|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
  
 বাংলাদেশের যে কোনও স্থানেই যদি রাজনীতি প্রসঙ্গে কোনও আলোচনা ওঠে তাহলে সবার আগে
  বাংলাদেশের যে কোনও স্থানেই যদি রাজনীতি প্রসঙ্গে কোনও আলোচনা ওঠে তাহলে সবার আগে
যে বিষয়টা বেশি গুরুত্বের সাথে আলোচনা হয় সেটা হলো দেশের অর্থনীতি। আর আমাদের দেশের 
অর্থনীতি যে ভালো যাচ্ছে না সেটাও আমরা ভালো করেই জানি ।তবুও কিছু দল প্রেমিক ঠেঠা টাইপের
লোক আছে যাদের মতে দেশ যেমনে চলছে ভালই চলছে দেশের অর্থনীতি ভালই চলছে ।
কথায় আছে তর্কে এক পারা যায়না ঠেঠাদের সাথে আরেক পারা যায়না সাগর ও নদীর পানির সাথে।
সাগর আর নদীর পানি আপনি যতই সেচেন না কেনও মাগার ওই পানি কমার না  
 
আর ঠেঠু টাইপের লোকদের আপনি যতই সোজা কথাটা বুঝানোর চেষ্টা করে থাকুননা কেন তারা
কিন্তু সোজা পথে হাটবেও না আপনার বলা সোজা কথাটা বুঝলেও তারা সত্যটা স্বীকার করবে না
যাকে বলে জাত ঠেঠা  
 
 কালকে এরকম কথায় কথায় আমার এক বন্ধু বলে ওঠলো তুই কি জানিছ আগামী ২০২৫ সাল নাগাদ নাকি
আমাদের বাংলাদেশ দরিদ্র ক্ষুদা ও অর্থনীতি সংকোচ মুক্ত একটা সোনার বাংলাদেশের রূপ নিবে।
পরে আর কি আমি সোজা বলে দিলাম ভাইরে আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না,তার
মূল কারন দেশের অর্থনেতিক অবস্থা কতটুকো ভালো কে জানে  ? কেননা আমীও এই  দেশের একজন নাগরিক
অথচ আমার নিজের পকেটে এই মূহূর্তে দশ টাকাও নাই।আমরা দশ পোনেরো জন বন্ধু ছিলাম 
এর মধ্যে একজন বলে ওঠলো দেশের অর্থনীতি অবস্থা যখন এত ভালো তাহলে আমার কিছু টাকা লাগবে 
যে যে ধার দিবেন বন্ধুরা হাত তুলে দাঁড়ান  । এই কথার মানে কি আমি বুঝলাম না।
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:২৯
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ওস্তাদ।
২|  ২৩ শে মার্চ, ২০১৮  সকাল ৮:০৪
২৩ শে মার্চ, ২০১৮  সকাল ৮:০৪
কলাবাগান১ বলেছেন: আমেরিকার মত দেশেও অনেক হোম লেস দের কে রাস্তায় দেখা যায় তাদের পকেটেও ১০ ডলার থাকে না সেখানে বাংলাদেশে ১০ টাকা পকেটে না থাকার লোকের সংখ্যা যে কোটি ছাড়িয়ে যাবে টা তো বলাই বাহুল্য। তফাৎ টা হল.. শুধু খাম্বার আমলে ১০ টাকা পকেটে না থাকার সংখ্যা দেশের অর্ধেক এর বেশী লোকজনের ছিল।
  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩০
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন দুই নম্বার ওস্তাদ।
৩|  ২৩ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২৪
২৩ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২৪
আবু তালেব শেখ বলেছেন: ব্যাংকে টাকা রেখে পকেট ফাকা করে সরকারের বদনাম করছেন? যতই হোক এখন সবার অবস্হা মোটামুটি ভাল পজিশনে। একজন রিক্সাওলার ও দুই চার লাখ বা তার বেশি টাকা জমানো আছে।
  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩১
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাও হতে পারে বিশ্বাস নাই বাঙালি সব বেশি বেশি পারে।
৪|  ২৩ শে মার্চ, ২০১৮  দুপুর ২:২১
২৩ শে মার্চ, ২০১৮  দুপুর ২:২১
টারজান০০০০৭ বলেছেন: মামা আফনের দুস্ত নিশ্চয় শিক্ষিত বেকার ! একারণেই টাকা নাই ! অশিক্ষিত হইলে টাকা থাকিত, কারণ বিবিএস বলিতেছে শিক্ষিতের ৫০% বেকার, অশিক্ষিতের মধ্যে বেকার নাই !
৫|  ২৩ শে মার্চ, ২০১৮  দুপুর ২:২৭
২৩ শে মার্চ, ২০১৮  দুপুর ২:২৭
নাইম রাজ বলেছেন: কিছু কিছু লোকের পাসায় বিদুৎতের তার ঢুকিয়ে দেওয়া প্রয়োজন।
৬|  ২৩ শে মার্চ, ২০১৮  দুপুর ২:৩১
২৩ শে মার্চ, ২০১৮  দুপুর ২:৩১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কাজকাম না করলে টাকা আসবে কোথ থেকে?
৭|  ২৪ শে মার্চ, ২০১৮  রাত ১:১৩
২৪ শে মার্চ, ২০১৮  রাত ১:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: বেকার মানুষের পকেটে টাকা থাকবে কোথা থেকে ?
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৮  সকাল ৭:০০
২৩ শে মার্চ, ২০১৮  সকাল ৭:০০
চাঁদগাজী বলেছেন:
জাতীয় অর্থনীতি ও ফাইন্যান্স হলো কঠিন সাবজেক্ট; এটা পড়ে পরীক্ষায় ভালো করার পরও অনেকে এটার অ আ'ও বুঝে না; কিবরিয়া, সাইফুর রহমান, মুহিতরা এর কিছুই না বুঝে এটাকে চালিয়ে গেছেন, অর্থাৎ একটা পুরো জাতির কপাল পুড়ে দিয়েছেন। মুহিত এত কম বুঝে যে, সে হয়তো নিজেই বিস্মিত হয়ে যায়, সে একটা জাতির অর্থনীতি ও ফাইন্যান্স চালিয়ে যাচ্ছে।