|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
  
 
  
ভালোবাসার দিবসে সকলের মনে বেশি বেশি ভালোবাসা উদয় হোক,এই কামনা থাকল।
পরিবার,পরিজন নিয়ে ভালোবাসার এই ভূবনে সকলের সুস্থ জীবন কাটুক।
আমার মতে ভালোবাসার কোন দিবস যদি না থেকে থাকে তাহলে সত্যিকার অর্থে একটা 
ভালোবাসার দিবসের প্রয়োজন আছে সকলের মাঝে সুস্থ ভালোবাসা ছড়িয়ে দেয়ার জন্য।
আপনাদের কি মত ? 
আমি এটাই বলতে চেয়েছি,ভালোবাসার শেষ নেই,যেমন: মা,বাবা'র সাথে সন্তানের আর সন্তানের
সাথে মা'বাবা'র ভালোবাসা যাকে বলে পরিবারিক ভালোবাসা।
ভাইয়ে'র সাথে ভাইয়ে'র ও বোনে'র সাথে বোনে'র এবং ভাই'য়ের সাথে বোনে'র ও বোনে'র সাথে
ভাই'য়ের যাকে বলে ভাই বোনের,প্রেম,লাভ বা ভালোবাসা।
স্ত্রী'র সাথে স্বামী'র বা স্বামী'র সাথে,স্ত্রী'র ভাব যাকে বলে স্বামী স্ত্রী'র ভালোবাসা।
বন্ধুর সাথে বন্ধু'র ভালোবাসা যাকে বলে ফ্রেন্ডস লাভ বা ভালোবাসা। 
আসলে ভালোবাসার রঙের শেষ নেই,নেই ভালোবাসার কোন প্রকারের শেষ কিন্তু নাম তার একটাই
ভালোবাসা,যাকে ইংরেজিতে বলে, Love ।প্রতিটি ভালোবাসার নাম যেমন একটা তেমনি প্রতিটি ভালোবাসায়
থাকতে হয় হৃদয়ের স্পন্দন'বা থাকতে হয় হৃদয়ের টান থাকতে হয় ভালোবাসার একআত্মা।যা না থাকলে সত্যিকার অর্থে কখনই একজন ভালোবাস'ক হওয়া যায় না।তাই সকলের মাঝে জেগে ওঠুক সত্যিকার অর্থের হৃদয় ঘোষিত ভালোবাসা;সবাইকে
শুভ ভালোবাসা ও শুভ সকল। 
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৭
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
২|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৮
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালবাসা ছড়িয়ে যাক সকল প্রাণে
প্রেম শুধু জড়িয়ে থাকুক প্রেমিক প্রাণে
পথের পাশে অবোধ শিশু তাদের না যাই ভুলে
তাদের তরে ভালবাসা একটু রেখ তুলে  
 
অনেক অনেক বাসন্তি আর ভ্যালেন্টাইন শুভেচ্ছা ভায়া 
 
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
৩|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৮
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা দিবসের শুভেচ্ছা মামা।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
৪|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:০০
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:০০
সাদা মনের মানুষ বলেছেন: 
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
৫|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩০
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আউলাভিউ পড়ে বাউলা হয়ে গেলাম মনে হচ্ছে! চারিদিক কত ভালোবাসা উড়ছে আজ! 
বসন্তদিনে রঙিন ভালোবাসাযুক্ত শুভেচ্ছা
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৮:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:২৯
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: ফুলে ফুলে ছেয়ে গেছে
কিউপিডের ধনুকের তীর
বিঁধছে গিয়ে সব পেরিয়ে
হৃদয় বীণায় বাঁধছে যে নীড়!