নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের অন্যতম বিখ্যাত বিমান এয়ার ফোর্স ওয়ান

৩০ শে মে, ২০১৮ রাত ২:৫৬


এয়ার ফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক এয়ার ট্রাফিক কন্ট্রোল কল সাইন যা আসলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বহন করে এমন কোনো বিমানের জন্য প্রযোজ্য হয়। ১৯৯০ সাল থেকে রাষ্ট্রপতির ফ্লাইটগুলো দুটো বিশেষভাবে নির্মিত বোয়িং ৭৪৭-২০০বি সিরিজের বিমান দ্বারা পরিচালিত হয়ে আসছে। এই দুইটি বিমানে ইউনাইটেড স্টেটস মিলিটারি সিরিয়াল নম্বর হচ্ছে ২৮০০০ ও ২৯০০০। এই বিমানগুলোকে শুধুমাত্র তখনই এয়ার ফোর্স ওয়ান বলা হয় যখন রাষ্ট্রপতি স্বয়ং এটাতে উপবিষ্ট থাকেন। তাছাড়া যদি কখনো রাষ্ট্রপতি অন্য কোনো বিমানেও সফর করেন তখন সেটিকেও এয়ার ফোর্স ওয়ান হিসেবেই ধরা হবে।আর এয়ার ফোর্স ওয়ান মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার একটি প্রতীক হিসেবেই ধরা হয়।একই সাথে এই বিমানটি বিশ্বের অন্যতম বিখ্যাত এবং সবচেয়ে বেশি ছবিধারণকৃত বিমান।১৯১০ সালের ১১ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে থিওডোর রুজভেল্ট বিমানে আরোহণ করেন। যদিও সেটি ছিলো মিসৌরির কাছে অবস্থিত কিনলক এয়ার ফিল্ড থেকে একটি রাইট ফ্লায়ারের মাধ্যমে। তিনি তখন রাষ্ট্রপতি হিসেবে কার্যরত ছিলেন না। তার উত্তরসূরী উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট তখন রাষ্ট্রপতি হিসেবে কার্যরত ছিলেন। সেই রেকর্ড তৈরিকারী অনুষ্ঠানটি দেশটিতে বিপুল সাড়া ফেলে এবং সেখান থেকেই মার্কিন রাষ্ট্রপতিদের বিমান সফরের শুরু।ফ্রাংকলিন ডি. রুজভেল্ট হচ্ছেন প্রথম মর্কিন রাষ্ট্রপতি যিনি তার কার্যকালে বিমানে আরোহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুজভেল্ট একটি প্যান-আমেরিকান বোয়িং ৩১৪-এ করে ১৯৪৩ সালের কাসাব্লাঙ্কা কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে মরোক্কো সফর করেন। সেই সফরে তিনি প্রায় ৫,৫০০ মাইল রাস্তা পাড়ি দেন। জার্মান সাবমেরিনগুলোর হুমকির কারণে আটলান্টিক যুদ্ধের সময়কালে এটিই ছিলো পরিবহণের সবচেয়ে নিরাপদ মাধ্যম।
সূত্র; ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ ভোর ৫:২১

ব্লগ মাস্টার বলেছেন: কিছু বলার নাই।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন বস।

২| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: এই বিমান সাধারন মানূষদের জন্য না।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইটা শুধু বিদেশী বড় বড় গরু ছাগল থুক্কু নেতা কর্মীদের জন্য ;)

৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪

হাঙ্গামা বলেছেন: "এয়ারফোর্স ওয়ান" মুভি দেখলেই বুঝা যায় মার্কিন প্রেসিডেন্টরা কত বড় নায়ক ;)

০১ লা জুন, ২০১৮ রাত ১২:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এদের মগজ বড় বড় খলনায়কের মত :P

৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৫০

বিজন রয় বলেছেন: আমেরিকার ব্যাপার-স্যাপার।

অন্যরকম।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হেইটাই একটু অন্যরকম ;)

৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বড় মানুষদের বড় বড় কারবার।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন হেনা ভাই।

৬| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: দাম কত পড়ে?

০১ লা জুন, ২০১৮ রাত ১২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কত আর ২০০ ৩০০ কোটি হবে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.