নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

৭ই মার্চকে ঐতিহাসিক সংগ্রামী ভাষণ দিবস হিসেবে ঘোষণা দেয়া হোক

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৩:৫১


আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ১৮ মিনিট স্থায়ী সেই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। সেই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। আর সেটি তাজউদ্দীন আহমদ কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল। পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীটির ওপর গুরুত্ব আরোপ করা।১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ আর সেজন্য নিউজউইক ম্যাগাজিনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেন।আর আজকেই সেই
ঐতিহাসিক ৭ই মার্চ।২০১৭ সালের অক্টোবরের শেষে ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ডকুমেন্টারী হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণটি সহ মোট ৭৭ টি গুরুত্বপুর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেয়া হয়। ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপুর্ণ দলিলকে সংরক্ষিত করে থাকে। মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডব্লিউ) ৭ই মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭ টি গুরতুপুর্ণ নথি সংগৃহীত হয়েছে।শাবিপ্রবির শিক্ষক জাফর ইকবাল প্রতিক্রিয়ায় বলেন, বঙ্গবন্ধু নয় বরং ইউনেস্কোই এই ভাষণকে স্বীকৃতি দিয়ে সম্মানিত হয়েছে। কারণ এখন তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণটি আছে, এমনটা তারা বলতে পারবে।তাই এই দিনটিকে আরো স্বরণীয় করে রাখতে
৭ই মার্চকে অর্থাৎ মার্চ মাসের ৭তারিখকে ঐতিহাসিক সংগ্রামী ভাষণ (Historical festive speech) দিবস হিসেবে ঘোষণা দেয়া হোক ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



তিনি স্বাধীনতা বলতে বুঝেছিলেন, পাকীদের চলে যাওয়া, আওয়ামী লীগের সরকার গঠন করা; সাধারণ মানুষের আশা, স্বপ্ন, অধিকার তিনি বুঝতেন বলে মনে হয় না।

০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শেখের বেটি যাই করুক কিন্ত বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা একটা স্বাধীণ বাংলায় বসবাস করতে পারছি; আর এটা
সকলেরি মানতে হইব।

২| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে ২৫ শে মার্চের পর, বাংগালীরা শেখ সাহেব থেকে বেশী বুঝতেন, বেশী চেষ্টা করেছেন; বাংগালীরা দেশ স্বাধীন করেছেন রক্ত দিয়ে, বাংগালীরা কারো জন্য বসে থাকেননি।

০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শেখ সাহেবের প্রধান ভুল ছিল যারা যুদ্ধে অংশ গ্রহণ করেছিল তাদেরকে সঙ্গে না নিয়া। কেননা আমি যখন কোনও প্রতিষ্ঠানে
ঘন্টার পর ঘন্টা সময় দিমু নাওয়া খাওয়া বাদ দিয়া;আর যখন সেই প্রতিষ্ঠান দাঁড়াইয়া যাইবো আর তখন সে যদি আমারে না চিনে
বা মূল্যায়ন না করে,তখন আমি এমনেই সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধতা করমু।

৩| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৫১

অক্পটে বলেছেন: এইসব জেনে বা শুনে মনটাকে শান্তনা দিতে পারতাম তখনই যখন দেখতাম আমার ভোটের অধিকার আমি ফেরত পেয়েছি। ৭ই মার্চেরও একটা চেতনা ছিল সেই চেতনা যার সবচেয়ে বেশি ধারণ/লালন করার কথা সেই তিনিই জনগণের ভোটের অধিকারটা কেড়ে নিয়েেছেন। তিনি এখন ফালতু নির্বাচন করেন এবং পরবর্তীটাও ফালতু নির্বাচন করবেন বলে আশা রাখেন। ৭ই মার্চ;

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~

৪| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশ স্বাধীন হওয়া উচিত ছিল বৃটিশদের কাছ থেকেই । আমাদের কপাল খারাপ সেটা হয়েছে পাকিদের কাছ থেকে। বৃটিশদের কাছ থেকে হলে রক্তপাত কম হতে পারত। পাকিরা জানোয়ার।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ভাই।

৫| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

সৈয়দ ইসলাম বলেছেন:
দিবস যথেষ্ট আছে, মর্মার্থ বাস্তবায়ন করলেই চলবে।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই।

৬| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: লেবু বেশি কচলালে তিতা হয়ে যায় হাসু মামা।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লেবু বেশি কচালো বা টিপানো সময় এখন আর নাই।এখন যন্ত্রের মাঝে লেবু কেঁটে রেখে একটা
চাপ দিলেই হলো ব্যাস সব রস এককেবারে বেরিয়ে আসবে। ;)

৭| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবাই মন খুলে বলতে থাকুন।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বাঙলা জয় জবঙ্গবন্ধু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.