![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৬৩৮ ১৯৬.০ শ্রীলঙ্কা গল মাঠে ২০১৩ সাল
৫৯৫/৮ডি ১৫২.০ নিউজিল্যান্ড ওয়েলিংটন মাঠে ২০১৭ সাল
৫৫৬ ১৪৮.৩ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা মাঠে২০১২ সাল
৫৫৫/৬ডি ১৩৬.০ পাকিস্তান খুলনা মাঠে ২০১৫ সাল
৫১৩ ১২৯.৫ শ্রীলঙ্কা চট্টগ্রাম মাঠে ২০১৮ সাল
৫০৩ ১৫৩.৪ জিম্বাবুয়ে চট্টগ্রাম মাঠে ২০১৪ সাল
৫০১ ১৪৮.৫ নিউজিল্যান্ড চট্টগ্রাম মাঠে ২০১৩ সাল
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মোমিনুলের ১৭৬, মুশফিকুর রহিমের ৯২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৮৩ রানের উপর ভর করে ৫১৩ রান করেছিলেন বাংলাদেশ দল। সে নিয়ে এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশ সাতবারের মতো টেস্টে ৫০০ বা ততোধিক রানের স্কোর গড়তে পেরেছেন। তার মধ্যে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের এই মাঠেই তিনবার সেই কীর্তি গড়েছেন আমাদেররয়েলবেঙ্গল টাইগাররা। তবে ৫০০ পেরোনো ইনিংস গড়ে চট্টগ্রামে বাংলাদেশ কখনো হারেনি। এই ম্যাচটি এখন চলছে। জিতেছে একটিতে আর ড্র অন্যটিতে। ৮ই মার্চ ২০১৩ সালে নিজেদের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৬৩৮ রান শ্রীলঙ্কার বিপক্ষেই ।
সূত্রঃ ইন্টারনেট
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবু দেখতে হয়।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬
হাঙ্গামা বলেছেন: বাংলাদেশের হাবভাব দেখলে, পত্রিকার লেখা দেখলে আর বিসিবি মোটা মোটা কথা শুনলে মনে হয় বাংলাদেশ প্রথম ইনিংস খেলেই ৫ দিনের টেষ্ট জিতে গেছে। বেকুবের দল।
একবার চিন্তা করে না যে, এই মাঠে বাংলাদেশ ৫০০ করলে অবশ্যই শ্রীলঙ্কা ৭০০/৮০০ করতে পারে। তারপরে ৮০ রান করতে গিয়া ৩ উইকেট খোয়ায়। কইত্তে কইত্তে একেকটারে ধইরা নিয়া আসে !! তার মধ্যে একটার নাম.....লিটন দাস
শ্রীলঙ্কানরা ব্যাটিং শুরু করার আগেই এই কথা বলছিলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিকি বলেছিলেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: খেলা দেখলে এখন মেজাজ খারাপ লাগে।