নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

একজন মায়ের আকুতি মিনুতি

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪


ছেলের মুক্তি চেয়ে গত ১২ই জুলাই বুধবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান মোহাম্মদ রাশেদ খানের মা সালেহা বেগম।রাশেদ খান হল সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে তোলা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একজন যুগ্ম আহ্বায়ক ।রাশেদ খানকে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর রাশেদের মা এই সংবাদ পেয়ে ঝিনাইদহ থেকে ঢাকায় ছুটে আসেন ।

যে ভাবে রাশেদের মা আকুতি জানানঃ
আমি একজন মা হয়ে দেশের মায়ের কাছে ছেলের জন্য ক্ষমা চাচ্ছি। তিনি আমার ছেলেকে ফিরিয়ে দিক। চাকরি লাগবে না আমি সন্তানের মুক্তি চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলেকে ভিক্ষা চাই।সন্তানকে ফিরে পেতে এভাবেই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান রাশেদ খানের মা সালেহা বেগম। তার আগের দিন ১১জুলাই ডিবি অফিসের সামনে রাশেদের সঙ্গে ভাগ্যক্রমে রাশেদের সঙ্গে মা ও বোন এবং শ্ত্রীর দেখা হয়।দেখা হলে রাশেদ তাদেরকে তাকে যেন না মারে সে জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে বলে। তার মুক্তির জন্য যেন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে। সে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়নি, সে শুধু চাকরির কোটা সংস্কার চেয়েছিল। এখন আমাদের এর আমার সোনামণির মুক্তি চাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন নাগরিকের মায়ের কান্নায় ফুটে উঠৈছে দেশ মাতৃকার যন্ত্রনা!

কাঁদছে মা,
কাঁদছে মাটি
কাঁদছে দেশ

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একজন মা কান্না যে কথা সারা দেশের মা কান্না একই কথা। দোআ করি মাননীয় প্রধান মন্তীর হৃদয় কোমল হোক।

২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


মহিলাটির জন্যে কষ্ট হচ্ছে। এত কষ্ট করে ছেলেকে শিক্ষিত করে আজ তার জেল মুক্তির জন্য লড়াই! আহারে!

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উহ!রে । যখন এরা আন্দলোনের নামে সন্ত্রাসী করতে যায় তখন আলো ভাই আপাগো এই আহারে উহরে!
যায় কই ! ;)

৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:২২

কলকন্ঠ বলেছেন: ঠিকি আছে ছেঁড়া খেতায় নিচে থেকে চাঁদ ধরার ইচ্ছে থাকলে এমনি হবে।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাঁদ সবাই ধরতে চায় আর ধরতে চাওয়ারা নিশ্চয় অন্যায় না।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: আহারে ----

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উহরে!

৫| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬

ক্স বলেছেন: এসব কাকুতি মিনতিতে কোন কাজ হবেনা। রাশেদ যে ভয়ঙ্কর পাপ করেছে, তাঁর শাস্তি তাকে দুনিয়াতেই পেতে হবে। পেতেই হবে।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর সে শাস্তি হিসেবে রাশেদকে টানা ২০০ দিন রিমান্ড তার পরেও বেঁচে থাকলে বাকি জীবন জেল নয়ত ফাঁস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.