|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আজ ২৮শে ফেব্রুয়ারি আর আজকের এই দিনেই  আমার প্রিয় পপসঙ্গীত সম্রাট আজম খাঁন বাংলাদেশে পপসঙ্গীতের তারা হয়ে জন্ম  নিয়েছিলেন।  আমার প্রিয় পপসঙ্গীত সম্রাট আজম খাঁনের মাধ্যমেই বাংলার মাটিতে উন্মোচিত হয়েছিল বাংলা পপসংগীতের এক অন্যধারা। দেশীয় পপগানের জগতে এক অনন্য বিপ্লব ঘটিয়েছিলেন আজম খাঁন।আর সে কারনেই তিনি এদেশের সঙ্গীত জগতে হয়ে উঠেছিলেনন পপ সম্রাট। দেশের প্রজন্মের পর প্রজন্মের কাছে তিনি সঙ্গীত গুরু হিসেবে রয়ে যাবেন।  
 
 ১৯৫০ সালে আজিমপুরে জন্ম গ্রহণ করেন পপসম্রাত আজম খাঁন ।তার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান।  আজম খাঁনের বাবার নাম মোহাম্মদ আফতাব উদ্দিন খাঁন, আর মা হলেন জোবেদা খাতুন। আজিমপুর  ১০ নম্বর সরকারি কোয়ার্টারে তারা থাকতেন। তার বাবা ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্ট। ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথির চিকিৎসক ছিলেন। তারা চার ভাই এবং এক বোন ছিল। বড় ভাই সাইদ খাঁন একজন সরকারি চাকরিজীবী, মেজো ভাই আলম খাঁন একজন সুরকার আর ছোট ভাই লিয়াকত আলী খান একজন মুক্তিযোদ্ধা ছিলেন । ছোট বোন শামীমা আক্তার খানম ।১৯৫৫ সালে তিনি প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে বেবিতে ভর্তি হন। ১৯৫৬ সালে তার বাবা কমলাপুরে বাড়ি বানান। তারপর থেকে তারা সেখানেই বসতি গড়ে তুলেন । সেখানে তিনি কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলে প্রাইমারিতে এসে ভর্তি হন। তারপর ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। সেই স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন। ১৯৭০ সালে টি অ্যান্ড টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি তিনি।আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে - বাংলাদেশ,রেল লাইনের ঐ বস্তিতে, ওরে সালেকা, ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আসি আসি বলে ইত্যাদি। সর্বোপরি তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নেন। প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে।  
 
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়ে আজম খাঁন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন। তখন তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসঙ্গীত প্রচার করেন আজম খাঁন।১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে আজম খাঁন মুক্তিযুদ্ধে যোগ দেন। তখন তার বয়স ২১ বছর। যুদ্ধে যোগ দিতে তিনি পায়ে হেঁটে আগরতলা চলে যান। আগরতলার পথে সঙ্গী হন তার দুই বন্ধু। আজম খান ছিলেন দুই নম্বর সেক্টরের একটা সেকশনের ইনচার্জ। আর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল খালেদ মোশাররফ। ঢাকায় তিনি সেকশান কমান্ডার হিসেবে ঢাকা এবং এর আশেপাশে বেশ কয়েকটি গেরিলা আক্রমণে তিনি অংশ নেন।যুদ্ধ শেষে পুরোপরি গান নিয়ে মেতে ওঠেন আজম খাঁন। ১৯৭২ সালে নটরডেম কলেজের প্রাঙ্গণে নিজস্ব আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো দর্শকের সামনে গান করেন তিনি। ১৯৭৩ সালের ১ এপ্রিল এদেশে প্রথম কনসার্ট হয় ওয়াপদা মিলনায়তনে হারুন নামের জনৈক ব্যক্তির অবদানে।তারপর ইন্দিরা রোডের ঢাকা রেকর্ড থেকে ১৯৭৩ সালের শেষের দিকে আজম খাঁন প্রথম রেকর্ড বের করেন সালাউদ্দিন নামের জনৈক ব্যক্তি আলম খানের পরিচালনায়। ১৯৮২ সালে এক যুগ নামে তার প্রথম ক্যাসেট বের হয়। এরপর তার বেশ কিছু ক্যাসেট এবং সিডি বাজারজাত হয়। তার প্রথম সিডি বের হয় ১৯৯৯ সালের ৩রা মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায়।এ পর্যন্ত তার বেশ কয়েকটি গানের অ্যালবামসহ বেশ কিছু মিক্সড অ্যালবামও প্রকাশ হয়। তার উচ্চারণ ব্যান্ডদলও বেশ জনপ্রিয় ছিলো।২০১০ সালে তিনি ক্যান্সার আক্রান্ত হন। ২০১১ সালের ৫ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান পপসম্রাট আজম খাঁন।আজ আমার এই প্রিয় পপসঙ্গীত সম্রাট আজম খাঁনকে তার ৬৮তম শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।যেখানেই থাকুন ভালো থাকুন আজম খাঁন।
 ২৪ টি
    	২৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩২
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুরুর জন্য জন্মদিনের শুভেচ্ছা।
২|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:১১
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: আজম খানের আরাম বাগের বাসায় আমি গিয়েছি। তার বাসার সামনে এক ম্যাডামের কাছে ইংলীশ পড়তে যেতাম।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৪
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে তো গুরুর সাথে আপনার দেখা হওয়ার কথা।
৩|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:১৩
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজম ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। 
তার "এত সুন্দর দুনিয়া", "সালেকা- মালেকা" আমার পছন্দের গান। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ভালো মানুষও ছিলেন।। 
লেখক কে ধন্যবাদ।।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৭
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার প্রিয় পপসম্রাটের আজম ভাইয়ের জন্য জন্মদিনের শুভেচ্ছা থাকল।
৪|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:২৪
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমারও প্রিয় তিনি, পছন্দের, ভালোবাসার।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৯
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ জন্মদিন আজম ভাইয়ের।
৫|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৩
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৩
চাঁদগাজী বলেছেন: 
গুরুর অভাব অনুভব করছি
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:২২
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! এতোদেখছি মহা কান্ড;গুরু শুধু আমার একার নয় ।উনি সকলেরি প্রিয়। গুরুর জন্য দোয়া করবেন ওস্তাদ ।
৬|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৫
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: ওনাকে আগে স্কুল যেতে যেতে প্রায় দেখা হতো ।
ওনার ছোট মেয়ে (সিনিয়র ছিলেন )আর আমি আর আপু এক ই কোচিং এ পড়তাম । 
কখনো সকাল বেলা বাজারের ব্যাগ হাতে দেখা যেতো । তখন ইত্যাদি তে একটা গান হয়েছিল সময় এখন বর্ষাকাল নামের আর সালেখা  মালেখা গান খুব জনপ্রিয় ছিল । 
https://youtu.be/BKEHN28nEfE 
https://youtu.be/eIKHFWk-_b4
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫০
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নাহ! আপু কইতে হয় আপনাদের কপাল চার আঙ্গুলের আর আমাদের দুইআঙ্গুলের কপাল তাই কখনো গুরুকে
কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। 
৭|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০০
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাহলে তো গুরুর সাথে আপনার দেখা হওয়ার কথা। 
অবশ্যই দেখা হয়েছে। অনেকবার। 
আমি প্রায়ই দেখতাম জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছেন। তার জানালায় একটা বাটিতে পাথরকুচি লাগানো।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫২
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! কত সৌভাগ্য আপনাদের রাজীব ভাই।
৮|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৭
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৭
নূর-ই-হাফসা বলেছেন:  মজা পেলাম প্রতিউত্তরে ।
  মজা পেলাম প্রতিউত্তরে । 
আমাদের বাসা এক ই এলাকায় হ ওয়ার কারনে দেখা হতো । 
আজম খানের বাড়ি এখন ভেঙে ফেলা হয়েছে , নতুন বাড়ি বানানো হচ্ছে , পরিবার অন্য কোথাও চলে গেছেন ।  
ওনার ব উ ছিলেন না , ২ মেয়ে আর এক ছেলে ওনার ,আর কিছু জানিনা । 
রোজ দেখা জিনিস এ আগ্রহ থাকেনা , বরং অদেখার মাঝে তীব্র আকাঙ্ক্ষা আর শ্রদ্ধা আর ভালোবাসা লুকায়িত থাকে । 
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:১১
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথায় আছে আপু কারো পৌষ মাস আর কারো সর্বনাশ।
তাই কেউ কেউ কারো কারো কষ্টে আনন্দ পায়,কেউ কেউ আবার কারো কারো আনন্দে বেদনায় নয়নের নোনা অশ্রু ঝরায়।
আপনার জন্য শুভ কামনা।
৯|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:০৮
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:০৮
বিলিয়ার রহমান বলেছেন: শুভ জন্মদিন আজম খান!
  ০২ রা মার্চ, ২০১৮  সকাল ৯:১২
০২ রা মার্চ, ২০১৮  সকাল ৯:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
১০|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:০১
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:০১
নীল আকাশ বলেছেন: পপ সম্রাটের প্রতি বিনম্র শ্রদ্ধা । আজো তার গান আমাদের মাঝে শিহরন জাগায়। তার লাইভ কনসার্ট যারা কখনো দেখেনি তারা কখনো বুঝবেন না তিনি কতটা জনপ্রিয় ছিলেন। কতটা হৃদয়ের মাঝে ছিলেন। আমাদের প্রজন্ম তার গান শুনে শুনে বড় হয়েছি। পপ গান বলতে বুঝি আজম খান আর আজম খান বলতে পপ গান। আজও আমি তার গান গুলো সময় পেলে শুনি। শৈশব আর কৈশরের কথা, স্মৃতি গুলি মনে পড়ে যায়। সারা ঢাকা শহর ঘুরতাম তার কনসার্ট দেখার জন্য। নস্টালজিক হয়ে যাই মাঝে মাঝে.........ওরে সালেক ওরে মালেকা, ওরে ফুলবানু পারলি না, রেল লাইনের ওই বস্তিতে কিংবা চুপ চুপ অনামিকা চুপ.. আহা সেই দিন গুলি আর ফিরে পাবো না......।
  ০২ রা মার্চ, ২০১৮  সকাল ৯:১৪
০২ রা মার্চ, ২০১৮  সকাল ৯:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রিয় পপস্টারের শুভ জন্মদিন ।
১১|  ০২ রা মার্চ, ২০১৮  সকাল ৯:৩৭
০২ রা মার্চ, ২০১৮  সকাল ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ০৩ রা মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৩
০৩ রা মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কস সেলিম ভাই।
১২|  ০২ রা মার্চ, ২০১৮  সকাল ১১:০৮
০২ রা মার্চ, ২০১৮  সকাল ১১:০৮
মিরোরডডল  বলেছেন: Thank you so much for writing this one
প্রিয় গায়ক প্রিয় মানুষ
আমাদের সিনিয়র ভাই বোন তার গান শুনেছেন
এখন আমরা শুনছি
আমি এই গানটি পছন্দ করি - awesome lyric
Azam Khan - Hoitoba Ei Din
https://www.youtube.com/watch?v=7y1hnv8aZLk
  ০৩ রা মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৪
০৩ রা মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কস ।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:০৪
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:০৪
তারেক_মাহমুদ বলেছেন: গুরুরর জন্য ভালবাসা।