|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
একজন মানুষের জন্য ছাত্রজীবন মানেই একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়। সে সময় একজন ছাত্র নিজেকে নিজের ভবিষ্যতের উপযোগী একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকেন।যেমন ধরা যাক একজন কৃষক কখন সে ভাল ফলন আশা করে ? যখন একজন কৃষক ভালো বীজ বপন করেন ঠিক তখনই তিনি ভাল ফসল আশা করেন ।
 ঠিক একই ভাবে আমাদের দেশের ছাত্রছাত্রীরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য  একজন ভালো অভিজ্ঞ রাষ্ট্র পরিচালক  করে তৈরী করতে পারেন।
যেমন একজন দক্ষ বা অভিজ্ঞ লোক কোনো বিষয়ের
ওপরে একদিনেই দক্ষ বা অভিজ্ঞ হতে পারেন না ঠিক
তেমনি একজন ছাত্র রাজনীতি মাঠে আসা মাত্রই অভিজ্ঞ
হতে পারেন না।
একজন ছাত্রছাত্রীকে ভালো রাজনীতিবিধ হতে হলে তার
থাকতে হবে সৎ সাহস বা সততা তবেই সে ছাত্র থেকে
রাজনীতি জীবনে সফলতা অর্জন করতে পারে।
এদেশের একজন মেধাবী ছাত্র আগামী দিনের সচেতন এবং দেশপ্রেমিক নাগরিক হতে পারেন।
সাধারন মানুষের যেমন সব ক্ষেত্রে ইচ্ছা শক্তি এক নয়
তেমন ছাত্রছাত্রীদেরও এক ইচ্ছে শক্তি হয়না।একেক জন ছাত্রছাত্রীর একেক রকমের ইচ্ছা থাকতে পারে। 
বিভিন্ন জন বিভিন্নভাবে কর্মজীবনে অংশ গ্রহণ করতে পারেন। তবে যারা দেশের সমৃদ্ধির জন্য মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করতে চান তাদেরকে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া উচিৎ।
ছাত্র রাজনীতিতে অংশ গ্রহণ করার ফলে একজন ছাত্র ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য, সরকারী-বেসরকারী চাকুরী যেখানেই কর্মজীবন শুরু করুক না কেন সেখান থেকেই অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা এবং সচেতনতার সাথে দেশের সমৃদ্ধির জন্য জনগণের কল্যাণে কাজ করতে পারেন।
আমাদের একটা বিষয় ভুলে গেলে চলবে না এ দেশে
বিট্রিশ আমল হতে শুরু করে ভাষা আন্দলোন এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ সহ প্রতিটি ক্ষেত্রে ছাত্রদের
অবদান অনেক।
বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪‘র যুক্তফ্রন্ট নির্বাচন,আন্দোলন, ৬৬‘তে ঐতিহাসিক ৬ দফা এবং ১১ দফা, ৬৯-এর গণঅভ্যূত্থান, ৭০‘র নির্বাচন, ৭১-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। পরবর্তীতে ৯১‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের ছাত্র রাজনীতির রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহাসিক ভূমিকা।
তাই সকল কিছু বিবেচনা করে আমাদের
সকলের উচিৎ দেশে ছাত্র রাজনীতির জন্য ভালো পরিবেশ
গড়ে তোলা।
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২৪
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাই যে খারাপ তাওতো না।হাতের পাঁচতা আঙ্গুল সমান না তেমন সবাইকে এক ভাবাও যাবে না।ছাত্রদের মধ্যেও ভালো মন্দ
আছে।
২|  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫৯
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @"সকলের উচিৎ দেশে ছাত্র রাজনীতির জন্য ভালো পরিবেশ গড়ে তোলা।"
...১. ছাত্ররাজনীতি এখন প্রতিপক্ষ দমনের হাতিয়ার। এই  সুবিধাটা কেউই ছাড়তে চাইবে না।
২. ১৮বছরের আগে ছাত্রদের  রাজনীতি করতে দেয়া যাবে না।।
  ২০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৩
২০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার ২. ১৮বছরের আগে ছাত্রদের রাজনীতি করতে দেয়া যাবে না।। এর সাথে পুরোপুরি সহমত।
৩|  ২০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৬
২০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৬
আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা  ,
:হাসু মামা  , 
যে ভাবেই বলুক না সবাই, আসলে  ছাত্র রাজনীতির কোনই প্রয়োজনীয়তা নেই এদেশে ....
  ২১ শে জুলাই, ২০১৮  দুপুর ২:৫৩
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ২:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি। 
৪|  ২০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:০১
২০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা ,
:হাসু মামা , 
যে ভাবেই বলুক না সবাই, আসলে ছাত্র রাজনীতির কোনই প্রয়োজনীয়তা নেই এদেশে .... 
সহমত।
  ২১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
২১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।
৫|  ২০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:২২
২০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:২২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেেশে ছাত্র ও শিক্ষক রাজনীতির কোন দরকরাই নেই। এটা দেশকে পিছিয়ে দিচ্ছে।
  ২১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
২১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক।
৬|  ২০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:৪৮
২০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো আপনার কথাগুলো, আমি ছাত্ররাজনীতির পক্ষে বলেই বলছি না, আপনি বুঝিয়েছেন সুন্দরভাবে।
  ২১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
২১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।
৭|  ২০ শে জুলাই, ২০১৮  রাত ১১:৩৮
২০ শে জুলাই, ২০১৮  রাত ১১:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যে কতিপয় বুদ্ধিজীবিদের মত লাস্ট ৩ প্যারা লিখলেন - এগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এগুলো বলে কখনোই ছাত্ররাজনীতিকে চলতে দেয়া যায় না(যত ভাল উদ্দেশ্যই থাকুক)। ২১ বছর পর তারা মূল দলের রাজনীতি করুক ক্যাম্পাসের বাইরে কেউ মানা করছে না। মোবাইলের কাছে হেরে টি এন্ড টি ফোন - এর যুগ শেষ। তাই বলে কী জোর করে হলেও এটাকে টিকিয়ে রাখতে হবে?
  ২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:২৬
২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৭
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৭
স্রাঞ্জি সে বলেছেন: শুস। প্রীশু।
ছাত্র রাজনীতি তখন ভাল ছিল যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছিল। কিন্তু এখন মাধ্যমিক পর্যায়ে চলে আসছে যার কারণে ছাত্ররা রাজনীতি করে কোন মহৎ উদ্দেশ্যে না। তারা রাজনীতি করে দাপট দেখানোর জন্য। মেয়েদের সাথে মজা করার জন্য।