|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে আন্তর্জাতিক আইন অনুসারে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া উচিত বাংলাদেশের সরকারের। 
সব রাজনৈতিক দলের নেতাদেরই তাদের সমর্থকদের সহিংসতায় না জড়াতে সতর্ক করা উচিৎ। হিউম্যান রাইটস ওয়াচ এশিয়ার পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন বিরোধী দলকে আন্দোলনে বাধা দিয়ে মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ নির্বাচনের অধিকার খর্ব করছে বাংলাদেশ সরকার।
হিউম্যান রাইটস ওয়াচের মতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে আন্তর্জাতিক আইন অনুসারে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া উচিত বাংলাদেশের সরকারের।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এরমতে, বিরোধী দল বিএনপির নেতা-কর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করে সরকার ঠিক করছন না।বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে তার সমর্থকরা বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সারাদেশে। সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং বিএনপির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছেন এর আগেও বিরোধী দলের আন্দোলনের সময় অগ্নিকাণ্ড,হত্যাকাণ্ড বন্ধ করতে বাংলাদেশের নিরাপত্তারক্ষাকারী বাহিনী বিরোধী দলের সমর্থকদের গ্রেপ্তার ও হয়রানি করে। শতাধিক ব্যক্তিকে গুম করারও অভিযোগ আনা হয় নিরাপত্তারক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। 
সূত্রঃ বিবিসি বাংলা
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:৫৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ।মদিফদির ফায়ে ফুয়ে ধরার কোনও মানেই হয় না। আমাদের দেশের বিষয় আমরা বুঝবো। 
২|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:৩০
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:৩০
আবু তালেব শেখ বলেছেন: আন্তর্জাতিক হস্তক্ষেপে সমস্যার সমাধান হতে পারে
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:৫৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবে না।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৩
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৩
ন্যায়দন্ড বলেছেন: বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিশ্বব্যাংক বা ব্র্যাড এডামসদের বা অন্য কারো নাকগলানোর দরকার নেই।