|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
এই একটি প্রশ্ন মোটামুটি সকলের কাছেই ঘুরপাক খাচ্ছে।আমারও একই অবস্থা খুবই আগ্রহ জানার কেন ওই লাদান বাচ্চা গুলান
ওখানে গিয়েছিল। প্রথম প্রথম ভেবেছিলাম হয়ত এই নতুন প্রজন্মে গুহার ভিতরে কোনো স্টিডিয়াম বানানো হয়েছে ।পরে কিছুটা
আচ করতে পারলাম না ঘটনা অন্য রকম এক কথায় যা বুঝলাম সেটা হল বাঘের কাছ থেকে বাঁচতে গিয়ে কুমির কাছে জীবনকে সুপে দেয়া।বিবিসি বলছেন কিশোর ছেলেরা ফুটবল প্র্যাকটিস করতে সকাল দশটার দিকে ন্যাশনাল পার্কে গিয়েছিল। তারপর তাদের 
সহকারী কোচ একাপোল ফেসবুকে একটি লাইভ ভিডিও পোস্ট করেছিলেন সকাল ১০টা ৪২ মিনিটে।থাম লুয়াং-খুনাম নাঙ্গনন
ন্যাশনাল পার্কের একজন কর্মী দুপুর তিনটার দিকে লক্ষ্য করেন যে গুহার প্রবেশ-মুখের সামনে ১১টি সাইকেল রাখা আছে।
তখন তারা অনুসন্ধান করতে শুরু করেন। তারপর ওই কিশোরদের একজনের পিতামাতাও ন্যাশনাল পার্কের কর্মকর্তাদের 
জানান যে তারাও তাদের ছেলের সাথে যোগাযোগ করতে পারছেন না।পরদিন ২৪ জুন শনিবার পার হয়ে রবিবার সকাল 
একটা থেকে তাদের খোঁজার কাজ শুরু হয়। শনিবার রাতে সেখানকার পুলিশকে বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে অবহিত
করার পর এই অনুসন্ধান শুরু হয়।স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পর ফুটবলের দলের একজন 
সদস্যের জন্যে সারপ্রাইজ পার্টির আয়োজন করতে তারা গুহার ভেতরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে।ওই দলের একজন সদস্য যে বাকি বাচ্চাদের সঙ্গে গুহার ভেতরে যায়নি, তিনি জানান যে এর আগেও তারা আরো তিনবার গুহার ভেতরে ঢুকেছিলেন। কিন্তু বৃষ্টির মৌসুমে কখনো তারা গুহার ভেতরে যায়নি।স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ফুটবল দলটি গুহার ভেতরে ঢোকার পর থেকেই প্রচুর বৃষ্টি শুরু হয় আর সেখানে জমে যাওয়া জঙ্গলের পানিও ঢুকে যায় গুহার ভেতরে আর পানি এতই বেড়ে যায় যে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় গুহায় প্রবেশের মুখ।আর সে জন্য গুহার ভেতরে পানির উচ্চতা খুব দ্রুত বেড়ে গেলে কোচসহ সেই কিশোর ফুটবলাররা ভেতরে আটকা পড়ে যান। আরো উঁচু জায়গা খুঁজতে খুঁজতে তারা চলে যান গুহার অনেক গভীরে। এই থাম লুয়াং গুহা ১০,৩১৬ মিটার লম্বা এবং থাইল্যান্ডে যতো গুহা আছে দৈর্ঘ্যের বিচারে এটি হল চতুর্থ অবস্থানে।৭ই জুলাই স্থানীয় একটি সংবাদপত্রের ওয়েবসাইটে বলা হয়েছে উদ্ধারকারী গুহার ওপরের পাহাড়ে এমন একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছেন যা দিয়ে বাচ্চারা যেখানে আছে সেখানে পৌঁছে যাওয়া সম্ভব। তখন নতুন করে আশার সৃষ্টি হয় যে বাচ্চাদের হয়তো এই সুড়ঙ্গ দিয়ে বের করে আনা সম্ভব হতে পারে।
ইতিমধ্যে আটকা পড়া মোট ১৩ জনের মধ্যে মোট আটজনকে বের করে আনা হয়েছে। এরপর অভিযান বিরত রাখা হয়েছে।
রবিবার চার জনকে উদ্ধার করা হয়। যারা সবাই এখন হাসপাতালে রয়েছে তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়। তারপর উদ্ধার অভিযানে প্রায় ১০ ঘন্টার একটিা লম্বা বিরতি দেওয়া হয়েছিল। তারপর সোমবার আবার উদ্ধার অভিযান শুরু হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুহা থেকে অষ্টম কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবিসির সংবাদদাতা জোনাথন হেড ঘটনাস্থল থেকে জানান একটি পুলিশ হেলিকপ্টার উদ্ধারকৃত একজনকে নিয়ে দক্ষিণ দিকে উড়ে গেছে।চিয়াং রাই প্রদেশের ওই গুহাটিতে দুই সপ্তাহেরও বেশি দিন ধরে ১২ জন ক্ষুদে কিশোর ফুটবলার এবং তাদের ফুটবল কোচ সহ আটকে পরে ছিলেন।  
আরো বিস্তারিত স্টিকি পোস্ট আপডেট ব্লগার জুন আপু
 ২৪ টি
    	২৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১৩
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাদের এই পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানার অধিকার আছে ভাই তবে সতর্ক ও সাবধান ভাবে । 
শিখর আছে অনেক কিছু তাদের কর্মীদের কাছ থেকে আাদের ধন্যবাদ রাজীব ভাই।
২|  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১১
১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১১
টারজান০০০০৭ বলেছেন: পোলাপাইনরে সাবাসী দিতে হয় ! পুরো থাই জাতিরে ব্যাস্ততো রাখছেই , এমনকি বিদেশের সামু ব্লগে কোটা আন্দোলনও ফেল মাইরা গেছে , স্টিকি হইতে পারে নাই ! সোনার ছেলেরা !!
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৮
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুর কাছে লাখ লাখ সুকরিয়া যে ওরা সুস্থ ভাবে ফিরে এসেছে।
৩|  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১৬
১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১৬
রক বেনন বলেছেন: আমাদের দেশে হলে পত্রিকার হেড লাইন হতোঃ গুহা হতে ১৩ কিশোরের মৃতদেহ উদ্ধার।
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩০
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু সব কিছুই পারেন মারতে এবং বাচাতে মানুষ কেবল উছিলা মাত্র।
৪|  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৭
১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৭
স্রাঞ্জি সে বলেছেন: বাচ্চা গুলোর সাহস আছেই বটে।
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩০
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা অবশ্য বলতে হবে।
৫|  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৪
১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৪
ব্লগ মাস্টার বলেছেন: সবই বুঝলাম ।
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩১
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝার জন্য ধন্যবাদ।
৬|  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৫
১০ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৫
জুন বলেছেন: প্রাকটিস শেষে একজন ক্ষুদে ফুটবলারের জন্মদিন পালন করার উদ্দেশ্যে তারা সামান্য কিছু খাবার নিয়ে পুর্ব পরিচিত গুহা মুখে বসেছিল। কিন্ত হঠাৎ প্রবল বৃষ্টি ও আকস্মিক প্লাবনে গুহা মুখ প্লাবিল হয়ে গেলে তারা আশ্রয়ের জন্য ভেতরে প্রবেশ করতে থাকে। যা গিয়ে শেষ হয় চার কিমি গভীরে উচু নীচু, আঁকাবাকা জায়গায় জায়গায় পানিতে প্লাবিত সরু এক গোলক ধাধার পথ পেরিয়ে হাসু মামা। উল্লেখ্য তারা সে এলাকার স্থানীয় ।
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৩
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু আপনার পোস্ট পড়ে আমি ঘটনা বুঝতে পেরেছি।
৭|  ১০ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:২১
১০ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:২১
শামচুল হক বলেছেন: তারা গুহার চার কিলোমিটার ভিতরে ঢুকেছে এটা শুনেই আমার দম বন্ধ হওয়ার উপক্রম।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৩
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা ভাবলেই আসলে বিশাল কিছু কিন্তু।
৮|  ১০ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৪৩
১০ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৪৩
ফেনা বলেছেন: কোচকেই এর দায় নিতে হবে। বেটারে বেশি করে থাড়ানো দরকার।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৪
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত একটু ভুল করছে তাই বলে থাপানো ঠিক হবে না।
৯|  ১০ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৫
১০ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৫
ঠ্যঠা মফিজ বলেছেন: রাজীব নুর বলেছেন: ছেলে গুলোকে থাপড়ানো দরকার। 
এখন ওদের দেখাদেখি আরও বহু ছেলে এরকম করবে। 
ওদের বাবা মার আরও বেশি মনোযোগ দিতে হবে।
অবশ্য এই বয়সী ছেলেরা একটু এডভেঞ্চার প্রিয় হয়। সহমত 
তবে এবিষয় যেন ব্লগার চাঁদগাজী কিছু না জানে উনি জানলে বাচ্চাগুলোর অভিভাবকদের সাথে লড়াই লেগে যাবে ।কারন
উনি কখনই চাইবেন না যাতে করে বাচ্চাগুলোকে তাদের মা বাবারা একটু শাসন করুন ।উনি আবারা নতুন প্রজন্মকে খুব
স্পনস করেন। 
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৬
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই নাকি তাহলেতো ঘটনাতা ওস্তাদকে জানাতেই হয়।
১০|  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব কিছু শেষে ছেলেগুলো আমাদের মাঝে ফিরে এসেছে, এর চেয়ে ভালো কিছু হতে পারেনা। তবে আমাদের সচেতন হতে হবে।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৮
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন শাহাদাৎ ভাই। পাশাপাশি আমাদের সচেতনাটাও জরুরী।
১১|  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১১
১১ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১১
জাহিদ অনিক বলেছেন: 
কেন গিয়েছিল গুহার মধ্যে এটা আমিও জানতাম না। জেনে নিলাম।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৯
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো খুব জানার আগ্রহ ছিল ভাই।
১২|  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৫
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৫
তারেক ফাহিম বলেছেন: জানার কৌতুহল কাজ করছিলো পোষ্ট পড়ার আগ পর্যন্ত।
জানতে পারায় কৃতজ্ঞ।
কিশোরী দল সাহসীও বটে।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩২
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও আপনাদের জানাতে পেরে অনেকটা খুশি হইছি ভাই।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪২
১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: ছেলে গুলোকে থাপড়ানো দরকার।
এখন ওদের দেখাদেখি আরও বহু ছেলে এরকম করবে।
ওদের বাবা মার আরও বেশি মনোযোগ দিতে হবে।
অবশ্য এই বয়সী ছেলেরা একটু এডভেঞ্চার প্রিয় হয়।