুঝার চেষ্টা করুন । যেটুকু বুঝতে পারছেন না সেখানে বিজ্ঞানের সাহায্য নিন । বিজ্ঞানের কোন না কোন শাখা আপনাকে সাহায্য করবেই । আজ না হয় কাল । 
*** টাইটানিক ধ্বংস হয়ে প্রমান করল ঈশ্বরের হাত আছে । পরবর্তীতে টাইটানিকের চেয়েও বড় জাহাজ বানিয়ে অক্ষতভাবে চলেছে এবং চলছে । এর মানে কি ঈশ্বরের হাত তারপর থেকে আর নাই! (নাউজুবিল্লাহ) । এমন বেহুদা যুক্তি দিয়ে ঈশ্বরকে ছোট করবেন না ।
১২|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪০
২৫ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪০
আটলান্টিক বলেছেন:  
   
  
১৩|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৭
২৫ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৭
শামচুল হক বলেছেন: ধর্ম বিশ্বাস আর বিজ্ঞান হলো প্রমাণ, কাজেই দুটোকে এক করলে ভুল হবে।
১৪|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৩১
২৫ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৩১
জাহিদ  হাসান বলেছেন: আপনারা যেই জাহিদ হাসান শিশিরকে জানতেন সেই জাহিদ হাসান শিশির মারা গেছেন।
আলেক্সান্দ্রো দো রোঁসা’র জম্ম হয়েছে। আমি ব্লগ ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। আপনারা ভাল থাকবেন। 
জাহিদ হাসান নামে কেউ কখনো এই পৃথিবীতে ছিল না। সবই মিথ্যা।
১৫|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৫০
২৫ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৫০
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কথাগুলো ভাই হাসু ।
১৬|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৪
২৫ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৪
ওয়াজেদ বিপ্লব বলেছেন: লিলিপুটিয়ান পুস্ট। কষে মাইনাস!
১৭|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:৩১
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:৩১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিজ্ঞানীরা আবিষ্কারের পর খেয়াল হয় সব কোরআনে আছে? আমাদের মহান হাফেজ, মওলানারা কী আঁটি বাঁধেন? তাদের মধ্য থেকে কেন একজন বিজ্ঞানী তৈরি হয় না? সব জ্ঞান কি ইহুদি-নাসারাদের?
১৮|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪০
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪০
নাঈমুর রহমান আকাশ বলেছেন: 
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:৪৪
২৪ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
সেদিন ব্লগার "জাহিদ হাসান" মিশরের ফারাওদের নিয়ে একটা পোষ্ট দিয়েছিলেন; সেখানে তিনি উনার নিজের জন্য কিছু পড়ালেখা করে, অনেক কিছু জানার কথা বলছেন। বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষদের "ফেরাউন" সম্পর্কে সঠিক ধারণা নেই; জাহিদ এই ব্যাপারে আরও পড়ালেখা, "গবেষণা" করার কথা বলেছেন; তিনি ধর্ম বা কোন কিছু নিয়ে কিছু বলেননি।
এরপর এলো ব্লগার "বাকরখানি'র পোষ্ট; বাকারখানি অপ্রয়োজনীয় ছবি টবি যোগ করে, অপ্রয়োজনীয় কথা বলে, জাহিদকে হেনস্তা করার চেষ্টা করেছেন; এই ধরণের পোষ্ট ব্লগিংকে সাহায্য করবে না।
মানুষ ধর্মীয় ধারণাকে মেনে নেয়ার পরও, উহাকে লজিক্যালী বুঝার চেষ্টা করে যাচ্ছে; মানুষের লব্ধ জ্ঞান মানুষকে ধর্ম ও কর্মে সাহায্য করছে; একজন অশিক্ষিত মানুষের পক্ষে ধর্মীয় বই পড়া সম্ভব নয়; আবার, যিনি পড়তে জানেন, তিনি ভাবতেও জানেন।