নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

নিহতরা সবাই মাদক ব্যবসায়ী ছিলেন

০৪ ঠা জুন, ২০১৮ রাত ২:৪৬

মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধের সময় নিহত কক্সবাজারের একরামুল হকের পরিবারের সরবরাহ করা অডিও ক্লিপটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তার ভিত্তিতে প্রাথমিক তদন্তের কাজও শুরু করা হয়েছে।তবে গতকাল রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকে বলেছেন কক্সবাজারে একরামুল হক নিহতের ঘটনার একটি অডিও ক্লিপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেটা আমরা শুনেছি। এখন একজন নির্বাহী হাকিমের মাধ্যমে এর আসল কাজ যেটা সেটা হল তদন্ত শুরু করা হয়েছে। একরামুল হক নিহত হওয়ার পরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয় যে একারামুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন। তবে একরামুলের পরিবারের পক্ষ থেকে টেকনাফ পৌর যুবলীগের সাবেক সভাপতি একরামুল নির্দোষ ছিলেন বলেই দাবি করছেন । পাঁচ দিন পর একরামুলের পরিবার সংবাদ সম্মেলন করে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি অডিও ক্লিপ গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করেন। যা পরবর্তী সময়ে সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরালও হয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।একরামুলের পরিবার এই ঘটনার বিচার বিভাগীয়র কাছে জোরালো তদন্তও দাবি করেছেন। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন নিহত একরামুলের পরিবার।

একপর্যায়ে র‌্যাবের সদর দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়। এই নিয়ে সর্বশেষ গতকাল ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই একরামের ব্যাপারটা...সে আমাদের পার্টিরই একজন কর্মী। এখানে কি সে ভিকটিম হয়ে গেল আর সে আসলে অসহায় ভিকটিম কি না এটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অভিযানে দু-একটা ভুল হতেই পারে।আমি জানি না খতিয়ে না দেখার আগ পযন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে একরামুলের ঘটনাকে হত্যা মনে করেন কি না অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন কোনো ধরনের হত্যাই আমাদের কাছে কাম্য নয়। যদি এটি কোনো পরিকল্পিত ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিশেষ বাহিনীর তৈরি করা তালিকা ধরে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এই তালিকা অনেক লম্বা। এই তালিকা ধরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। যত দিন পর্যন্ত মাদক নির্মূল না হবে তত দিন এই অভিযান চলবে।
গত মাসের মাঝামাঝি সময় থেকে সারা দেশে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আটকের পাশাপাশি বন্দুকযুদ্ধে’ শতাধিক নিহতের ঘটনাও ঘটছে।আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহতরা সবাই মাদক ব্যবসায়ী ছিলেন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাদক যারা খায় তাদের কি কোন দোষ আছে?
আমার মনে হয় থাকতেও পারে।

আমার নিজের একটি নিয়ম আছে। সেটা হলো - বিক্রেতা যাই হোক, ক্রেতা সাবধান!

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন বক্তব্য আপনার।

২| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৬:৪৪

টাকলা ম্যানেজার বলেছেন: ঠিকি আছে ওরকম দুই চারজনকে মেরে ফেললে সব মাদক ব্যাবসাহীরা সাবধান হইবো।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কথা বলছেন যে।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:০৩

অক্পটে বলেছেন: মাদক সেবনকারীদের মেরে ফেলা হোক, তবে আমাদের বদিরা, শামীমরা যেন থাকে দুধে ভাতে।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উচিৎ কথা বলছেন। :)

৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: এভাবে মারলে কতজনের প্রাণ যাবে তার ইয়াত্তা নেই। আমার মতে বরং প্রশাসন কড়া হলে বা দেশের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত হলে এভাবে বেঘোরে প্রাণ যাওয়া বন্ধ হবে।

অনেক ভাল লাগা প্রিয় ভাগ্নাকে।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: সমস্ত মাদকের আখড়া ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে --ডি এম পি কমিশনার

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে ভালই হবে।

৬| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দীর্ঘ ১০ বছর ধরে দুধকলা দিয়ে সাপ পুষে (মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে/ কমিশন খেয়ে)
মাদকের রমরমা ব্যবসার সুযোগ দিয়ে কোটি হাজার কোটি টাকা বানানোর সুযোগ দিয়ে

এখন হঠাৎ অকলা বোধন কি কুম্ভীরাশ্রু বহানো নয়!!!!!

আর মারো তো শুরু করো সেই সব মাথাদের দিয়ে যারা এরকম হাজারো চুনোপুটি দিনে দিনে জন্ম দেয়!
আর খুচরা বিক্রেতাদের মার ভাল কথা ন্যায় বিচার দিয়ে মার! আদালতের মাধ্যমে মার!
রক্ষী বাহিনীও কিন্তু ভালর জন্য শুরু হয়েছিল পরে ব্যক্তিগত প্রতিশোধ আর প্রতিহংসার মাধ্যম হয়ে জাতির পিতাকে
ডুবিয়েছে।
র্যাবের সেভেন মার্ডার কলংকতো জ্বলন্ত! তাই সাধূ সাবধান!!

গলপ বানালেই হবেনা বিশ্বাস যোগ্যওতো হতে হবে !!! নাকি??

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কিছু বলার নাই। তবে এইটুকোই বলবো এসব ক্রসফায়ার ফুয়ার কোনো মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না ।তাই ক্রসফায়ার
বন্ধ হোক ভালো ও সঠিক আইন প্রয়োগ করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.